কলকাতা, 23 জুন: পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া রবিবার রাত 12টা থেকেই শুরু হয়ে যাচ্ছে ৷ অর্থাৎ, নিজের পছন্দমতো কলেজ ও কোর্স, ছাত্র-ছাত্রীরা বেছে নিতে পারবেন এদিন রাত থেকেই ৷ 12টার পর পোর্টালের পরিষেবা শুরু হয়ে যাবে ৷ এই আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইনে। আবেদন করতে লাগবে না কোনও টাকা। 7 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন সকল পরীক্ষার্থী। অর্থাৎ পড়ুয়ারা নিজেদের কলেজ এবং কোর্সকে বেছে নেওয়ার জন্য সময় পাবেন 25 দিন ।
- কীভাবে আবেদন করতে হবে এই পোর্টালে ?
প্রথমে banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wb.gov.in এ যেতে হবে। সেখানে 'Centralised Admission Portal' ট্যাবটি ক্লিক করতে হবে। অথবা সরাসরি wbcap.in গিয়ে নিজের পছন্দমতো কলেজ বা কোর্সের আবেদন করা যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ভর্তির জন্য দিতে হবে টাকা । এই আবেদনের পর 12 জুলাই মেধাতালিকা প্রকাশ হবে কোর্স এবং কলেজগুলোর। ওইদিন থেকেই আবার শুরু হবে ভর্তি প্রক্রিয়া, যা চলবে 18 জুলাই পর্যন্ত। তবে প্রথম ধাপে যাঁরা সুযোগ পাবেন না তাঁদের জন্য রয়েছে দ্বিতীয় ধাপের সুযোগ। সেই পরিষেবা 8 অগস্ট থেকে 17 অগস্ট পর্যন্ত পাবেন পড়ুয়ারা ৷ মেধাতালিকা প্রকাশ হবে 20 অগস্ট।
শুধুমাত্র বেশ কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয় এই পোর্টালের বাইরে। সেগুলি হল যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত এবং সংখ্যালঘু কলেজগুলো। তার সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য এবং সঙ্গীত নিয়ে কলেজ-কোর্সের প্রোগ্রামগুলি পোর্টালের বাইরে রয়েছে। যেহেতু এদের নিজস্বভাবে পরীক্ষা হয়, এই জন্যই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলি রাজ্য সরকারের এই পোর্টালের বাইরে। এছাড়াও বিদেশের কোনও পড়ুয়া এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন না। বরং তাদের Study in India পোর্টালের তালিকাভুক্ত হতে হবে।
তবে যদি কোনও পড়ুয়ার অ্যাডমিশন সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে ফোন করতে পারেন হেল্পলাইন নম্বর 1800-102-8014 -এ ৷ অথবা support@wbcap.in নিজেদের সমস্যা কথা তুলে ধরতে পারবেন ছাত্র-ছাত্রীরা।