কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়া নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে । কলকাতা পোর্ট এলাকায় এরকম বেআইনি বাড়ি আর কটা আছে, সেই নিয়ে রিপোর্ট তলব করুক আদালত ৷ এই আর্জিতে মামলা হয়েছে হাইকোর্টে । একইভাবে গার্ডেনরিচের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে মামলাকারীদের তরফে।
মঙ্গলবার গার্ডেনরিচের ঘটনা নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা রাকেশ সিংহের আইনজীবীরা ৷ তাঁদের দাবি, ওই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে । রাজ্য সে ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন করা হয় । মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । বৃহস্পতিবার মামলার শুনানি হবে ।
রবিবার রাতে গার্ডেনরিচের ফতেপুরে ভেঙে পড়ে একটি নির্মীয়মান পাঁচতলা বাড়ি । বাড়িটি বেআইনি বলে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ কিন্তু এলাকার মানুষের দাবি, এই ধরনের বেআইনি নির্মাণ গার্ডেনরিচের আনাচেকানাচে প্রচুর রয়েছে । পৌরনিগমের অনুমোদন ছাড়াই একের পর এক বহুতল তৈরি হচ্ছে । পৌর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে এই কাজ চলছে । কিন্তু পৌর আধিকারিকরা কোনো ব্যবস্থাই নেন না বলে অভিযোগ ।
অন্যদিকে, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর বেআইনি নির্মাণে আরও কড়া হয়েছে আদালত। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ নয় বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । মঙ্গলবার এক মামলার শুনানিতে তিনি বলেন, "বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনও মামলাই শুনব না ।" ফলে কোনও রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার প্রশ্নই নেই বলেও স্পষ্ট করে দেন বিচারপতি সিনহা ৷
আরও পড়ুন: