কলকাতা, 15 এপ্রিল: মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান যাত্রীর! বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান। কলকাতা বিমানবন্দর সূত্র মারফত খবর, হায়দরাবাদ থেকে কলকাতাগামী ওই ইন্ডিগোর বিমানে যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তাঁর নাম সিরাজউদ্দিন শেখ ৷ তিনি যে ধূমপান করছেন সেই বিষয়টি নজরে আসে কেবিন ক্রুদের ৷ তৎক্ষণাৎ ওই যাত্রীকে তা নিষেধ করা হয়।
পরবর্তী সময় পাইলটের দৃষ্টি আকর্ষণ করে কেবিন ক্রু ৷ সেইমতো বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় দুপুর দু'টো নাগাদ ৷ সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীদের বিষয়টি অবগত করেন ৷ তারপরেই ওই যাত্রীকে আটক করা হয় ৷ পরবর্তীতে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওই যাত্রীকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে হস্তান্তর করে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে দাহ্য পদার্থ নিয়ে বিমানে উঠে পড়লেন ওই যাত্রী? সিগারেট এবং লাইটার নিয়েই বা ওই ব্যক্তি কীভাবে বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে বিমানে উঠলেন, তা-ও প্রশ্নের মুখে। ফলে সব মিলিয়ে বিমানবন্দরে নজরদারি এবং নিরাপত্তার বিস্তর ফাঁকফোকর নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷
আরও পড়ুন: