ETV Bharat / state

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ বিজেপির, মোদির সঙ্গে 'সমঝোতার' তত্ত্ব বাম-কংগ্রেসের - tmc candidate list

Opposition Party Reaction on Tmc Candidate List: রাজ্যের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল ৷ আর তা নিয়েই কটাক্ষ বিরোধী শিবিরের ৷ মোদির সঙ্গে 'সমঝোতার' তত্ত্ব বলে কটাক্ষ বাম-কংগ্রেসের। আক্রমণে গেরুয়া শিবিরও।

Etv Bharat
তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ বিজেপির
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 10:41 PM IST

কলকাতা, 10 মার্চ: প্রথা ভেঙে ব্রিগেডের জনগর্জন সভায় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। সেই তালিকায় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছে বাংলার শাসক শিবির। বহরমপুর থেকে তৃণমূলের হয়ে লড়বেন তিনি। অন্যদিকে, ফের তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা । হুগলি থেকে তৃণমূলের হয়ে লড়বেন রচনা বন্দোপাধ্যায়। যাদবপুর থেকে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ। অপরদিকে বাদ পড়েছেন মিমি এবং নুসরত। কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "এখন তৃণমূলের পড়তি সময়। চারপাশে মোদি হাওয়া বইছে। তৃণমূল ভাবছে বড় চমক দিল কিন্তু এটা তেমন কিছুই না।" অপরদিকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "মানুষ তৃণমূলকে একটা ফুটবলের মত দেখে। তাতে নেতা-নেত্রী-দুষ্কৃতী-পুলিশ-প্রশাসন সব মিলেমিশে গিয়েছে। সেটা নিয়েই খেলা করে তৃণমূল। তৃণমূলের রাজনীতি অন্তঃসারশূন্য। তৃণমূল হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কদর্য আক্রমণ করেছে। হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আজ সেই তৃণমূল কংগ্রেসই উত্তর প্রদেশ থেকে লোক নিয়ে আসছে প্রার্থী করতে।"

অন্যদিকে, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং-কে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও পোস্ট করেছিলেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি বলেছিলেন নারীদের সম্মান করতে পারেননা পবন সিং। পরবর্তী সময়ে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করার পর একই অভিযোগ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। শত্রুঘ্ন সিনহার একটি সিনেমার ভিডিও এক্স হ্যান্ডেলে দিয়ে সেই একই অভিযোগ তুলেছেন দলের আইটি সেলের প্রধান।

কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, "বাংলার বাইরের ক্যান্ডিডেট দিয়ে ভোট ভাগ করে বিজেপির হাত শক্ত করছে তৃণমূল। গুজরাত থেকে ইউসুফ পাঠানকে বহরমপুরে নিয়ে আসতে হল। বাংলায় তৃণমূলের কেউ নেই ? রাজভবনের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মিটিংয়ে যখন বলেছেন কাজের থেকে গল্প বেশি করেছি তখনই বুঝেছিলাম আপনার আর মোদির জোট পাকা। তবুও বলছি আবার পরাজিত হবেন।"

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "যাদবপুরের মানুষকে প্রতারণা করা হচ্ছে। আমার পর ওখানে আসেন কবীর সুমন। তারপর সুগত বসু আসেন। শেষে আসেন মিমি চক্রবর্তী। 5 বছর পর সকলেই আউট। যাদবপুর কি গবেষণার জায়গা? তৃণমূলের প্রার্থী তালিকা ঠিক হয় নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে। প্রসঙ্গত, ব্রিগেডের সভা থেকে এবারের লোকসভা নির্বাচনের 42টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ এসেছেন অনেক নতুন মুখ ৷ বাদ পড়েছেন অনেকেই ৷ সেই তালিকা নিয়েই কটাক্ষ বিরোধী শিবিরের ৷

আরও পড়ুন

1. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের

2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন

3. 'জনগর্জন' সভা থেকে ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর

কলকাতা, 10 মার্চ: প্রথা ভেঙে ব্রিগেডের জনগর্জন সভায় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। সেই তালিকায় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছে বাংলার শাসক শিবির। বহরমপুর থেকে তৃণমূলের হয়ে লড়বেন তিনি। অন্যদিকে, ফের তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা । হুগলি থেকে তৃণমূলের হয়ে লড়বেন রচনা বন্দোপাধ্যায়। যাদবপুর থেকে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ। অপরদিকে বাদ পড়েছেন মিমি এবং নুসরত। কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "এখন তৃণমূলের পড়তি সময়। চারপাশে মোদি হাওয়া বইছে। তৃণমূল ভাবছে বড় চমক দিল কিন্তু এটা তেমন কিছুই না।" অপরদিকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "মানুষ তৃণমূলকে একটা ফুটবলের মত দেখে। তাতে নেতা-নেত্রী-দুষ্কৃতী-পুলিশ-প্রশাসন সব মিলেমিশে গিয়েছে। সেটা নিয়েই খেলা করে তৃণমূল। তৃণমূলের রাজনীতি অন্তঃসারশূন্য। তৃণমূল হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কদর্য আক্রমণ করেছে। হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে পশ্চিমবাংলায় ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আজ সেই তৃণমূল কংগ্রেসই উত্তর প্রদেশ থেকে লোক নিয়ে আসছে প্রার্থী করতে।"

অন্যদিকে, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং-কে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও পোস্ট করেছিলেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি বলেছিলেন নারীদের সম্মান করতে পারেননা পবন সিং। পরবর্তী সময়ে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করার পর একই অভিযোগ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। শত্রুঘ্ন সিনহার একটি সিনেমার ভিডিও এক্স হ্যান্ডেলে দিয়ে সেই একই অভিযোগ তুলেছেন দলের আইটি সেলের প্রধান।

কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, "বাংলার বাইরের ক্যান্ডিডেট দিয়ে ভোট ভাগ করে বিজেপির হাত শক্ত করছে তৃণমূল। গুজরাত থেকে ইউসুফ পাঠানকে বহরমপুরে নিয়ে আসতে হল। বাংলায় তৃণমূলের কেউ নেই ? রাজভবনের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মিটিংয়ে যখন বলেছেন কাজের থেকে গল্প বেশি করেছি তখনই বুঝেছিলাম আপনার আর মোদির জোট পাকা। তবুও বলছি আবার পরাজিত হবেন।"

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "যাদবপুরের মানুষকে প্রতারণা করা হচ্ছে। আমার পর ওখানে আসেন কবীর সুমন। তারপর সুগত বসু আসেন। শেষে আসেন মিমি চক্রবর্তী। 5 বছর পর সকলেই আউট। যাদবপুর কি গবেষণার জায়গা? তৃণমূলের প্রার্থী তালিকা ঠিক হয় নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে। প্রসঙ্গত, ব্রিগেডের সভা থেকে এবারের লোকসভা নির্বাচনের 42টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ এসেছেন অনেক নতুন মুখ ৷ বাদ পড়েছেন অনেকেই ৷ সেই তালিকা নিয়েই কটাক্ষ বিরোধী শিবিরের ৷

আরও পড়ুন

1. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের

2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন

3. 'জনগর্জন' সভা থেকে ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.