ETV Bharat / state

এসপ্ল্যানেড-হাওড়া ময়দানে মেট্রো পরিষেবার প্রথম দিনে বেলাগাম ভিড়, হিমশিম অবস্থা রক্ষীদের - Esplanade to Howrah Maidan route

Esplanade to Howrah Maidan: শুক্রবার সকাল 7টায় এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা চালু হয় ৷ প্রথম দিনেই এই রুটে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ অনেক যাত্রীকেই মেট্রো স্টেশনে পরবর্তী মেট্রোর জন্য অপেক্ষা করতে হয় ৷

ETV Bharat
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 8:27 AM IST

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবায় লক্ষ লক্ষ মানুষের ভিড়

কলকাতা, 16 মার্চ: গ্রিন লাইনে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা চালু হয়েছে ৷ শুক্রবার প্রথম দিনে ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে থাকা নিরাপত্তারক্ষীরা ৷ গতকাল তিনটি নতুন রুটে মেট্রো পরিষেবা চালু হলেও এই রুটটিই দিনভর চর্চায় থেকেছে ৷ কারণ এই রুটে হুগলি নদীর নীচ দিয়ে ছুটছে মেট্রো ৷ তবে এই পরিষেবা চালু হওয়ার প্রথম দিনে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানে যাত্রী সংখ্যা ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

16 মার্চ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা চালুর প্রথম দিনে কত যাত্রী যাতায়াত করেছেন, তার আনুমানিক সংখ্যা জানা যায়নি ৷ কিন্তু স্টেশনে উপস্থিত এক আধিকারিক জানান, এদিন দুপুরের দিকে যাত্রীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের ৷ ওই আধিকারিক জানিয়েছেন, শুক্রবার মেট্রোর নেটওয়ার্কের এই অংশে সারাদিনই লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল ৷

এমনকী প্রচণ্ড ভিড়ে নিরাপত্তারক্ষী এবং আধিকারিকরা যাত্রীদের আবেদন করেন, তাঁরা যেন আর জোর করে কামরায় প্রবেশের চেষ্টা না করে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করেন ৷ এমনকী প্ল্যাটফর্মে থাকা নিরাপত্তারক্ষীরা এসে যাত্রীদের ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয়, যাতে দরজা বন্ধ হওয়ার সময় কোনও বিপদ না ঘটে ৷ আরেক আধিকারিক জানিয়েছেন, প্রতিবার ট্রেনটি নদীর নীচ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সমস্বরে চিৎকার করতে থাকেন ৷

এদিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের পাশাপাশি পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশের পরিষেবা চালু হয় ৷ তবে এই তিনটি রুটের মধ্যে আজ সবথেকে বেশি চর্চিত এবং আকর্ষণীয় অংশ- নদীর নীচের মেট্রো পরিষেবা ৷ স্বাভাবিকভাবে এই সফরের সঙ্গী হতে শুক্রবার ভোররাত থেকেই একদিকে এসপ্ল্যানেড স্টেশন এবং অন্যদিকে হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের টিকিট কাউন্টারের বাইরে ছিল লম্বা লাইন ৷ আর ঠিক 6 টার সময় টিকিট কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই অপেক্ষায় থাকা যাত্রীরা টিকিট কাটতে শুরু করেন ৷

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এবং কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে যাত্রীদের লাল গোলাপ দিয়ে স্বাগত জানানো হয় ৷ প্রথম পরিষেবা থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় ৷ ধীরে ধীরে বেলা যত বাড়তে থাকে, এই ভিড়ও ততই বাড়তে থাকে ৷ বাসে হাওড়া ময়দান, হাওড়া বা শিবপুর থেকে কলকাতার ধর্মতলায় বা এসপ্ল্যানেডে আসতে সময় লাগত প্রায় 45 মিনিট ৷ আর যানজট থাকলে সেই সময় আরও বাড়ত ৷ এদিকে মেট্রো পরিষেবায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সময় লাগছে মাত্র 10 মিনিট ৷ তাই প্রথম দিন থেকেই যে এই পরিষেবা মানুষের মন কেড়েছে, তা আর বলে দিতে হয় না ৷

আরও পড়ুন:

  1. ছুটছে নীল আলো...গঙ্গার নীচে সুড়ঙ্গে ঐতিহাসিক মেট্রো সফরে কলকাতা-হাওড়া
  2. ইতিহাসে কলকাতা, হুগলি নদীর নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো
  3. চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ-প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীনের

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবায় লক্ষ লক্ষ মানুষের ভিড়

কলকাতা, 16 মার্চ: গ্রিন লাইনে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা চালু হয়েছে ৷ শুক্রবার প্রথম দিনে ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে থাকা নিরাপত্তারক্ষীরা ৷ গতকাল তিনটি নতুন রুটে মেট্রো পরিষেবা চালু হলেও এই রুটটিই দিনভর চর্চায় থেকেছে ৷ কারণ এই রুটে হুগলি নদীর নীচ দিয়ে ছুটছে মেট্রো ৷ তবে এই পরিষেবা চালু হওয়ার প্রথম দিনে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানে যাত্রী সংখ্যা ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

16 মার্চ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা চালুর প্রথম দিনে কত যাত্রী যাতায়াত করেছেন, তার আনুমানিক সংখ্যা জানা যায়নি ৷ কিন্তু স্টেশনে উপস্থিত এক আধিকারিক জানান, এদিন দুপুরের দিকে যাত্রীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের ৷ ওই আধিকারিক জানিয়েছেন, শুক্রবার মেট্রোর নেটওয়ার্কের এই অংশে সারাদিনই লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল ৷

এমনকী প্রচণ্ড ভিড়ে নিরাপত্তারক্ষী এবং আধিকারিকরা যাত্রীদের আবেদন করেন, তাঁরা যেন আর জোর করে কামরায় প্রবেশের চেষ্টা না করে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করেন ৷ এমনকী প্ল্যাটফর্মে থাকা নিরাপত্তারক্ষীরা এসে যাত্রীদের ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয়, যাতে দরজা বন্ধ হওয়ার সময় কোনও বিপদ না ঘটে ৷ আরেক আধিকারিক জানিয়েছেন, প্রতিবার ট্রেনটি নদীর নীচ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সমস্বরে চিৎকার করতে থাকেন ৷

এদিন এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের পাশাপাশি পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট এবং অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশের পরিষেবা চালু হয় ৷ তবে এই তিনটি রুটের মধ্যে আজ সবথেকে বেশি চর্চিত এবং আকর্ষণীয় অংশ- নদীর নীচের মেট্রো পরিষেবা ৷ স্বাভাবিকভাবে এই সফরের সঙ্গী হতে শুক্রবার ভোররাত থেকেই একদিকে এসপ্ল্যানেড স্টেশন এবং অন্যদিকে হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের টিকিট কাউন্টারের বাইরে ছিল লম্বা লাইন ৷ আর ঠিক 6 টার সময় টিকিট কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই অপেক্ষায় থাকা যাত্রীরা টিকিট কাটতে শুরু করেন ৷

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এবং কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে যাত্রীদের লাল গোলাপ দিয়ে স্বাগত জানানো হয় ৷ প্রথম পরিষেবা থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায় ৷ ধীরে ধীরে বেলা যত বাড়তে থাকে, এই ভিড়ও ততই বাড়তে থাকে ৷ বাসে হাওড়া ময়দান, হাওড়া বা শিবপুর থেকে কলকাতার ধর্মতলায় বা এসপ্ল্যানেডে আসতে সময় লাগত প্রায় 45 মিনিট ৷ আর যানজট থাকলে সেই সময় আরও বাড়ত ৷ এদিকে মেট্রো পরিষেবায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সময় লাগছে মাত্র 10 মিনিট ৷ তাই প্রথম দিন থেকেই যে এই পরিষেবা মানুষের মন কেড়েছে, তা আর বলে দিতে হয় না ৷

আরও পড়ুন:

  1. ছুটছে নীল আলো...গঙ্গার নীচে সুড়ঙ্গে ঐতিহাসিক মেট্রো সফরে কলকাতা-হাওড়া
  2. ইতিহাসে কলকাতা, হুগলি নদীর নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল মেট্রো
  3. চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ-প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.