দক্ষিণ 24 পরগনা, 5 জুন: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে ৷ মঙ্গলবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ । প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷
ক্যানিংয়ের এক বিজেপি নেত্রী মামনি দাসের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠেছে । বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেত্রীর স্বামী ও মা । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘিরপাড় পঞ্চায়েতের কাঠপোল এলাকায় । পরিবারের উপর হামলা হতে পারে ভেবেই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে ক্যানিং পশ্চিম এলাকার কাঠপোল এলাকায় আশ্রয় নিয়েছিলেন ওই বিজেপি নেত্রী । এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি মামনি দাসের স্বামী অসীম কুমার দাস ও মা অনিতা সিনহা ।
ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা । এই ঘটনায় গুরুতর জখম হয় দু’জন । ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন ৷
মামনি দাসের বক্তব্য, “রাত 9টার পর অস্ত্র হাতে হামলা চালায় ওরা । হাতে আগ্নেয়াস্ত্রও ছিল । এর আগেও হামলা হয়েছে । আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছিলাম । আমি সেই সময় বাড়িতে ছিলাম না, তখনই হামলা হয় আমার মা ও স্বামীর ওপর ।” যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ৷
অন্যদিকে দক্ষিণ 24 পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্র বিজেপির পোলিং এজেন্ট সমীর মিস্ত্রির বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাটি ঘটেছে খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায় ৷ লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট ছিলেন ৷ ফলাফল ঘোষণা হাওয়ার পরেই তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ তাঁর স্ত্রী ও মাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷
আক্রান্ত সমীর ও তাঁর স্ত্রীর দাবি, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচমকা তাঁদের বাড়িতে হামলা চালানো হয় ৷ সবাই বাড়ির ভেতরে ছিলেন বলে তাঁরা কোনোরকমে প্রাণে রক্ষা পান ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ আতঙ্কে বাড়িছাড়া পোলিং এজেন্ট ৷