কলকাতা, 28 ফেব্রুয়ারি: শহর কলকাতার বাড়ছে ছিনতাইয়ের মতো ঘটনা ৷ বিশেষত উত্তর কলকাতার অলিগলিতে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত ৷ তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য এবার কলকাতা পুলিশের হাতিয়ার অটো ৷ এই অটো নিয়েই মহানগরের রাস্তায় নামছে লালবাজারের আধিকারিকরা ৷
জানা গিয়েছে, উত্তর কলকাতার বড়তলা, শ্যামবাজার, টালা ও চিৎপুর-সহ একাধিক জায়গায় রয়েছে বিস্তীর্ণ অলিগলি ৷ সাতসকালে এমনকী দুপুরে এই এলাকাগুলিতে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা । এবার এইসব অলিগতিতে ছিনতাই রুখতে এই অভিনব উদ্যোগ নিল লালবাজার। শ্যামবাজার, বটতলা, টালা, চিতপুর, কাশিপুর-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অলিগলিতে বাইকের পাশাপাশি অটোয় চেপে এলাকায় টহল দেবে কলকাতা পুলিশ । কিন্তু পুরনো রীতি-নীতি ছেড়ে আচমকাই অটোতে চেপে কেন পুলিশ টহল দেবে?
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা একটি বিশেষ সমীক্ষা চালিয়ে দেখেছি উত্তর কলকাতাতে মূলত ভোরবেলা প্রাতঃভ্রমণকারীদের ছিনতাই হচ্ছে । শুধুমাত্র ভোরবেলা নয়, এমনকী দুপুরবেলা ও রাতের বেলায় উত্তর কলকাতার বিভিন্ন অলিগলিতে যেখানে পুলিশ ঢুকতে পারে না, সেখানে চলছে মদের আসর । দীর্ঘদিন ধরে আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ আসছিল । কিন্তু পুলিশ আগে সেখানে বাইকে চেপে টহল দিত ৷ তবে এটি পুরনো পন্থা। অভিযুক্তরা ভালোভাবেই জানে যে পুলিশ কখন কোন রাস্তা দিয়ে বাইকে চেপে ঢোকে । ফলে এবার একটি 'সিক্রেট মিশন' তৈরি করেছে লালবাজার। এলাকারই অটো ভাড়া নিয়ে তাতে চলবে ওই জায়গাগুলিতে পুলিশের নজরদারির কাজ ।"
পুলিশ সূত্রে খবর, শ্যামপুকুর থানা এলাকা প্রায় 1.7 বর্গ কিলোমিটার বিস্তৃত । এখানে ছোট বড় মিলিয়ে 70টির বেশি গলি রয়েছে । তার মধ্যে কোনওটিতে শুধু মাত্র হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই । আবার জোড়াবাগান থানা এলাকার জনঘনত্ব শ্যামপুকুরের তুলনায় বেশি হওয়াতে এই থানা এলাকা প্রায় 1.75 বর্গ কিলোমিটার বিস্তৃত । নিমতলা, কুমোরটুলি সংলগ্ন এই এলাকাতেও 60টির বেশি গলি আছে । তাই বড়তলা থানার পাশাপাশি বাকি দু'টি থানা এলাকাতেও অটো করে টহলদারির ব্যবস্থা করা হচ্ছে ।
আরও পড়ুন: