ETV Bharat / state

লোকসভায় জয়ের হাসি ম্লান ওয়ার্ডে, পরাজিত তৃণমূলের মেয়র পারিষদ থেকে বরো চেয়ারম্যান - TMC Performance in KMC

TMC Defeat in KMC: লোকসভায় 29টি আসন জিতেছে তৃণমূল ৷ তবে কলকাতা পৌরনিগমের বেশ কয়েকটি এলাকায় ঘাসফুলকে পিছনে ফেলেছে পদ্ম ৷ হেরেছেন একাধিক মেয়র পারিষদ থেকে শুরু করে বরো চেয়ারম্যান ৷ রইল সেই হিসেব নিকেশ ৷

TMC Result in KMC
কলকাতা পৌরনিগমে তৃণমূলের ফলাফল (ছবি সৌজন্য: মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 10:28 PM IST

কলকাতা, 9 জুন: লোকসভা নির্বাচনে কলকাতার দু'টি আসন এবং যাদবপুরে জয়ী হয়েছে তৃণমূল ৷ দক্ষিণ কলকাতায় জয়ের ব্যবধান বাড়িয়েছে তৃণমূল ৷ তবে জয়ের চওড়া হাসি ম্লান করেছে একাধিক ওয়ার্ডে তৃণমূলের পরাজয় ৷ কলকাতার প্রায় 4 জন মেয়র পরিষদ ও একাধিক বরো চেয়ারম্যান হেরেছেন তাঁদের নিজের ওয়ার্ডে ৷ সেখানে এগিয়েছে বিজেপি ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পৌরনিগমের অধীনে 144 টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 45টি ওয়ার্ডে ৷ একটি মাত্র ওয়ার্ডে এগিয়ে সিপিএম ৷ বাকি 98টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ৷ গতবার 50টি ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল ৷ এবার সেই সংখ্যা কমেছে ৷

তবে তৃণমূলের হেরে যাওয়া ওয়ার্ডগুলির মধ্যে একাধিক হেভিওয়েট কাউন্সিলর আছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা, দেবাশিস কুমার, অসীম বসু ও সন্দীপ রঞ্জন বক্সি ৷ পরাজিত বরো চেয়ারম্যানদের তালিকায় আছেন সুশান্ত ঘোষ, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, সাধনা বসু, সুদীপ পল্লে ও সুস্মিতা ভট্টাচার্য ৷ পরাজিত হয়েছেন বিধায়ক পরেশ পাল ৷ তাপস রায়ের ওয়ার্ডে ফুটেছে পদ্ম ৷

কলকাতা পৌরনিগম এলাকায় দল অনুসারে কাউন্সিলরের সংখ্যায় তৃণমূলের 134 জন, বিজেপির 3, বামফ্রন্টের 2, কংগ্রেসের 2 ও নির্দল 3 জন ৷ লোকসভা ভোটের ফলাফলে তৃণমূল 98টি ওয়ার্ডে, বিজেপি 45টি ওয়ার্ডে এবং সিপিএম একটি ওয়ার্ডে জয়লাভ করেছে ৷ আর এই ফলাফলে যথেষ্ট মাথাব্যথার ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল শিবিরে ৷ যদিও তৃণমূল নেতৃত্ব মনে করে কলকাতা পৌরনিগম নির্বাচন হলে ফের তারাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পৌরবোর্ডের ক্ষমতায় আসবে ৷

প্রাপ্ত ভোটের দিক থেকে বিজেপির কাছে সব থেকে বেশি ভোট পরাজিত হওয়া মেয়র পারিষদ হলেন বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহা ৷ 58 নম্বর ওয়ার্ডে তিনি হেরেছেন 3 হাজার 855 ভোটে ৷

70 নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ সদস্য অসীম বসু বিজেপির কাছে হেরেছেন 3 হাজার 577 ভোটে ৷ 72 নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বিজেপির কাছে হারের ব্যবধান 1 হাজার 858 ভোট ৷ সম্পর্কে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভাই ৷

রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ ৷ তাঁর এলাকায় 85 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি 802 ভোটে এগিয়েছে ৷ এদিকে 12 নম্বর বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের ওয়ার্ড থেকে বিজেপি লিড দিয়েছে 2 হাজার 697 ভোটে ৷ 9 নম্বর বোরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস 74 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি এগিয়ে 2 হাজার 412 ভোট ৷

সাধনা বসু 4 নম্বর বরোর চেয়ারম্যান ৷ তাঁর 38 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে 1 হাজার 644 ভোটে ৷ 10 নম্বর বরোর চেয়ারম্যান জুঁই বিশ্বাসের ওয়ার্ড 81 নম্বর 1 হাজার 44 ভোট এগিয়ে বিজেপি ৷ 16 নম্বর বরো চেয়ারম্যান সুদীপ পল্লী 123 নম্বর ওয়ার্ডে 286 ভোট বিজেপির কাছে হেরেছে ৷ 7 নম্বর বরো চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য ৷ তাঁর 63 নম্বর ওয়ার্ডে 1 হাজার 468 ভোট বিজেপি এগিয়ে ৷ গোটা কলকাতার 144 টি ওয়ার্ডে একমাত্র 103 নম্বর ওয়ার্ড প্রথম স্থানে সিপিএম ৷ এই ওয়ার্ড যাদবপুর কেন্দ্রের মধ্যে পরে ৷

কলকাতা, 9 জুন: লোকসভা নির্বাচনে কলকাতার দু'টি আসন এবং যাদবপুরে জয়ী হয়েছে তৃণমূল ৷ দক্ষিণ কলকাতায় জয়ের ব্যবধান বাড়িয়েছে তৃণমূল ৷ তবে জয়ের চওড়া হাসি ম্লান করেছে একাধিক ওয়ার্ডে তৃণমূলের পরাজয় ৷ কলকাতার প্রায় 4 জন মেয়র পরিষদ ও একাধিক বরো চেয়ারম্যান হেরেছেন তাঁদের নিজের ওয়ার্ডে ৷ সেখানে এগিয়েছে বিজেপি ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পৌরনিগমের অধীনে 144 টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 45টি ওয়ার্ডে ৷ একটি মাত্র ওয়ার্ডে এগিয়ে সিপিএম ৷ বাকি 98টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে ৷ গতবার 50টি ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল ৷ এবার সেই সংখ্যা কমেছে ৷

তবে তৃণমূলের হেরে যাওয়া ওয়ার্ডগুলির মধ্যে একাধিক হেভিওয়েট কাউন্সিলর আছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা, দেবাশিস কুমার, অসীম বসু ও সন্দীপ রঞ্জন বক্সি ৷ পরাজিত বরো চেয়ারম্যানদের তালিকায় আছেন সুশান্ত ঘোষ, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, সাধনা বসু, সুদীপ পল্লে ও সুস্মিতা ভট্টাচার্য ৷ পরাজিত হয়েছেন বিধায়ক পরেশ পাল ৷ তাপস রায়ের ওয়ার্ডে ফুটেছে পদ্ম ৷

কলকাতা পৌরনিগম এলাকায় দল অনুসারে কাউন্সিলরের সংখ্যায় তৃণমূলের 134 জন, বিজেপির 3, বামফ্রন্টের 2, কংগ্রেসের 2 ও নির্দল 3 জন ৷ লোকসভা ভোটের ফলাফলে তৃণমূল 98টি ওয়ার্ডে, বিজেপি 45টি ওয়ার্ডে এবং সিপিএম একটি ওয়ার্ডে জয়লাভ করেছে ৷ আর এই ফলাফলে যথেষ্ট মাথাব্যথার ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল শিবিরে ৷ যদিও তৃণমূল নেতৃত্ব মনে করে কলকাতা পৌরনিগম নির্বাচন হলে ফের তারাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পৌরবোর্ডের ক্ষমতায় আসবে ৷

প্রাপ্ত ভোটের দিক থেকে বিজেপির কাছে সব থেকে বেশি ভোট পরাজিত হওয়া মেয়র পারিষদ হলেন বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহা ৷ 58 নম্বর ওয়ার্ডে তিনি হেরেছেন 3 হাজার 855 ভোটে ৷

70 নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ সদস্য অসীম বসু বিজেপির কাছে হেরেছেন 3 হাজার 577 ভোটে ৷ 72 নম্বর ওয়ার্ডে মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বিজেপির কাছে হারের ব্যবধান 1 হাজার 858 ভোট ৷ সম্পর্কে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভাই ৷

রাসবিহারী বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ ৷ তাঁর এলাকায় 85 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি 802 ভোটে এগিয়েছে ৷ এদিকে 12 নম্বর বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের ওয়ার্ড থেকে বিজেপি লিড দিয়েছে 2 হাজার 697 ভোটে ৷ 9 নম্বর বোরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস 74 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি এগিয়ে 2 হাজার 412 ভোট ৷

সাধনা বসু 4 নম্বর বরোর চেয়ারম্যান ৷ তাঁর 38 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে 1 হাজার 644 ভোটে ৷ 10 নম্বর বরোর চেয়ারম্যান জুঁই বিশ্বাসের ওয়ার্ড 81 নম্বর 1 হাজার 44 ভোট এগিয়ে বিজেপি ৷ 16 নম্বর বরো চেয়ারম্যান সুদীপ পল্লী 123 নম্বর ওয়ার্ডে 286 ভোট বিজেপির কাছে হেরেছে ৷ 7 নম্বর বরো চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য ৷ তাঁর 63 নম্বর ওয়ার্ডে 1 হাজার 468 ভোট বিজেপি এগিয়ে ৷ গোটা কলকাতার 144 টি ওয়ার্ডে একমাত্র 103 নম্বর ওয়ার্ড প্রথম স্থানে সিপিএম ৷ এই ওয়ার্ড যাদবপুর কেন্দ্রের মধ্যে পরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.