যাদবপুর, 31 মে: শেষ লগ্নের প্রচারে বৃহস্পতিবার চূড়ান্ত ব্যস্ত ছিলেন প্রার্থীরা। ওইদিন সোনারপুর উত্তরে শেষ লগ্নের প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে হাজির ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। জনসভায় নিজের স্বভাবোচিত কায়দায় বক্তব্যও রাখেন তিনি। বাংলা-হিন্দি মিশিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আয়রন লেডি' বলে সম্বোধনও করেন 'বিহারি বাবু'।
তিনি বলেন, "এই আয়রন লেডিকে দিল্লি ভয় পায়। স্বয়ং প্রধানমন্ত্রীও ভয় পাচ্ছেন এই আয়রন লেডিকে। কারণ, তাঁকে হারানো, পিছনে ফেলে দেওয়া অত সহজ নয়। তাঁর বিভিন্ন প্রকল্প, তাঁর সাধারণ মানুষের প্রতি মমতা, মেয়েদের পাশে দাঁড়ানোর স্পৃহাকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী।" শত্রুঘ্ন সিনহা আরও বলেন, "দেশের কোনও নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয়, ক্ষমতাশালী নন। তিনি লিডার নম্বর ওয়ান। ওঁর থেকে অনেককিছু শেখার আছে। আমি সোনারপুরে আজ কোনও প্রচারে আসিনি। সায়নীর মতো একজন যোগ্য, পরিশ্রমী, লোকসেবিকা এবং জনপ্রিয় যুবনেত্রীকে আমি আশীর্বাদ করতে এসেছি।"
এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আরও বলেন, "মোদি আজ পর্যন্ত কোনও গ্যারান্টিই পূরণ করেননি। ওঁর গ্যারান্টিতে কোনও দমই নেই। গ্যারান্টিতে যদি কারও দম থেকে থাকে, তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন বাংলায় সিএএ, এনআরসি আসবে না, তখন নিশ্চিত আসবে না। এখানে কোনও গ্যারান্টি চলবে না, চলবে শুধু আমাদের লিডারের গ্যারান্টি।" একই সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাতেও পঞ্চমুখ হন তিনি। সায়নীর পাশাপাশি এদিন মালা রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে শেষবেলার প্রচারেও শামিল হন তিনি।