ETV Bharat / state

পাহাড়ে রং মিলান্তি, পুজোর ছুটিতে ঘুরে আসুন কালিম্পংয়ের এই জায়গা - Destination panbu in siliguri - DESTINATION PANBU IN SILIGURI

North Bengal tourism: শিলিগুড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অজানা জায়গা ৷ প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে কালিম্পংয়ের এই জায়গা ৷ এখাবে পাহাড়ের কোলে দেখা য়ায় রঙমিলান্তি ৷ ভাবছেন কোথায় সেটই জায়গা ?

North Bengal tourism
আসুন কালিম্পংয়ের পানবুদাড়ায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 3:27 PM IST

Updated : Jul 25, 2024, 6:58 PM IST

কালিম্পং, 25 জুলাই: শিলিগুড়ির কাছেই পাহাড়ের কোলে এমন এক জায়গা, যা পর্যটকদের অনেকের কাছেই অজানা। তবে সেটা সিকিম কিংবা দার্জিলিং নয় ৷ সেটা রয়েছে টুইন সিস্টার কালিম্পংয়ে। এমন এক জায়গা যেখানে গেলে, আর ফিরে আসতে মন চাইবে না ৷ সেখানকার এমনই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আপনিও প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করুন ৷ এমনই এক জায়গা হল কালিম্পংয়ের পানবুদাড়া ৷

পাহাড়ে রঙ মিলান্তি (ইটিভি ভারত)

শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার সময় রাস্তাতেই পরবে কালিঝোরা। আর কালিঝোরা থেকে মাত্র 7 কিমি উপরে গেলে 'পানবুদাড়া'। যদিও এটি 'পানবু ভিউ পয়েন্ট' হিসেবে বেশি পরিচিত ৷

কী ভাবে যাবেন ?

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা থেকে মাত্র দেড় ঘন্টা লাগে পানবুদাড়া যেতে। তিস্তা নদীর ড্যামের উপর দিয়ে চড়াই-উতরাই রাস্তা ফেলে উঠতে হবে পাহাড়ের কোলে ৷ একটু কষ্ট করে একবার এসে পৌঁছলেই চোখ জুড়িয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যে ৷ শহরের কোলাহল থেকে শান্ত পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্যে দূর হবে মন খারাপ ৷ ভ্রমণ পিপাসুদের জন্য এক প্রকার স্বর্গ পানবুদাড়া ৷

খরচ কেমন ?

পানবুদাড়ায় কোনও শেয়ার গাড়ি যায় না। তাই যেতে গেলে গাড়ি রিজার্ভই ভরসা পর্যটকদের । গাড়ি প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়ে ।

কী দেখবেন ?

কালিম্পং জেলার ইয়াম মাকুম গ্রাম পঞ্চাতেয়ের মধ্যে পরে পানবুদাড়া। পানবু ভিউ পয়েন্ট থেকে সিকিম ও কালিম্পংয়ের পাহাড়ের বুক চিড়ে তিস্তাকে বয়ে যেতে দেখা যায় । ভিউ পয়েন্টের একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে শিলিগুড়িকে দেখতে অপরূপ লাগে । এছাড়া তো রয়েছে পাহাড়ের শীতল আমেজ।

কোথায় থাকবেন ?
থাকা-খাওয়া নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। সেখানে বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলিয়ে প্রতিদিন জনপ্রতি খরচ 1500 থেকে 1800 টাকা। এছাড়াও মিলবে বারবিকিউ করার সুযোগ। আশেপাশে বেশ কয়েকটি দোকানও রয়েছে । তাই আর দেরি না-করে এবার পুজোয় চলে আসুন পানবুদাড়ায়।

কালিম্পং, 25 জুলাই: শিলিগুড়ির কাছেই পাহাড়ের কোলে এমন এক জায়গা, যা পর্যটকদের অনেকের কাছেই অজানা। তবে সেটা সিকিম কিংবা দার্জিলিং নয় ৷ সেটা রয়েছে টুইন সিস্টার কালিম্পংয়ে। এমন এক জায়গা যেখানে গেলে, আর ফিরে আসতে মন চাইবে না ৷ সেখানকার এমনই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আপনিও প্রিয় মানুষের সঙ্গে উপভোগ করুন ৷ এমনই এক জায়গা হল কালিম্পংয়ের পানবুদাড়া ৷

পাহাড়ে রঙ মিলান্তি (ইটিভি ভারত)

শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার সময় রাস্তাতেই পরবে কালিঝোরা। আর কালিঝোরা থেকে মাত্র 7 কিমি উপরে গেলে 'পানবুদাড়া'। যদিও এটি 'পানবু ভিউ পয়েন্ট' হিসেবে বেশি পরিচিত ৷

কী ভাবে যাবেন ?

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা থেকে মাত্র দেড় ঘন্টা লাগে পানবুদাড়া যেতে। তিস্তা নদীর ড্যামের উপর দিয়ে চড়াই-উতরাই রাস্তা ফেলে উঠতে হবে পাহাড়ের কোলে ৷ একটু কষ্ট করে একবার এসে পৌঁছলেই চোখ জুড়িয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যে ৷ শহরের কোলাহল থেকে শান্ত পরিবেশ আর পাহাড়ের সৌন্দর্যে দূর হবে মন খারাপ ৷ ভ্রমণ পিপাসুদের জন্য এক প্রকার স্বর্গ পানবুদাড়া ৷

খরচ কেমন ?

পানবুদাড়ায় কোনও শেয়ার গাড়ি যায় না। তাই যেতে গেলে গাড়ি রিজার্ভই ভরসা পর্যটকদের । গাড়ি প্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়ে ।

কী দেখবেন ?

কালিম্পং জেলার ইয়াম মাকুম গ্রাম পঞ্চাতেয়ের মধ্যে পরে পানবুদাড়া। পানবু ভিউ পয়েন্ট থেকে সিকিম ও কালিম্পংয়ের পাহাড়ের বুক চিড়ে তিস্তাকে বয়ে যেতে দেখা যায় । ভিউ পয়েন্টের একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে শিলিগুড়িকে দেখতে অপরূপ লাগে । এছাড়া তো রয়েছে পাহাড়ের শীতল আমেজ।

কোথায় থাকবেন ?
থাকা-খাওয়া নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। সেখানে বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলিয়ে প্রতিদিন জনপ্রতি খরচ 1500 থেকে 1800 টাকা। এছাড়াও মিলবে বারবিকিউ করার সুযোগ। আশেপাশে বেশ কয়েকটি দোকানও রয়েছে । তাই আর দেরি না-করে এবার পুজোয় চলে আসুন পানবুদাড়ায়।

Last Updated : Jul 25, 2024, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.