ETV Bharat / state

ফের বঙ্গে জঙ্গি যোগ ! এসটিএফ-এর জালে পানাগড়ের কম্পিউটার সায়েন্স পড়ুয়া - Terror Links With Bengal - TERROR LINKS WITH BENGAL

Student Detain by STF: ফের বঙ্গে জঙ্গি যোগ ! বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পানাগড় থেকে এক কলেজ পড়ুয়াকে আটক করল এসটিএফ ৷

Student Detain by STF
বঙ্গে জঙ্গি যোগ (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 12:05 PM IST

Updated : Jun 23, 2024, 12:50 PM IST

দুর্গাপুর, 23 জুন: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসটিএফ-এর জালে পানাগড়ের এক কলেজ পড়ুয়া ৷ শনিবার পানাগড়ের মীরে পাড়ার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে তাঁকে ৷ এরপর জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর ৷ এরপর তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ রবিবার ধৃ্তের মেডিক্যাল পরীক্ষা করানো হয় ৷ সূত্রের খবর, আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার কথা ৷ সেখানে তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবেন এসটিএফ আধিকারিকরা ৷

জঙ্গি যোগ সন্দেহে আটক কলেজ পড়ুয়া (ইটিভি ভারত)

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মীরে পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা ৷ সেই বাড়ি থেকেই আটক করা হয় হাবিবুল্লাকে ৷ তল্লাশি চলাকালীন ধৃতের বাড়ি থেকে জঙ্গি সংক্রান্ত একাধিক নথি পাওয়া গিয়েছে ৷ ল্যাপটপ, ফোনও পাওয়া গিয়েছে ৷ ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে বাজেয়াপ্ত করে কাঁকসা থানায় নিয়ে এনে নথি পরীক্ষা করে এসটিএফ ৷ হাবিবুল্লার সঙ্গে আরও বাংলার আর কেউ এই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

সূত্রের খবর, ধৃতের নাম মহম্মদ হাবিবুল্লা ৷ বাংলাদেশের আনসার-আল-ইসলামের সঙ্গে যোগ রয়েছে তাঁর বলে সন্দেহ করছে পুলিশ ৷ মানকর কলেজে কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়াশোনা করছেন তিনি ৷ শুধু তাই নয় ৷ ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী দ্বিতীয় বর্ষের এই ছাত্র বলেও জানা গিয়েছে ৷ পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয় ৷ খুব কষ্ট করে তাঁকে পড়াশোনা শেখাচ্ছে তাঁর পরিবার ৷ তবে শুধুই হাবিবুল্লা নাকি তাঁর পরিবারের নিকট কোনও আত্মীয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছেন কি না, সেদিকটাও খতিয়ে দেখছেন এসটিএফ আধিকারিকরা ৷

এদিকে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাঁকসা থানায় ডাকা হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে । থানা থেকে বেরনোর পর পল্লব সাংবাদিকদের বলেন, "যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ! তবে বাংলার প্রশাসন অত্যন্ত সজাগ । এই ঘটনায় এলাকায় কোনও আতঙ্ক নেই । সবকিছু স্বাভাবিক রয়েছে । ছেলেটি মানকর কলেজে পড়াশোনা করত । বাবা খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন ।" তবে পল্লব বন্দোপাধ্যায় যায় বলুন না কেন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্মের মধ্যে একটি ছাত্রের সঙ্গে জঙ্গি যোগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

দুর্গাপুর, 23 জুন: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসটিএফ-এর জালে পানাগড়ের এক কলেজ পড়ুয়া ৷ শনিবার পানাগড়ের মীরে পাড়ার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে তাঁকে ৷ এরপর জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর ৷ এরপর তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ রবিবার ধৃ্তের মেডিক্যাল পরীক্ষা করানো হয় ৷ সূত্রের খবর, আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলার কথা ৷ সেখানে তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবেন এসটিএফ আধিকারিকরা ৷

জঙ্গি যোগ সন্দেহে আটক কলেজ পড়ুয়া (ইটিভি ভারত)

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মীরে পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা ৷ সেই বাড়ি থেকেই আটক করা হয় হাবিবুল্লাকে ৷ তল্লাশি চলাকালীন ধৃতের বাড়ি থেকে জঙ্গি সংক্রান্ত একাধিক নথি পাওয়া গিয়েছে ৷ ল্যাপটপ, ফোনও পাওয়া গিয়েছে ৷ ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে বাজেয়াপ্ত করে কাঁকসা থানায় নিয়ে এনে নথি পরীক্ষা করে এসটিএফ ৷ হাবিবুল্লার সঙ্গে আরও বাংলার আর কেউ এই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

সূত্রের খবর, ধৃতের নাম মহম্মদ হাবিবুল্লা ৷ বাংলাদেশের আনসার-আল-ইসলামের সঙ্গে যোগ রয়েছে তাঁর বলে সন্দেহ করছে পুলিশ ৷ মানকর কলেজে কম্পিউটার সায়েন্সে নিয়ে পড়াশোনা করছেন তিনি ৷ শুধু তাই নয় ৷ ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী দ্বিতীয় বর্ষের এই ছাত্র বলেও জানা গিয়েছে ৷ পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো নয় ৷ খুব কষ্ট করে তাঁকে পড়াশোনা শেখাচ্ছে তাঁর পরিবার ৷ তবে শুধুই হাবিবুল্লা নাকি তাঁর পরিবারের নিকট কোনও আত্মীয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছেন কি না, সেদিকটাও খতিয়ে দেখছেন এসটিএফ আধিকারিকরা ৷

এদিকে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাঁকসা থানায় ডাকা হয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে । থানা থেকে বেরনোর পর পল্লব সাংবাদিকদের বলেন, "যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ! তবে বাংলার প্রশাসন অত্যন্ত সজাগ । এই ঘটনায় এলাকায় কোনও আতঙ্ক নেই । সবকিছু স্বাভাবিক রয়েছে । ছেলেটি মানকর কলেজে পড়াশোনা করত । বাবা খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন ।" তবে পল্লব বন্দোপাধ্যায় যায় বলুন না কেন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্মের মধ্যে একটি ছাত্রের সঙ্গে জঙ্গি যোগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

Last Updated : Jun 23, 2024, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.