ETV Bharat / state

অনশন মঞ্চে এবার জলের গাড়ি আসতে বাধা ! কাঠগড়ায় পুলিশ

পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের একাংশের ধস্তাধস্তি ৷ মানব বন্ধন করে অনশন মঞ্চে পৌঁছানো হল জলের ট্যাংক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

JUNIOR DOCTORS HUNGER STRIKE
অনশন মঞ্চে জলের গাড়ি আসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 8 অক্টোবর: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচির মঞ্চে এবার জল পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে ৷ সেই নিয়েই সাত সকালে হুলস্থুল-কাণ্ড মেট্রো চ্যানেল চত্বরে ৷

পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা, ধস্তাধস্তি ৷ অবশেষে রাস্তার দু’ধারে মানব বন্ধন করে জলের ট্যাংক অনশন মঞ্চ পর্যন্ত নিয়ে যান জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ ৷ অন্যদিকে, বৃষ্টির জেরে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ ভেঙে বিপত্তি দেখা দিয়েছে ৷ তবে, তাঁরা নিজেরাই ফের অনশন মঞ্চ প্রস্তুত করেছেন ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সংহতি জানাতে উপস্থিত সাধারণ মানুষ ৷ (নিজস্ব চিত্র)

আন্দোলনকারীদের অভিযোগ, আজ তাঁরা একটি বেসরকারি সংস্থার কাছে জলের গাড়ি চেয়ে আবেদন করেছিলেন ৷ গাড়িটি যখন অনশন মঞ্চের কাছাকাছি চলে আসে, তখন পুলিশ গাড়িটিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে ঢুকতে বাধা দেয় ৷ শেষ পর্যন্ত গাড়ি চালক আন্দোলনকারীদের ফোন করেন এবং জানান পুলিশ বাধা দেওয়ায় জলের গাড়ি অনশন মঞ্চের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
বৃষ্টি মাথায় নিয়েই ফের মঞ্চ বাঁধার কাজ শুরু করলেন জুনিয়র ডাক্তাররা ৷ (নিজস্ব চিত্র)

এরপরেই অনশন মঞ্চের উপস্থিত জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা এবং অনশনে সংহতি জানাতে আসা সাধারণ নাগরিকরা একত্রিত হন ৷ তাঁরা সবাই গাড়ির কাছে যান এবং পুলিশের সঙ্গে কথা বলেন ৷ সেই সময় পুলিশ এবং চিকিৎসকদের মধ্যে বচসা হয় ৷ সাময়িক ধস্তাধস্তিও চলে দু’তরফে ৷ এরপর রাস্তার দু’পাশে মানব বন্ধন তৈরি করে জলের গাড়িটিকে মেট্রো চ্যানেলে অনশন মঞ্চের কাছে নিয়ে আসা হয় ৷

পুলিশের এই ভূমিকাকে অমানবিক বলে ধিক্কার জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা ৷ এদিকে অনশনের 64 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ অনশনে অংশ নেওয়া একাধিক জুনিয়র ডাক্তারের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে বলে জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা ৷ উল্লেখ্য, আজ সকাল 9টা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানিয়ে সিনিয়র চিকিৎসকরা 12 ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন ৷ পাশাপাশি আজ সব মেডিক্যাল কলেজগুলিতে 12 ঘণ্টার প্রতীকী অনশন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ পাশাপাশি, রিলে-অনশন শুরু করার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
বৃষ্টিতে ভেঙে পড়ল জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ ৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, আজ দুপুরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের একাংশ ভেঙে পড়ে ৷ যার জেরে জলে ভেসে যায় অনশন মঞ্চে থাকা তোষক ও বালিশ-সহ অন্যান্য জিনিস ৷ ঘটনার জেরে এক আন্দোলনকারী আহত হয়েছেন ৷ তবে, জুনিয়র ডাক্তাররা নিজেরাই ফের মঞ্চ বাঁধার কাজ করছেন ৷

কলকাতা, 8 অক্টোবর: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচির মঞ্চে এবার জল পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে ৷ সেই নিয়েই সাত সকালে হুলস্থুল-কাণ্ড মেট্রো চ্যানেল চত্বরে ৷

পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা, ধস্তাধস্তি ৷ অবশেষে রাস্তার দু’ধারে মানব বন্ধন করে জলের ট্যাংক অনশন মঞ্চ পর্যন্ত নিয়ে যান জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ ৷ অন্যদিকে, বৃষ্টির জেরে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ ভেঙে বিপত্তি দেখা দিয়েছে ৷ তবে, তাঁরা নিজেরাই ফের অনশন মঞ্চ প্রস্তুত করেছেন ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সংহতি জানাতে উপস্থিত সাধারণ মানুষ ৷ (নিজস্ব চিত্র)

আন্দোলনকারীদের অভিযোগ, আজ তাঁরা একটি বেসরকারি সংস্থার কাছে জলের গাড়ি চেয়ে আবেদন করেছিলেন ৷ গাড়িটি যখন অনশন মঞ্চের কাছাকাছি চলে আসে, তখন পুলিশ গাড়িটিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে ঢুকতে বাধা দেয় ৷ শেষ পর্যন্ত গাড়ি চালক আন্দোলনকারীদের ফোন করেন এবং জানান পুলিশ বাধা দেওয়ায় জলের গাড়ি অনশন মঞ্চের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
বৃষ্টি মাথায় নিয়েই ফের মঞ্চ বাঁধার কাজ শুরু করলেন জুনিয়র ডাক্তাররা ৷ (নিজস্ব চিত্র)

এরপরেই অনশন মঞ্চের উপস্থিত জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা এবং অনশনে সংহতি জানাতে আসা সাধারণ নাগরিকরা একত্রিত হন ৷ তাঁরা সবাই গাড়ির কাছে যান এবং পুলিশের সঙ্গে কথা বলেন ৷ সেই সময় পুলিশ এবং চিকিৎসকদের মধ্যে বচসা হয় ৷ সাময়িক ধস্তাধস্তিও চলে দু’তরফে ৷ এরপর রাস্তার দু’পাশে মানব বন্ধন তৈরি করে জলের গাড়িটিকে মেট্রো চ্যানেলে অনশন মঞ্চের কাছে নিয়ে আসা হয় ৷

পুলিশের এই ভূমিকাকে অমানবিক বলে ধিক্কার জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা ৷ এদিকে অনশনের 64 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ অনশনে অংশ নেওয়া একাধিক জুনিয়র ডাক্তারের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে বলে জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা ৷ উল্লেখ্য, আজ সকাল 9টা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানিয়ে সিনিয়র চিকিৎসকরা 12 ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন ৷ পাশাপাশি আজ সব মেডিক্যাল কলেজগুলিতে 12 ঘণ্টার প্রতীকী অনশন করছেন জুনিয়র ডাক্তাররা ৷ পাশাপাশি, রিলে-অনশন শুরু করার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
বৃষ্টিতে ভেঙে পড়ল জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ ৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, আজ দুপুরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের একাংশ ভেঙে পড়ে ৷ যার জেরে জলে ভেসে যায় অনশন মঞ্চে থাকা তোষক ও বালিশ-সহ অন্যান্য জিনিস ৷ ঘটনার জেরে এক আন্দোলনকারী আহত হয়েছেন ৷ তবে, জুনিয়র ডাক্তাররা নিজেরাই ফের মঞ্চ বাঁধার কাজ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.