ETV Bharat / state

'মুখ্যমন্ত্রীর এত সাহস! খোলা মঞ্চ থেকে সন্ন্যাসীদের ধমকাচ্ছেন', মমতাকে তোপ প্রধানমন্ত্রীর - Lok Sabha Election 2024

PM Narendra Modi: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসীদের নিয়ে করা মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী ৷ শনিবার গোঘাটের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সন্ন্যাসীদের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করেন ৷ তিনি সন্ন্যাসীদের নামও উল্লেখ করেন ৷ তারই প্রতিক্রিয়া দিলেন মোদি।

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 1:52 PM IST

Updated : May 19, 2024, 5:24 PM IST

সন্ন্যাসীদের রাজনীতি করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড় জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)

পুরুলিয়া, 19 মে: "তৃণমূল সরকার এবার সব সহ্যের সীমা পার করে গিয়েছে ৷ আজ বাংলার মুখ্য়মন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন।" এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসীদের একাংশের রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে রবিবার পুরুলিয়ার প্রচারমঞ্চ থেকে পালটা জবাব দেন প্রধানমন্ত্রী ৷ এই সভা থেকে তিনি কংগ্রেস ও তৃণমূলকে একে অপরের সহযোগী বলে আক্রমণ করেন ৷ 'ইন্ডিয়া' জোট ভোটব্যাঙ্ককে খুশি রাখতে সিএএ-র বিরোধিতা করছে বলে উল্লেখ করেন ৷

গতকাল গোঘাটের প্রচারসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের একাংশের রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করেন ৷ এই মঞ্চ থেকে তিনি সন্ন্যাসীদের নামও উল্লেখ করেন ৷ দু:সময়ে তিনি রামকৃষ্ণ মিশন ও ইসকনের পাশে ছিলেন, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি জানান, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না ৷

এরপর আজ পুরুলিয়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৃণমূল সরকারকে হিংসা ছড়ানো এবং ভয় দেখানোর জন্য দায়ী করেন ৷ তিনি বলেন, "ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ তাদের সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে সমাদৃত ৷ তারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছে ৷ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে তাদের হুমকি দিচ্ছেন ৷"

কেন বাংলার সরকার এভাবে সাধু-সন্ন্যাসীদের আক্রমণ করল ? তা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এই সন্ন্যাসীদের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা ৷ এদিকে বাংলার সরকার তাঁদের দিকেই আঙুল তুলছে ৷ সন্ন্যাসীদের নাম করে ধমকাচ্ছে ৷" কোনও সম্প্রদায়ের নাম উচ্চারণ না-করে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "শুধুমাত্র তাদের ভোটব্যাঙ্ককে খুশি রাখতে এত সাহস দেখাচ্ছে তৃণমূল সরকার ৷ তারা এতটাই নীচে নেমে গিয়েছে ৷"

  • 18 মে হুগলির আরামবাগে গোঘাটের সভা থেকে ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

"সব সাধু সমান হয় না, সব স্বজন সমান হয় না ৷ বহরমপুরের একজন মহারাজ আছেন ৷ আমি শুনছি অনেকদিন ধরে ৷ কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম ৷ কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না ৷ তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন ৷

আসানসোলে রামকৃষ্ণ মিশন আছে ৷ সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল তখন আমি তাদের পাশে ছিলাম ৷ সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না ৷ ইসকনকে 700 একর জমি দিয়েছি ৷ দিল্লি থেকে নির্দেশ আসে ৷ রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে ৷ রামকৃষ্ণ মিশন ভোট দেয় না ৷ এটা আমি জানি ৷ কেউ কেউ লঙ্ঘন করছে ৷" কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে উদ্ধার করার কৃতিত্বও দাবি করেন মমতা ৷

তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এই সরকার বাংলার সংস্কৃতিকে সম্মান দেয় না ৷ এই সরকারকে নিজের মূল্যবান ভোট না দিয়ে এমন শাস্তি দিতে হবে, যাতে তারা আমাদের সাধু-সন্ত-মহন্ত-মহাপুরুষদের অপমান না করতে পারে ৷"

এদিন প্রধানমন্ত্রী পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর হয়ে প্রচার করতে আসেন ৷ বক্তৃতার শুরুতেই তিনি 'ইন্ডিয়া' জোটকে কড়া আক্রমণ করে বলেন, "'ইন্ডিয়া' জোট তাদের ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সিএএ-র বিরোধিতা করছে ৷ তৃণমূল ও তার সঙ্গীরা আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ ছিনিয়ে নিতে চায় ৷ 'ইন্ডিয়া' জোট ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে চায় ৷"

সন্দেশখালির পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে ৷ তিনি সাফ বলেন, "নিজের শাহাজাহানকে বাঁচাতে তৃণমূলের লোকজন সন্দেশখালির মা-বোনেদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে ৷" পুরুলিয়াতে জল সমস্যার অন্যতম কারণ তৃণমূল সরকার, অভিযোগ করেন মোদি ৷ উত্তর প্রদেশে প্রতিদিন 30 হাজার বাড়িতে জলের সংযোগের কাজ হয় ৷ কিন্তু পুরুলিয়াতে তা সম্ভব হয়ে উঠছে না ৷ এর জন্য দায়ী তৃণমূল সরকার ৷ তারাই কাজ করতে দিচ্ছে না বলে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. মোদির সভায় পেঁয়াজ নিয়ে স্লোগান কৃষকের, প্রধানমন্ত্রী বললেন - মজুত শুরু করেছি
  2. ইমামরা আবেদন করতে পারেন, ভারত সেবাশ্রম প্রতিবাদ করলেই অসুবিধা মমতার: শুভেন্দু
  3. মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জামিনে মুক্ত হয়ে হুঁশিয়ারি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের

সন্ন্যাসীদের রাজনীতি করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড় জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)

পুরুলিয়া, 19 মে: "তৃণমূল সরকার এবার সব সহ্যের সীমা পার করে গিয়েছে ৷ আজ বাংলার মুখ্য়মন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের খোলাখুলি ধমকাচ্ছেন।" এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসীদের একাংশের রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে রবিবার পুরুলিয়ার প্রচারমঞ্চ থেকে পালটা জবাব দেন প্রধানমন্ত্রী ৷ এই সভা থেকে তিনি কংগ্রেস ও তৃণমূলকে একে অপরের সহযোগী বলে আক্রমণ করেন ৷ 'ইন্ডিয়া' জোট ভোটব্যাঙ্ককে খুশি রাখতে সিএএ-র বিরোধিতা করছে বলে উল্লেখ করেন ৷

গতকাল গোঘাটের প্রচারসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের একাংশের রাজনীতিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করেন ৷ এই মঞ্চ থেকে তিনি সন্ন্যাসীদের নামও উল্লেখ করেন ৷ দু:সময়ে তিনি রামকৃষ্ণ মিশন ও ইসকনের পাশে ছিলেন, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি জানান, রামকৃষ্ণ মিশন ভোট দেয় না ৷

এরপর আজ পুরুলিয়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৃণমূল সরকারকে হিংসা ছড়ানো এবং ভয় দেখানোর জন্য দায়ী করেন ৷ তিনি বলেন, "ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ তাদের সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে সমাদৃত ৷ তারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছে ৷ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে তাদের হুমকি দিচ্ছেন ৷"

কেন বাংলার সরকার এভাবে সাধু-সন্ন্যাসীদের আক্রমণ করল ? তা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এই সন্ন্যাসীদের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা ৷ এদিকে বাংলার সরকার তাঁদের দিকেই আঙুল তুলছে ৷ সন্ন্যাসীদের নাম করে ধমকাচ্ছে ৷" কোনও সম্প্রদায়ের নাম উচ্চারণ না-করে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "শুধুমাত্র তাদের ভোটব্যাঙ্ককে খুশি রাখতে এত সাহস দেখাচ্ছে তৃণমূল সরকার ৷ তারা এতটাই নীচে নেমে গিয়েছে ৷"

  • 18 মে হুগলির আরামবাগে গোঘাটের সভা থেকে ঠিক কী বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

"সব সাধু সমান হয় না, সব স্বজন সমান হয় না ৷ বহরমপুরের একজন মহারাজ আছেন ৷ আমি শুনছি অনেকদিন ধরে ৷ কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম ৷ কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না ৷ তার কারণ তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন ৷

আসানসোলে রামকৃষ্ণ মিশন আছে ৷ সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল তখন আমি তাদের পাশে ছিলাম ৷ সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না ৷ ইসকনকে 700 একর জমি দিয়েছি ৷ দিল্লি থেকে নির্দেশ আসে ৷ রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে ৷ রামকৃষ্ণ মিশন ভোট দেয় না ৷ এটা আমি জানি ৷ কেউ কেউ লঙ্ঘন করছে ৷" কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে উদ্ধার করার কৃতিত্বও দাবি করেন মমতা ৷

তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এই সরকার বাংলার সংস্কৃতিকে সম্মান দেয় না ৷ এই সরকারকে নিজের মূল্যবান ভোট না দিয়ে এমন শাস্তি দিতে হবে, যাতে তারা আমাদের সাধু-সন্ত-মহন্ত-মহাপুরুষদের অপমান না করতে পারে ৷"

এদিন প্রধানমন্ত্রী পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর হয়ে প্রচার করতে আসেন ৷ বক্তৃতার শুরুতেই তিনি 'ইন্ডিয়া' জোটকে কড়া আক্রমণ করে বলেন, "'ইন্ডিয়া' জোট তাদের ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সিএএ-র বিরোধিতা করছে ৷ তৃণমূল ও তার সঙ্গীরা আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণ ছিনিয়ে নিতে চায় ৷ 'ইন্ডিয়া' জোট ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে চায় ৷"

সন্দেশখালির পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে ৷ তিনি সাফ বলেন, "নিজের শাহাজাহানকে বাঁচাতে তৃণমূলের লোকজন সন্দেশখালির মা-বোনেদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে ৷" পুরুলিয়াতে জল সমস্যার অন্যতম কারণ তৃণমূল সরকার, অভিযোগ করেন মোদি ৷ উত্তর প্রদেশে প্রতিদিন 30 হাজার বাড়িতে জলের সংযোগের কাজ হয় ৷ কিন্তু পুরুলিয়াতে তা সম্ভব হয়ে উঠছে না ৷ এর জন্য দায়ী তৃণমূল সরকার ৷ তারাই কাজ করতে দিচ্ছে না বলে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:

  1. মোদির সভায় পেঁয়াজ নিয়ে স্লোগান কৃষকের, প্রধানমন্ত্রী বললেন - মজুত শুরু করেছি
  2. ইমামরা আবেদন করতে পারেন, ভারত সেবাশ্রম প্রতিবাদ করলেই অসুবিধা মমতার: শুভেন্দু
  3. মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জামিনে মুক্ত হয়ে হুঁশিয়ারি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের
Last Updated : May 19, 2024, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.