বোলপুর, 4 সেপ্টেম্বর: পুলিশের বিরুদ্ধে গরুপাচারে সহযোগিতার অভিযোগ । সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ নিষ্ক্রিয়। তাই হেনস্থা হয়ে বুধবার থানায় এসে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন গরুর মালিক দিয়া গুহ । পরে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷
শান্তিনিকেতন থানার পারুলডাঙার উত্তরনারায়ণপুরের বাসিন্দা নীলরতন গুহ ৷ অভিযোগ, 31 অগস্ট রাতে তাঁদের বাড়ি থেকে গরু চুরি যায় ৷ 1 সেপ্টেম্বর মেয়ে দিয়াকে নিয়ে শান্তিনিকেতন থানায় আসেন নীলরতনবাবু ৷ তাতেও পুলিশ অভিযোগ নেয়নি ৷ পরে স্থানীয় কয়েকটি দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ৷ দিয়ার দাবি, সেই ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের সামনে দিয়ে একটি চার চাকা বড় গাড়ি করে গরু নিয়ে যাওয়া হচ্ছে (সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)।
ওই গাড়িতে আগের থেকেই আরও 3টি গরু ছিল ৷ অর্থাৎ, রাতে কর্তব্যরত পুলিশের সামনে দিয়ে গরু পাচার হচ্ছে । সেই সিসি ক্যামেরার ফুটেজ-সহ অভিযোগ জানালেও পুলিশ তা নিতে চায়নি ৷ তাই এদিন কার্যত হেনস্থা হয়ে থানায় আসেন তাঁরা ৷ পুলিশকে রীতিমতো ভৎসনা করেন ও ক্ষোভ উগরে দেন ৷ পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷
এই বিষয়ে দিয়া গুহ বলেন, "পুলিশ কোনও সহযোগিতা করছে না । আমি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি । তাতে দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে । সামনে দিয়ে গাড়ি করে গরু নিয়ে যাওয়া হচ্ছে । আর পুলিশ বলছে কিছুই জানি না ৷ তাই আজ থানায় এসে অপমান করলাম পুলিশকে ৷ এছাড়া আর উপায় ছিল না ৷" যদিও, এই বিষয়ে বীরভূম জেলা পুলিশকর্তারা এখনই কোনও মন্তব্য করতে চাননি । অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷