আমডাঙা, 24 মার্চ: সকালেই সিপিএম ছেড়ে বিধায়কের হাত থেকে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা । দুপুর গড়াতে না গড়াতে সেই তিনিই আবার ফিরলেন সিপিএমে ৷ শনিবার আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতর সিপিএম সদস্য সফিকুল মণ্ডলের নাটকীয় এই দল পরিবর্তন ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে এলাকায় । অনেকে এনিয়ে হাসিঠাট্টাও শুরু করেছেন । বলছেন, 'ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে ।'
কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যায় নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোথাও কি এই পঞ্চায়েত সদস্য দোটানার মধ্যে রয়েছেন ! সেই কারণেই কি বুঝে উঠতে পারছেন না তিনি ? তাই বারবার দল পরিবর্তন করতে হচ্ছে তাঁকে ? এমনই সব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে । যদিও সিপিএম নেতৃত্বের দাবি, ভুল বুঝিয়ে জোর করে সফিকুলকে যোগদান করানো হয়েছিল তৃণমূলে । পরে বুঝতে পেরে তিনি আবারও সিপিএমে ফিরে এসেছেন ৷ তবে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি । যোগদানের আগে স্থানীয় বিধায়ক রফিকার রহমান প্রতিক্রিয়া দিলেও সিপিএমে ফেরার পর এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ।
জানা গিয়েছে, শনিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন পঞ্চায়েত সদস্য সফিকুল মণ্ডল-সহ প্রায় 30টি পরিবার ।ওই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকার রহমান । সেই সময় তিনি দাবি করেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার বইছে । সেই উন্নয়নে সামিল হতেই সকলে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন । মরিচা পঞ্চায়েতের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন । এবারের লোকসভা ভোটে এই পঞ্চায়েত থেকে লিড পাবে তৃণমূল ।"
এদিকে, সেই দলবদলের কয়েকঘণ্টার মধ্যেই ফের তৃণমূল ছেড়ে সিপিএমে ফিরে আসেন দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সফিকুল মণ্ডল । তিনি বলেন, "সিপিএম আছি । সিপিএম করব । সিপিএমের মেম্বার । সিপিএমেই থাকব ।" অন্যদিকে, মরিচা গ্রাম পঞ্চায়েত দখল করতেই তৃণমূল এই কারসাজি করেছিল বলে দাবি করেছেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান । তাঁর কথায়, "ওরা যতই চেষ্টা করুক । এই পঞ্চায়েত দখল করতে পারবে না । চ্যালেঞ্জ ছুড়ছি ওদের দিকে ।"
আরও পড়ুন :