ETV Bharat / state

মহিলাকে মেরে প্রভাবশালীকে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে, তদন্তে এসপি - LAND OCCUPY CONTROVERSY - LAND OCCUPY CONTROVERSY

Santiniketan Land Occupy Controversy: প্রভাবশালীকে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ ৷ তাতেই কাঠগড়ায় শান্তিনিকেতন থানার পুলিশ ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ সুপার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 9:35 PM IST

মহিলার অভিযোগ

বোলপুর, 31 মার্চ: মহিলাকে মারধর করে প্রভাবশালী ব্যক্তিকে জমির দখল পাইয়ে দেওয়ার অভিযোগ শান্তিনিকেতন থানার বিরুদ্ধে । এই মর্মে বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে খোদ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন শান্তিনিকেতনের বাসিন্দা দুর্গা রায় ৷ তাঁর অভিযোগ, আদালতে নির্দেশ অমান্য করে পুলিশ দেবব্রত চৌধুরী নামে প্রভাবশালী ব্যক্তিকে জমির দখল পাইয়ে দেওয়ার চেষ্টা করছে । থানায় বসিয়ে রেখে হেনস্থা করা হচ্ছে ৷ ভাঙচুর করা হয়েছে মহিলার বাড়ি সংলগ্ন ঠাকুর ঘর ও চালা । শুধু পুলিশ সুপার নয়, জাতীয় মহিলা কমিশনেও শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷

যদিও, অভিযুক্ত দেবব্রত চৌধুরী বলেন, "আমার জমি আমি দখল নিয়েছি ৷ কারও এক ইঞ্চি জমিও আমি দখল নিইনি ৷ আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ।"

বোলপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ফুলডাঙার পশ্চিমপাড়ার বাসিন্দা দুর্গা রায় ৷ এক ছেলেকে নিয়ে তাঁর সংসার ৷ তাঁর বাড়ি সংলগ্ন একটি খালি জমি রয়েছে, যার মালিক বোলপুরের বাসিন্দা দেবব্রত চৌধুরী । অভিযোগ, দুর্গাদেবীর জমি দখল করে নেওয়া হচ্ছে । এই মর্মে প্রথমে তিনি বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন ৷ আদালত 144 ধারা জারি করেছে ৷ তা সত্ত্বেও দেবব্রত চৌধুরীর লোকজন বলপূর্বক তাঁর জমি দখল করে কংক্রিটের প্রাচীর তুলে দিয়েছে । আরও অভিযোগ, শান্তিনিকেতন থানার পুলিশ আদালতে নির্দেশ অবমাননা করে জমি পাইয়ে দিতে মারধর করছে ৷ মোবাইলের ভিডিয়ো ডিলিট করে দিয়েছে পুলিশ ৷ এমনই গুরুতর অভিযোগ জমা পড়ল বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে ৷ অর্থাৎ, খোদ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল পুলিশ সুপার-সহ জাতীয় মহিলা কমিশনে ৷ এই ঘটনায় দুর্গা রায়কে মারধরের জেরে আতঙ্কে রয়েছেন তাঁর ছেলেও ৷

অভিযোগকারী মহিলা দুর্গা রায় বলেন, "আদালতের নির্দেশও মানছে না পুলিশ । শান্তিনিকেতন থানার পুলিশ আমাকে মেরে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে ৷ সেই ফাঁকে আমার জমির ঠাকুর ঘরের চালা ভেঙে দখল হয়ে গিয়েছে । আমি পুলিশের বিরুদ্ধে আর যারা দখল করেছে তাদের বিরুদ্ধে বীরভূম পুলিশ সুপার, মহিলা কমিশনে অভিযোগ করেছি ৷ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলরও ৷ পুলিশ আমার ফোন থেকে সব ভিডিয়ো ডিলিট করে দিয়েছে । আমি আতঙ্কের মধ্যে আছি ৷ কেন পুলিশ আমাকে মারবে, আদালতে বিচারাধীন বিষয়ে পুলিশ কেন আসছে ?"

আরও পড়ুন :

  1. নিয়ম ভাঙার অভিযোগ আইনমন্ত্রীর বিরুদ্ধে, সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে জনসভা নানুরে
  2. অমৃতভারত প্রকল্পের আওতায় নয়া সাজে সেজে উঠছে বোলপুর স্টেশন, ঘুরে দেখলেন আধিকারিকরা

মহিলার অভিযোগ

বোলপুর, 31 মার্চ: মহিলাকে মারধর করে প্রভাবশালী ব্যক্তিকে জমির দখল পাইয়ে দেওয়ার অভিযোগ শান্তিনিকেতন থানার বিরুদ্ধে । এই মর্মে বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে খোদ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন শান্তিনিকেতনের বাসিন্দা দুর্গা রায় ৷ তাঁর অভিযোগ, আদালতে নির্দেশ অমান্য করে পুলিশ দেবব্রত চৌধুরী নামে প্রভাবশালী ব্যক্তিকে জমির দখল পাইয়ে দেওয়ার চেষ্টা করছে । থানায় বসিয়ে রেখে হেনস্থা করা হচ্ছে ৷ ভাঙচুর করা হয়েছে মহিলার বাড়ি সংলগ্ন ঠাকুর ঘর ও চালা । শুধু পুলিশ সুপার নয়, জাতীয় মহিলা কমিশনেও শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷

যদিও, অভিযুক্ত দেবব্রত চৌধুরী বলেন, "আমার জমি আমি দখল নিয়েছি ৷ কারও এক ইঞ্চি জমিও আমি দখল নিইনি ৷ আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ।"

বোলপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ফুলডাঙার পশ্চিমপাড়ার বাসিন্দা দুর্গা রায় ৷ এক ছেলেকে নিয়ে তাঁর সংসার ৷ তাঁর বাড়ি সংলগ্ন একটি খালি জমি রয়েছে, যার মালিক বোলপুরের বাসিন্দা দেবব্রত চৌধুরী । অভিযোগ, দুর্গাদেবীর জমি দখল করে নেওয়া হচ্ছে । এই মর্মে প্রথমে তিনি বোলপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন ৷ আদালত 144 ধারা জারি করেছে ৷ তা সত্ত্বেও দেবব্রত চৌধুরীর লোকজন বলপূর্বক তাঁর জমি দখল করে কংক্রিটের প্রাচীর তুলে দিয়েছে । আরও অভিযোগ, শান্তিনিকেতন থানার পুলিশ আদালতে নির্দেশ অবমাননা করে জমি পাইয়ে দিতে মারধর করছে ৷ মোবাইলের ভিডিয়ো ডিলিট করে দিয়েছে পুলিশ ৷ এমনই গুরুতর অভিযোগ জমা পড়ল বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে ৷ অর্থাৎ, খোদ পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল পুলিশ সুপার-সহ জাতীয় মহিলা কমিশনে ৷ এই ঘটনায় দুর্গা রায়কে মারধরের জেরে আতঙ্কে রয়েছেন তাঁর ছেলেও ৷

অভিযোগকারী মহিলা দুর্গা রায় বলেন, "আদালতের নির্দেশও মানছে না পুলিশ । শান্তিনিকেতন থানার পুলিশ আমাকে মেরে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে ৷ সেই ফাঁকে আমার জমির ঠাকুর ঘরের চালা ভেঙে দখল হয়ে গিয়েছে । আমি পুলিশের বিরুদ্ধে আর যারা দখল করেছে তাদের বিরুদ্ধে বীরভূম পুলিশ সুপার, মহিলা কমিশনে অভিযোগ করেছি ৷ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলরও ৷ পুলিশ আমার ফোন থেকে সব ভিডিয়ো ডিলিট করে দিয়েছে । আমি আতঙ্কের মধ্যে আছি ৷ কেন পুলিশ আমাকে মারবে, আদালতে বিচারাধীন বিষয়ে পুলিশ কেন আসছে ?"

আরও পড়ুন :

  1. নিয়ম ভাঙার অভিযোগ আইনমন্ত্রীর বিরুদ্ধে, সময়ের আগে মাদ্রাসা ছুটি দিয়ে জনসভা নানুরে
  2. অমৃতভারত প্রকল্পের আওতায় নয়া সাজে সেজে উঠছে বোলপুর স্টেশন, ঘুরে দেখলেন আধিকারিকরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.