ETV Bharat / state

দুর্গাপুর এনআইটিতে 97 কোটি টাকা খরচে গবেষণাগার ও প্রেক্ষাগৃহের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:15 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Utkarsh Building and Theater at Durgapur NIT: দুর্গাপুর এনআইটিতে 97 কোটি টাকা খরচে তৈরি হয়েছে উৎকর্ষ ভবন ও প্রেক্ষাগৃহ ৷ আজ সেই ভবন ও প্রেক্ষগৃহের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই প্রেক্ষাগৃহটি দেড় হাজার আসনে সুসজ্জিত ৷

দুর্গাপুর এনআইটিতে গবেষণাগার ও প্রেক্ষাগৃহের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর

দুর্গাপুর, 20 ফেব্রুয়ারি: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) একটি 1500 আসন বিশিষ্ট সুসজ্জিত প্রেক্ষাগৃহ এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত গবেষণাগারের (উৎকর্ষ ভবন) উদ্বোধন করলেন ৷ সেই উপলক্ষে মঙ্গলবার এনআইটি দুর্গাপুরে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া, এনআইটি দুর্গাপুরের ডাইরেক্টর অরবিন্দ চৌবে-সহ এনআইটি দুর্গাপুরের অন্যান্য আধিকারিকারা ।

187 একর এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে ভারত ও বিদেশ থেকে প্রায় 5 হাজার শিক্ষার্থী রয়েছে ৷ যারা ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণা করছেন ৷ বর্তমানে এনআইটি দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক ক্ষেত্রে নয়টি ইউজি প্রোগ্রাম, 21টি পিজি কোর্স এবং পিএইচডি ডিগ্রিলাভের জন্য দেশের মধ্যে অন্যতম একটি গর্বের প্রতিষ্ঠান ৷ সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া তাঁর বক্তব্যে বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শ্রীনগর থেকে সারা দেশে মোট 13 হাজার 300 কোটি টাকার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন ৷ দেশের চারটি এনআইটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুর্গাপুরে উৎকর্ষ ভবন এবং একটি সুদৃশ্য আধুনিক সুবিধাযুক্ত প্রেক্ষাগৃহের উদ্বোধন রয়েছে ৷ এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় ৷ দেশের ভবিষ্যৎ এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে ৷" এই গবেষণাগার তৈরির জন্য মোট ব্যয় হয়েছে 67.84 কোটি টাকা ৷

কী কী থাকছে উৎকর্ষ ভবনে ?

11110 বর্গ মিটারের এগারোতলা বিশিষ্ট, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি ভবনটি আধুনিক মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণাগার এবং উদ্ভাবনের জন্য নির্মিত ৷ ‘হাই রেজোলিউশন ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ’, ‘আয়ন ক্রোমাটোগ্রাফি’, 400 মেগাহার্ৎজ রেজোলিউশন-সহ ফুরিয়ার ট্রান্সফর্ম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোমিটার ইত্যাদির মতো অত্যাধুনিক যন্ত্রাংশ উৎকর্ষ ভবনে রাখা হবে ৷ সামাজিক চাহিদা, জল, পরিবেশ, সবুজ শক্তি এবং সহায়ক প্রযুক্তির মতো গবেষণা সুবিধা থাকবে সেখানে ৷

এনআইটি দুর্গাপুরের প্রেক্ষাগৃহে কী কী সুবিধা থাকছে ?

এনআইটি দুর্গাপুরে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা অডিটোরিয়াম তৈরি হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ যেখানে 1500 আসন রয়েছে ৷ একটি 20 হাজার লুমেন প্রজেকশন সিস্টেম, অত্যাধুনিক অ্যাকোস্টিকস এবং অডিয়ো-ভিজ্যুয়াল সুবিধা রয়েছে ৷ অডিটোরিয়ামের মঞ্চটি 288 বর্গ মিটারে বিস্তৃত ৷ 17.5x6 বর্গ মিটারের একটি বিশাল স্ক্রিন ও সেন্ট্রাল শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগহ ৷ এই প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য খরচ হয়েছে মোট 28.38 কোটি টাকা ৷

দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে এনআইটি দুর্গাপুরে আসা পড়ুয়ারা আধুনিক সুবিধা যুক্ত গবেষণাগারের গবেষণা করতে পারবেন ৷ তেমনি সুসজ্জিত প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পারবে সকলে ৷ অদূর ভবিষ্যতে এনআইটি দুর্গাপুরে ছাত্র-ছাত্রীদের উৎকর্ষতা যে বৃদ্ধি পাবে, সে সম্পর্কেও আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

  1. এনআইটি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ডিরেক্টরের বিরুদ্ধে পোস্টার দুর্গাপুর শহরে
  2. রান্নার নষ্ট তেল থেকেই তৈরি জ্বালানি ! ছাত্রের আবিষ্কারে সাশ্রয়ের দিশা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.