ETV Bharat / state

অফিস টাইমে বাতিল বহু ট্রেন, শিয়ালদা প্ল্যাটফর্ম বন্ধের জেরে দুর্ভোগে যাত্রীরা - Local Train Cancellation - LOCAL TRAIN CANCELLATION

Local Train Cancellation: বেশকিছু লোকাল ট্রেন বাতিলের জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ৷ কিছু ট্রেন লেটে চলছে ঠিকই। তবে তাতে ভিড় ঠাসা ৷ কর্মব্যস্ত দিনে বাইরে বেরিয়েও গন্তব্য না-পৌঁছতে পেরে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

ETV BHARAT
দুর্ভোগে যাত্রীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 2:44 PM IST

কলকাতা, 7 জুন: পূর্ব রেলের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণে বেশকিছু লোকাল ট্রেন বাতিল থাকার কথা ৷ তারই জেরে শুক্রবার সকালে অফিস টাইমে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷ বহু লোকাল ট্রেন বাতিল হওয়ায় কিছু প্যাসেঞ্জার স্পেশাল চলেছে ৷ তবে তাতেও ছিল বাদুড়ঝোলা ভিড় ৷ আবার কিছু ট্রেন দমদম পর্যন্ত চলায় অনেকে গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোকে বেছে নিয়েছেন ৷ সেই কারণে প্রবল ভিড় হয় মেট্রোতেও । মেট্রোর টিকিটের লাইন বেরিয়ে এসেছে রাস্তা পর্যন্ত ।

বেশকিছু ট্রেন শিয়ালদার বদলে বিধাননগর পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে । তবে সেই ট্রেনে ওঠা সাধারণ মানুষের কথায় 'অসম্ভব'। একজন অফিস যাত্রী বলেন, "প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়ে আছি ৷ সেক্টর ফাইভে যাব ৷ সেখানে পৌঁছব কী করে জানি না। মেট্রোতেও অসম্ভব ভিড়।" আরেকজন অফিস যাত্রী বলেন, "সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি । এখনও পৌঁছতে পারলাম না । উপরন্তু এত ভিড়ে পড়ে গেলাম। কী হবে বুঝতে পারছি না।" বেশ কিছুক্ষণ ট্রেনের সমস্যার জন্য অনেকে আবার অফিস না-গিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ তেমনই একজন যাত্রী কাঁচরাপাড়া থেকে আসছেন । তিনি বলেন, "অফিসে দেরি হয়ে গিয়েছে। কীভাবে শিয়ালদা পর্যন্ত পৌঁছব জানি না, এখান থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছি ।"

প্রসঙ্গত, শিয়ালদা শাখার 1 থেকে 5 নম্বর প্লাটফর্ম থেকে 12 বগির ট্রেনের জন্য চলছে কাজ । সেই কাজ প্রায় শেষের মুখে । তবে এখনও কিছুটা বাকি রয়েছে ৷ তাই এই প্লাটফর্মগুলিকে উপযোগী করে তুলতে শুরু হয়েছে পরের পর্যায়ের কাজ । সে জন্যই বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রবিবার অর্থাৎ 9 জুন পর্যন্ত বন্ধ শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্লাটফর্ম । তবে বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল ।

কলকাতা, 7 জুন: পূর্ব রেলের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকার কারণে বেশকিছু লোকাল ট্রেন বাতিল থাকার কথা ৷ তারই জেরে শুক্রবার সকালে অফিস টাইমে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷ বহু লোকাল ট্রেন বাতিল হওয়ায় কিছু প্যাসেঞ্জার স্পেশাল চলেছে ৷ তবে তাতেও ছিল বাদুড়ঝোলা ভিড় ৷ আবার কিছু ট্রেন দমদম পর্যন্ত চলায় অনেকে গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোকে বেছে নিয়েছেন ৷ সেই কারণে প্রবল ভিড় হয় মেট্রোতেও । মেট্রোর টিকিটের লাইন বেরিয়ে এসেছে রাস্তা পর্যন্ত ।

বেশকিছু ট্রেন শিয়ালদার বদলে বিধাননগর পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে । তবে সেই ট্রেনে ওঠা সাধারণ মানুষের কথায় 'অসম্ভব'। একজন অফিস যাত্রী বলেন, "প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়ে আছি ৷ সেক্টর ফাইভে যাব ৷ সেখানে পৌঁছব কী করে জানি না। মেট্রোতেও অসম্ভব ভিড়।" আরেকজন অফিস যাত্রী বলেন, "সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি । এখনও পৌঁছতে পারলাম না । উপরন্তু এত ভিড়ে পড়ে গেলাম। কী হবে বুঝতে পারছি না।" বেশ কিছুক্ষণ ট্রেনের সমস্যার জন্য অনেকে আবার অফিস না-গিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ তেমনই একজন যাত্রী কাঁচরাপাড়া থেকে আসছেন । তিনি বলেন, "অফিসে দেরি হয়ে গিয়েছে। কীভাবে শিয়ালদা পর্যন্ত পৌঁছব জানি না, এখান থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছি ।"

প্রসঙ্গত, শিয়ালদা শাখার 1 থেকে 5 নম্বর প্লাটফর্ম থেকে 12 বগির ট্রেনের জন্য চলছে কাজ । সেই কাজ প্রায় শেষের মুখে । তবে এখনও কিছুটা বাকি রয়েছে ৷ তাই এই প্লাটফর্মগুলিকে উপযোগী করে তুলতে শুরু হয়েছে পরের পর্যায়ের কাজ । সে জন্যই বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রবিবার অর্থাৎ 9 জুন পর্যন্ত বন্ধ শিয়ালদার 1 থেকে 5 নম্বর প্লাটফর্ম । তবে বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.