ETV Bharat / state

বাঁশের মই দিয়ে সেতু পারাপার, আজব ছবি ধরা পড়ল কাঁকসায় - Bamboo Ladder

Bamboo Ladder in Kanksa: প্রত্যেক বছর বর্ষার সময় অজয়ের জলের তোড়ে ভেসে যায় অস্থায়ী সেতু । এই অসুবিধার কথা মাথায় রেখে অজয় নদের উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল । কিন্তু সেই সেতু এখনও চালু হয়নি । তাই এপারের কাঁকসা এবং ওপারের বীরভূমের বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন । সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়াদের ভরসা বলতে এখন এই বাঁশের মই ৷

Bamboo Ladder in Kanksa
বাঁশের মই লাগিয়ে সেতু পারাপার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 5:46 PM IST

দুর্গাপুর, 17 অগস্ট: বাঁশের মই বেয়ে নির্মীয়মান সেতুতে চলছে ওঠা-নামা । দড়ি দিয়ে টেনে তোলা এবং নামানো হচ্ছে সাইকেল-সহ বিভিন্ন জিনিসপত্র । তারপরেই এক জেলা থেকে অন্য জেলায় চলছে যাতায়াত । এমনই অবাক করা ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে ।

বাঁশের মই বেয়ে সেতুতে উঠছেন নিত্যযাত্রীরা (ইটিভি ভারত)

প্রত্যেক বছর বর্ষার সময় কাঁকসার শিবপুর ও বীরভূমের জয়দেব ঘাট পর্যন্ত তৈরি করা অস্থায়ী সেতু অজয়ের জলের তোড়ে ভেসে যায় । পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের সহজ যোগাযোগের অন্যতম প্রধান পথ এই অস্থায়ী সেতু । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসুবিধার কথা মাথায় রেখে অজয় নদের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন । কিন্তু সেই সেতুটিও এখনও চালু হয়নি । তাই এপারের কাঁকসা আর ওপারের বীরভূমের বাসিন্দারা চরম বিপাকে এবারেও ।

সবচেয়ে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা । স্থানীয় বাসিন্দা সন্তোষ ঘোষ বলেন, "অজয় নদে বন্যা হলেই ভেঙে যায় অস্থায়ী মাটির সেতু । তারপর আমাদের বিশাল দুর্ভোগের মুখে পড়তে হয় । বীরভূম থেকে বহু শ্রমিকরা এবং বহু পড়ুয়ারা দুর্গাপুরে আসেন । তাদেরও তীব্র সমস্যার মুখে পড়ে প্রায় 30 কিলোমিটার ঘুরে দুর্গাপুরে পৌঁছতে হয় । স্থায়ী সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে ৷ কিন্তু সংযোগকারী রাস্তার কাজ এখনও শেষ না হওয়ায় যান চলাচল শুরু হয়নি । তাই কৃষ্ণপুরের কিছু মানুষ একটি বাঁশের মই করেছেন স্থায়ী সেতুতে ওঠা-নামার জন্য । সাইকেলও দড়ি বেঁধে তোলা ও নামানো হচ্ছে । এই মই দিয়ে উঠলেই মাত্র এক কিলোমিটারের মধ্যে বীরভূমের জয়দেবে যাওয়া যাচ্ছে । আমাদের কিছুটা হলেও সুবিধা হচ্ছে ।"

বীরভূমের ইলামবাজারের জনুবাজারের পীতম্বর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া শুভম দত্ত বলেন, "অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় স্কুলে যাওয়া বন্ধই হয়ে গিয়েছিল । এই বাঁশের মই করার ফলে আমরা এই সেতুতে উঠে স্কুলে যেতে পারছি ।"

কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাঁকসার বিদবিহারের অজয় নদের মাটির অস্থায়ী সেতু অজয়ের গ্রাসে । শুরু হয়নি নৌকা পরিষেবাও । বন্ধ হয়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ ব্যবস্থা । দুই জেলার মানুষের জীবন ও জীবিকাতেও পড়েছে টান । সেই যাতায়াত সমস্যা মেটাচ্ছে একটি বাঁশের মই ।

Bamboo Ladder in Kanksa
দড়ি দিয়ে টেনে তোলা এবং নামানো হচ্ছে সাইকেল (নিজস্ব ছবি)

কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুর হয়ে বীরভূমের ইলামবাজারের জয়দেব পর্যন্ত হয়েছে অজয় নদের উপর স্থায়ী সেতু । তবে সেতুর সংযোগকারী রাস্তার কাজ শেষ না হওয়ায় শুরু হয়নি যান চলাচল । তাই দুই জেলার মানুষকে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে । সেই দুর্ভোগের হাত থেকে বাঁচতে কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে ওই স্থায়ী সেতুর উপর ওঠা-নামার জন্য করা হয়েছে একটি বাঁশের মই । সেই মই করেছেন স্থানীয় বেশ কিছু মানুষ । বহু মানুষ সেই মই দিয়ে স্থায়ী সেতুর উপর উঠছেন । তারপর বীরভূমে রওনা দিচ্ছেন । আবার বীরভূম থেকেও পশ্চিম বর্ধমানে রওনা দিচ্ছেন সেই বাঁশের মই দিয়ে নেমে ।

Bamboo Ladder in Kanksa
বাঁশের মই বেয়ে নির্মীয়মান সেতুতে চলছে ওঠা-নামা (নিজস্ব ছবি)

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, "বর্ষায় বৃষ্টি হলেই অস্থায়ী সেতু ভেঙে যায় । মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয় । অজয়ের স্থায়ী সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে, সংযোগকারী রাস্তার কাজও কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে । তারপরেই চিরতরে মুক্তি পাবে যাতায়াত সমস্যা ।"

দুর্গাপুর, 17 অগস্ট: বাঁশের মই বেয়ে নির্মীয়মান সেতুতে চলছে ওঠা-নামা । দড়ি দিয়ে টেনে তোলা এবং নামানো হচ্ছে সাইকেল-সহ বিভিন্ন জিনিসপত্র । তারপরেই এক জেলা থেকে অন্য জেলায় চলছে যাতায়াত । এমনই অবাক করা ছবি ধরা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে ।

বাঁশের মই বেয়ে সেতুতে উঠছেন নিত্যযাত্রীরা (ইটিভি ভারত)

প্রত্যেক বছর বর্ষার সময় কাঁকসার শিবপুর ও বীরভূমের জয়দেব ঘাট পর্যন্ত তৈরি করা অস্থায়ী সেতু অজয়ের জলের তোড়ে ভেসে যায় । পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের সহজ যোগাযোগের অন্যতম প্রধান পথ এই অস্থায়ী সেতু । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসুবিধার কথা মাথায় রেখে অজয় নদের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন । কিন্তু সেই সেতুটিও এখনও চালু হয়নি । তাই এপারের কাঁকসা আর ওপারের বীরভূমের বাসিন্দারা চরম বিপাকে এবারেও ।

সবচেয়ে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা । স্থানীয় বাসিন্দা সন্তোষ ঘোষ বলেন, "অজয় নদে বন্যা হলেই ভেঙে যায় অস্থায়ী মাটির সেতু । তারপর আমাদের বিশাল দুর্ভোগের মুখে পড়তে হয় । বীরভূম থেকে বহু শ্রমিকরা এবং বহু পড়ুয়ারা দুর্গাপুরে আসেন । তাদেরও তীব্র সমস্যার মুখে পড়ে প্রায় 30 কিলোমিটার ঘুরে দুর্গাপুরে পৌঁছতে হয় । স্থায়ী সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে ৷ কিন্তু সংযোগকারী রাস্তার কাজ এখনও শেষ না হওয়ায় যান চলাচল শুরু হয়নি । তাই কৃষ্ণপুরের কিছু মানুষ একটি বাঁশের মই করেছেন স্থায়ী সেতুতে ওঠা-নামার জন্য । সাইকেলও দড়ি বেঁধে তোলা ও নামানো হচ্ছে । এই মই দিয়ে উঠলেই মাত্র এক কিলোমিটারের মধ্যে বীরভূমের জয়দেবে যাওয়া যাচ্ছে । আমাদের কিছুটা হলেও সুবিধা হচ্ছে ।"

বীরভূমের ইলামবাজারের জনুবাজারের পীতম্বর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া শুভম দত্ত বলেন, "অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় স্কুলে যাওয়া বন্ধই হয়ে গিয়েছিল । এই বাঁশের মই করার ফলে আমরা এই সেতুতে উঠে স্কুলে যেতে পারছি ।"

কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাঁকসার বিদবিহারের অজয় নদের মাটির অস্থায়ী সেতু অজয়ের গ্রাসে । শুরু হয়নি নৌকা পরিষেবাও । বন্ধ হয়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ ব্যবস্থা । দুই জেলার মানুষের জীবন ও জীবিকাতেও পড়েছে টান । সেই যাতায়াত সমস্যা মেটাচ্ছে একটি বাঁশের মই ।

Bamboo Ladder in Kanksa
দড়ি দিয়ে টেনে তোলা এবং নামানো হচ্ছে সাইকেল (নিজস্ব ছবি)

কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুর হয়ে বীরভূমের ইলামবাজারের জয়দেব পর্যন্ত হয়েছে অজয় নদের উপর স্থায়ী সেতু । তবে সেতুর সংযোগকারী রাস্তার কাজ শেষ না হওয়ায় শুরু হয়নি যান চলাচল । তাই দুই জেলার মানুষকে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে । সেই দুর্ভোগের হাত থেকে বাঁচতে কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে ওই স্থায়ী সেতুর উপর ওঠা-নামার জন্য করা হয়েছে একটি বাঁশের মই । সেই মই করেছেন স্থানীয় বেশ কিছু মানুষ । বহু মানুষ সেই মই দিয়ে স্থায়ী সেতুর উপর উঠছেন । তারপর বীরভূমে রওনা দিচ্ছেন । আবার বীরভূম থেকেও পশ্চিম বর্ধমানে রওনা দিচ্ছেন সেই বাঁশের মই দিয়ে নেমে ।

Bamboo Ladder in Kanksa
বাঁশের মই বেয়ে নির্মীয়মান সেতুতে চলছে ওঠা-নামা (নিজস্ব ছবি)

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, "বর্ষায় বৃষ্টি হলেই অস্থায়ী সেতু ভেঙে যায় । মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয় । অজয়ের স্থায়ী সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে, সংযোগকারী রাস্তার কাজও কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে । তারপরেই চিরতরে মুক্তি পাবে যাতায়াত সমস্যা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.