ETV Bharat / state

ভিনরাজ্যে পাচারের আগে উদ্ধার 12 আদিবাসী কিশোর-কিশোরী

ভিনরাজ্যে পাচারের আগে আদিবাসী কিশোর-কিশোরীকে উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ।

CHILD TRAFFICKING
উদ্ধার 12 আদিবাসী কিশোর-কিশোরী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

গঙ্গারামপুর, 8 নভেম্বর: চৌপথী থেকে 12 জন আদিবাসী শিশু শ্রমিককে উদ্ধার করে বুধবার রাতে উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ ৷ তারপর তাদের চাইল্ড লাইনে পাঠানো হয় ৷

গোপন সূত্রের খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ সাদা পোশাকে গঙ্গারামপুর চৌপথী এলাকায় রাতে অপেক্ষায় ছিল ৷ সেই সময় তারা দেখতে পায়, কিছু আদিবাসী পুরুষ ও মহিলাদের সঙ্গে 10 থেকে 12 বছরের মধ্যে বয়সি 12 জন কিশোর-কিশোরী রাতে বাস থেকে চৌপথী এলাকায় নামে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কিশোর-কিশোরী এবং আদিবাসী ব্যাক্তিদের থানায় নিয়ে আসা হয়। ধৃত আদিবাসী ব্যাক্তিদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের ছাতা কোম্পানিতে তাদের অভিভাবকেরা কাজ করে ৷ সেখানেই কাজ শেখাতে এই সব কিশোর-কিশোরীদের নিয়ে যাওয়া হচ্ছিল ৷

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গঙ্গারামপুর থানার তৎপরতায় শিশু শ্রমিকদের কাজে নিয়ে যাওয়া থেকে আটকানো হয়েছে। তাদের চাইল্ড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করে দেখছে।"

যদিও পরে পুলিশ জানতে পারে, 12 জন শিশুদের মধ্যে চার-পাঁচ জনের বাড়ির অভিভাবক রয়েছে ৷ কিন্তু বাকিদের অভিভাবকরা প্রতিবেশীদের কাছে কাজের জন্য শিশুদের পাঠিয়ে দেয় ৷ পরে ওই দুই ব্যক্তির সঙ্গে তাদের জেলা চাইল্ড লাইনে পাঠিয়ে দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। শিশু শ্রমিক পাচার রুখে তাদের চাইল্ড লাইনে পাঠানোয় প্রসংশিত হয়েছে পুলিশ প্রশাসন।

গঙ্গারামপুর, 8 নভেম্বর: চৌপথী থেকে 12 জন আদিবাসী শিশু শ্রমিককে উদ্ধার করে বুধবার রাতে উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ ৷ তারপর তাদের চাইল্ড লাইনে পাঠানো হয় ৷

গোপন সূত্রের খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ সাদা পোশাকে গঙ্গারামপুর চৌপথী এলাকায় রাতে অপেক্ষায় ছিল ৷ সেই সময় তারা দেখতে পায়, কিছু আদিবাসী পুরুষ ও মহিলাদের সঙ্গে 10 থেকে 12 বছরের মধ্যে বয়সি 12 জন কিশোর-কিশোরী রাতে বাস থেকে চৌপথী এলাকায় নামে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কিশোর-কিশোরী এবং আদিবাসী ব্যাক্তিদের থানায় নিয়ে আসা হয়। ধৃত আদিবাসী ব্যাক্তিদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের ছাতা কোম্পানিতে তাদের অভিভাবকেরা কাজ করে ৷ সেখানেই কাজ শেখাতে এই সব কিশোর-কিশোরীদের নিয়ে যাওয়া হচ্ছিল ৷

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, "গঙ্গারামপুর থানার তৎপরতায় শিশু শ্রমিকদের কাজে নিয়ে যাওয়া থেকে আটকানো হয়েছে। তাদের চাইল্ড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করে দেখছে।"

যদিও পরে পুলিশ জানতে পারে, 12 জন শিশুদের মধ্যে চার-পাঁচ জনের বাড়ির অভিভাবক রয়েছে ৷ কিন্তু বাকিদের অভিভাবকরা প্রতিবেশীদের কাছে কাজের জন্য শিশুদের পাঠিয়ে দেয় ৷ পরে ওই দুই ব্যক্তির সঙ্গে তাদের জেলা চাইল্ড লাইনে পাঠিয়ে দেয় গঙ্গারামপুর থানার পুলিশ। শিশু শ্রমিক পাচার রুখে তাদের চাইল্ড লাইনে পাঠানোয় প্রসংশিত হয়েছে পুলিশ প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.