ETV Bharat / state

আরজি কর করে দেব! বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে ধৃত - Rape Threat to Female Doctor

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 8:26 PM IST

Rape Threat to Female Doctor: বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়র বিরুদ্ধে৷ হাসপাতালের তরফে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ দীপক সিং নামে একজনকে গ্রেফতার ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

কলকাতা, 12 সেপ্টেম্বর: এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বাইপাসের ধারে কাদাপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে ৷ আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি ওই আত্মীয় দিয়েছেন বলে অভিযোগ ৷

এই নিয়ে এ দিন উত্তেজনা ছড়ায় ওই বেসরকারি হাসপাতালে ৷ সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে এই ঘটনার নিন্দা করা হয় ৷ এই নিয়ে ফুলবাগান থানায় তারা অভিযোগ দায়ের করা হয়েছে । তারা নতুন করে কোনও রোগী ভর্তি নেবে না বলেও জানায় । তবে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনার পর অবশেষে ফুলবাগান থানার পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দীপক সিং ।

সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার রাতে এক মহিলা শরীরে একাধিক সমস্যা নিয়ে ভর্তি হন । গতকাল রাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । অভিযোগ, সেই সময় কর্তব্যরত মহিলা চিকিৎসককে অনবরত অশালীন মন্তব্য করতে থাকেন রোগীর এক আত্মীয় । পরে বলা হয়, আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাই সংশ্লিষ্ট হাসপাতালে ঘটিয়ে দেওয়া হবে ।

সঙ্গে সঙ্গে চিকিৎসক সরাসরি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান । উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে হাসপাতালে গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয় । এরপরেই হাসপাতালের তরফ থেকে স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ থেকে বৃহস্পতিবাক সকালে গ্রেফতার করে ফুলবাগান থানার পুলিশ ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়ের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বাইপাসের ধারে কাদাপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে ৷ আরজি করের মতো ঘটনা ঘটানোর হুমকি ওই আত্মীয় দিয়েছেন বলে অভিযোগ ৷

এই নিয়ে এ দিন উত্তেজনা ছড়ায় ওই বেসরকারি হাসপাতালে ৷ সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের তরফ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয় ৷ সেখানে এই ঘটনার নিন্দা করা হয় ৷ এই নিয়ে ফুলবাগান থানায় তারা অভিযোগ দায়ের করা হয়েছে । তারা নতুন করে কোনও রোগী ভর্তি নেবে না বলেও জানায় । তবে মহিলা চিকিৎসককে হুমকির ঘটনার পর অবশেষে ফুলবাগান থানার পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দীপক সিং ।

সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার রাতে এক মহিলা শরীরে একাধিক সমস্যা নিয়ে ভর্তি হন । গতকাল রাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । অভিযোগ, সেই সময় কর্তব্যরত মহিলা চিকিৎসককে অনবরত অশালীন মন্তব্য করতে থাকেন রোগীর এক আত্মীয় । পরে বলা হয়, আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাই সংশ্লিষ্ট হাসপাতালে ঘটিয়ে দেওয়া হবে ।

সঙ্গে সঙ্গে চিকিৎসক সরাসরি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান । উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে হাসপাতালে গোটা বিষয়টি লিখিত আকারে জানানো হয় । এরপরেই হাসপাতালের তরফ থেকে স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ থেকে বৃহস্পতিবাক সকালে গ্রেফতার করে ফুলবাগান থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.