আসানসোল, 20 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় রাজ্য তথা দেশ তোলপাড় হচ্ছে ৷ এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মহিলা সুরক্ষা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷ তাই নারী সুরক্ষা ও ভয় মুক্ত আসানসোল গড়তে প্রথমবার তৈরি হল 'প্রহরী' বাহিনী ৷ বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগ এই বাহিনী তৈরি করা হয়েছে আসানসোলের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ৷
আসানসোল শহরে কোনও মহিলা সমস্যায় পড়লে কিংবা নিরাপত্তার অভাববোধ করলে স্বেচ্ছাসেবী দল 'প্রহরী'র সঙ্গে যোগাযোগ করতে পারবেন ৷ সংশ্লিষ্ট এলাকায় প্রহরীর সদস্যরা মহিলাদের সুরক্ষায় এগিয়ে আসবেন ৷ এর জন্য 24 ঘণ্টা দু’টি মোবাইল নম্বর সক্রিয় থাকবে এই 'প্রহরী' বাহিনীতে ৷ এছাড়াও একটি অ্যাপ তৈরি করা হচ্ছে ৷ আগামী দুই দিনের মধ্যেই সেই অ্যাপ প্লে-স্টোরে পাওয়া যাবে ৷ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি নিজে উদ্যোগ নিয়ে এই 'প্রহরী' নামের স্বেচ্ছাসেবক দল তৈরি করেছেন ৷
রাখি পূর্ণিমার রাতে আসানসোলের কোর্ট মোড়ে বিজেপির দলীয় অফিসে এই প্রহরী বাহিনীর কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য কমিটির নেতা ৷ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, আরজি করের ঘটনার পর বেশ কয়েকদিন তিনি বিভিন্ন জায়গায় নানা আন্দোলনে গিয়েছিলেন ৷ সেই আন্দোলনে গিয়ে তিনি শুনেছেন, বহু মহিলা ভয়ে রয়েছেন ৷ অনেকে একা রাতে কাজের জায়গা থেকে বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন ৷ অনেক মহিলাই রাতে স্টেশনে নামেন কিংবা বাড়ি ফেরার জন্য সমস্যায় পড়েন ৷ তাঁদের সঙ্গেও যেকোনও ধরনের ঘটনা ঘটে যেতে পারে ৷ আর তাই এই প্রহরী বাহিনীর ভাবনা ৷
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, "আপাতত 25 জন স্বেচ্ছাসেবককে নিয়ে এই প্রহরী বাহিনী শুরু করা হয়েছে ৷ দু’টি মোবাইল নম্বর দেওয়া হয়েছে ৷ নম্বর দু’টি হল 9144499908 ও 9144499909 ৷ এই দু’টি নম্বর দু’টি চব্বিশ ঘণ্টা চালু থাকবে ৷ যে যেকোনও ধরনের অসুবিধায় ফোন করলে স্বেচ্ছাসেবকরা তৎক্ষণাৎ সহায়তা করবেন ৷ এমন কি কোনও মহিলা রাতে বাড়ি ফিরতে পারছে না, কোনও কিছুর অভাবে, সে ক্ষেত্রে ওঁদের পাশে দাঁড়াবে স্বেচ্ছাসেবকরা ৷ দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসবে ৷"
তবে শুধু মোবাইল নম্বর নয়, আগামী দু-তিনদিনের মধ্যে একটি অ্যাপও আনা হচ্ছে ৷ যা সব প্লে স্টোর ও অ্যাপ স্টোরে মিলবে ৷ অ্যাপে থাকবে এসওএস বোতাম ৷ বিপদে সেই এসওএস অপশনে ক্লিক করলেই কন্ট্রোল রুমে লোকেশন-সহ খবর পৌঁছে যাবে ৷ তড়িঘড়ি প্রহরী বাহিনী সেখানে পৌঁছে যাবে ৷ এর আগে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ চোখে পড়লেও, কোনও রাজনৈতিক দলের নেতার উদ্যোগে এমন বাহিনী প্রথমবার ৷
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, "আপাতত আসানসোল শহরের জন্য এই প্রহরী বাহিনী চালু করা হচ্ছে ৷ আগামিদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে এই ভাবনা ৷" যদিও বিজেপি নেতার এই ভাবনাকে কটাক্ষই করেছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু ৷ তিনি বলেন, "এইভাবে রাজনীতিতে টিকে থাকতে পারবেন না ৷ মানুষের সঙ্গে থাকা, মানুষের সেবা করা, মানুষের সুখ-দুঃখে থাকতে হয়, তবেই মানুষ সঙ্গে থাকবে ৷ আজ এরকম একটা পরিস্থিতি চলছে বলে তুমি একটা হেল্পলাইন নম্বর করবে, আর তোমার হেল্পলাইন নম্বরে লোকে চলে যাবে ? এমনটা হয় না ৷"
তাঁর পাল্টা প্রশ্ন, "কত ঘটনা ঘটেছে আসানসোলে ? সেই ঘটনায় কোন দলের কতজন জড়িত আছে ? তৃণমূল না অন্য দল আছে ? আমার বন্ধু পাগল হয়ে গিয়েছে ৷ ও আমার পরিচিত ছেলে, ভালো ছেলে, পাগল হয়ে গিয়েছে বলে এই ধরনের কথা বলছে ৷ এই পরিস্থিতিতে সবাই এখন হিরো হতে চাইছে ৷ চারদিন পর সব ঠান্ডা হয়ে যাবে ৷ এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না ৷"