ETV Bharat / state

মহানগরের জঞ্জালের পাহাড় সামলাতে হিমশিম, ত্রাতার ভূমিকায় কলকাতা পৌরনিগম - Kolkata Municipal Corporation

Kolkata Municipal Corporation: নেই পর্যাপ্ত জায়গা ৷ অভাব বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাতেও ৷ একাধিক পৌরসভার ত্রাতার ভূমিকায় এগিয়ে এল কলকাতা পৌরনিগম ৷ ধাপায় বর্জ্য উপচে পড়লেও সেখানেই এখন ঠাই হচ্ছে পানিহাটি পৌরসভার জঞ্জালেরও ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 9:38 PM IST

কলকাতা, 9 মার্চ: নিজেরই জায়গা নেই কলকাতা পৌরনিগমের জঞ্জাল বিভাগের । হন্যে হয় খোঁজা চলছে দ্বিতীয় ধাপা তৈরির জায়গা । আর এর মধ্যেই একাধিক পৌরসভার জঞ্জাল এসে পড়ছে সেই ধাপায়। প্রশাসনিক সংকটের মুখে বিপর্যস্ত পানিহাটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ । তবে ধাপায় জায়গা না থাকলেও পানিহাটি পৌরসভার ত্রাতা হিসেবেও এবার ভূমিকা পালন করছে কলকাতা পৌরনিগম । তাই সুদূর পানিহাটি পৌরসভা থেকেও গাড়ির পর গাড়ি জঞ্জাল ফেলা হচ্ছে ধাপায় ।

জাতীয় পরিবেশ আদালত ধাপার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যে একাধিক রায় দিয়েছে । সেই নির্দেশগুলি রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ । তার উপর বিধাননগর পৌরনিগম, নব দিগন্ত, নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ, এমনকী এখন পানিহাটি পৌরসভার জঞ্জাল পড়ছে ধাপায় । সবমিলিয়ে প্রতিদিন প্রায় 5 হাজার টন জঞ্জাল জমা হচ্ছে সেখানে ।

বিধাননগর পৌরনিগম, নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদে উচ্চবিত্ত লোকজনের বসবাস। রয়েছে একের পর এক অফিস থেকে শুরু করে হোটেল এবং বহুতল । আলাদা ডাম্পিং গ্রাউন্ড আছে । তবে বর্জ্য পৃথকীরণের পর্যাপ্ত পরিকাঠামো বা পর্যাপ্ত জায়গা- কোনওটাই নেই । অগত্যা সব জঞ্জাল এসে পড়ে কলকাতা পৌরনিগমের ডাম্পিং গ্রাউন্ড ধাপায় ।

সম্প্রতি বেশ কিছু সময় ধরে পৌর প্রধান বনাম কাউন্সিলরদের দ্বন্দ্বে কার্যত অস্থির অবস্থা তৈরি হয়েছে পানিহাটিতে । পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত । রাস্তাঘাট জুড়ে যত্রতত্র জঞ্জালের পাহাড় । সেখানেও নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডের বজ্র ব্যবস্থাপনার কোন পরিকাঠামো নেই । সেখানকার পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিনই 20 থেকে 25টি করে জঞ্জাল ভরতি বড় গাড়ি ধাপায় আসছে । পরিষেবা নিয়ে ক্ষোভ ঠেকাতে উদ্যোগ নিয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ যিনি কলকাতা পৌরনিগমের মেয়রও ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পৌর ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর, নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ, নবদিগন্ত এখন পনিহাটি, সব জঞ্জাল পড়বে কলকাতার ধাপা ডাম্পিং গ্রাউন্ডে ৷ সেখানেই আপাতত বায়োমাইনিং করে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে । আগে তিন থেকে সাড়ে তিন হাজার টন প্রতিদিন কলকাতার জঞ্জাল পড়তো ধাপায় ৷ সেখানে এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে পাঁচ হাজার টনের কাছাকাছি ।

পৌরনিগমের এক আধিকারিকের কথায়, "ধাপায় অন্য পৌরসভা ও পৌরনিগমের জঞ্জাল এনে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এই পরিস্থিতির বদল না হলে অচিরেই ধাপায় তৈরি হবে বড়সড় সমস্যা । পরিবেশের দিকে যে নজর রাখা প্রয়োজন জনস্বার্থে সেই বিষয়গুলি মেনে চলা কষ্টকর হয়ে যাবে । একেই মাথার উপর একাধিক জরিমানা ও রায় জাতীয় পরিবেশ আদালতের, তারপরেও এই পরিস্থিতি চলতে থাকলে সত্যিই তা জটিল রূপ নেবে ।"

পরিবেশ কর্মীদের মতে, প্রত্যেকটা পৌরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড এবং পরিবেশের কথা মাথায় রেখে ও জনস্বার্থে সেখানে একাধিক ব্যবস্থাপনা থাকার কথা । অন্যান্য জায়গায় ডাম্পিং গ্রাউন্ড না গড়ে ওঠায় সেই বাড়তি চাপ যদি এসে পড়ে কলকাতা পৌরনিগমের উপর তাহলে মহানগরের মানুষের বিপদ বাড়বে । ধাপা উপচে পড়ছে বলেই জাতীয় পরিবেশ আদালতের তরফে একাধিক বর্জ্য ব্যবস্থাপনা করার নির্দেশিকা আছে ৷ সেখানে বাড়তি জঞ্জালের পাহাড় এই ব্যবস্থাকে আরও স্লথ করবে বলেই আশঙ্কা তৈরি হচ্ছে । এর জেরে বায়ু দূষণ ও মাটি দূষণের মতো ঘটনা ঘটবে ৷ মানুষের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়বে ৷ বিভিন্ন রোগের বাড় বাড়ন্ত দেখা যাবে ।

আরও পড়ুন:

  1. দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম
  2. পুজোয় ধাপায় অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল, দূষণের আশংকায় কর্তৃপক্ষ
  3. ধাপায় জমি পুনরুদ্ধার কেএমসির, মৎস্যজীবী-কৃষকদের বড়সড় ক্ষতিপূরণ

কলকাতা, 9 মার্চ: নিজেরই জায়গা নেই কলকাতা পৌরনিগমের জঞ্জাল বিভাগের । হন্যে হয় খোঁজা চলছে দ্বিতীয় ধাপা তৈরির জায়গা । আর এর মধ্যেই একাধিক পৌরসভার জঞ্জাল এসে পড়ছে সেই ধাপায়। প্রশাসনিক সংকটের মুখে বিপর্যস্ত পানিহাটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ । তবে ধাপায় জায়গা না থাকলেও পানিহাটি পৌরসভার ত্রাতা হিসেবেও এবার ভূমিকা পালন করছে কলকাতা পৌরনিগম । তাই সুদূর পানিহাটি পৌরসভা থেকেও গাড়ির পর গাড়ি জঞ্জাল ফেলা হচ্ছে ধাপায় ।

জাতীয় পরিবেশ আদালত ধাপার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যে একাধিক রায় দিয়েছে । সেই নির্দেশগুলি রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পৌরনিগমের জঞ্জাল সাফাই বিভাগ । তার উপর বিধাননগর পৌরনিগম, নব দিগন্ত, নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ, এমনকী এখন পানিহাটি পৌরসভার জঞ্জাল পড়ছে ধাপায় । সবমিলিয়ে প্রতিদিন প্রায় 5 হাজার টন জঞ্জাল জমা হচ্ছে সেখানে ।

বিধাননগর পৌরনিগম, নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদে উচ্চবিত্ত লোকজনের বসবাস। রয়েছে একের পর এক অফিস থেকে শুরু করে হোটেল এবং বহুতল । আলাদা ডাম্পিং গ্রাউন্ড আছে । তবে বর্জ্য পৃথকীরণের পর্যাপ্ত পরিকাঠামো বা পর্যাপ্ত জায়গা- কোনওটাই নেই । অগত্যা সব জঞ্জাল এসে পড়ে কলকাতা পৌরনিগমের ডাম্পিং গ্রাউন্ড ধাপায় ।

সম্প্রতি বেশ কিছু সময় ধরে পৌর প্রধান বনাম কাউন্সিলরদের দ্বন্দ্বে কার্যত অস্থির অবস্থা তৈরি হয়েছে পানিহাটিতে । পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত । রাস্তাঘাট জুড়ে যত্রতত্র জঞ্জালের পাহাড় । সেখানেও নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডের বজ্র ব্যবস্থাপনার কোন পরিকাঠামো নেই । সেখানকার পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিনই 20 থেকে 25টি করে জঞ্জাল ভরতি বড় গাড়ি ধাপায় আসছে । পরিষেবা নিয়ে ক্ষোভ ঠেকাতে উদ্যোগ নিয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ যিনি কলকাতা পৌরনিগমের মেয়রও ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পৌর ও নগরোন্নয়ন দফতর সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর, নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ, নবদিগন্ত এখন পনিহাটি, সব জঞ্জাল পড়বে কলকাতার ধাপা ডাম্পিং গ্রাউন্ডে ৷ সেখানেই আপাতত বায়োমাইনিং করে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে । আগে তিন থেকে সাড়ে তিন হাজার টন প্রতিদিন কলকাতার জঞ্জাল পড়তো ধাপায় ৷ সেখানে এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে পাঁচ হাজার টনের কাছাকাছি ।

পৌরনিগমের এক আধিকারিকের কথায়, "ধাপায় অন্য পৌরসভা ও পৌরনিগমের জঞ্জাল এনে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এই পরিস্থিতির বদল না হলে অচিরেই ধাপায় তৈরি হবে বড়সড় সমস্যা । পরিবেশের দিকে যে নজর রাখা প্রয়োজন জনস্বার্থে সেই বিষয়গুলি মেনে চলা কষ্টকর হয়ে যাবে । একেই মাথার উপর একাধিক জরিমানা ও রায় জাতীয় পরিবেশ আদালতের, তারপরেও এই পরিস্থিতি চলতে থাকলে সত্যিই তা জটিল রূপ নেবে ।"

পরিবেশ কর্মীদের মতে, প্রত্যেকটা পৌরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড এবং পরিবেশের কথা মাথায় রেখে ও জনস্বার্থে সেখানে একাধিক ব্যবস্থাপনা থাকার কথা । অন্যান্য জায়গায় ডাম্পিং গ্রাউন্ড না গড়ে ওঠায় সেই বাড়তি চাপ যদি এসে পড়ে কলকাতা পৌরনিগমের উপর তাহলে মহানগরের মানুষের বিপদ বাড়বে । ধাপা উপচে পড়ছে বলেই জাতীয় পরিবেশ আদালতের তরফে একাধিক বর্জ্য ব্যবস্থাপনা করার নির্দেশিকা আছে ৷ সেখানে বাড়তি জঞ্জালের পাহাড় এই ব্যবস্থাকে আরও স্লথ করবে বলেই আশঙ্কা তৈরি হচ্ছে । এর জেরে বায়ু দূষণ ও মাটি দূষণের মতো ঘটনা ঘটবে ৷ মানুষের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়বে ৷ বিভিন্ন রোগের বাড় বাড়ন্ত দেখা যাবে ।

আরও পড়ুন:

  1. দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম
  2. পুজোয় ধাপায় অতিরিক্ত 50 হাজার মেট্রিক টন জঞ্জাল, দূষণের আশংকায় কর্তৃপক্ষ
  3. ধাপায় জমি পুনরুদ্ধার কেএমসির, মৎস্যজীবী-কৃষকদের বড়সড় ক্ষতিপূরণ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.