ETV Bharat / state

পিএসসি দুর্নীতিকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার সিজিও কমপ্লেক্সের অডিটর সহ এক - PSC Corruption Case - PSC CORRUPTION CASE

PSC Corruption Case: পিএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিআইডি'র হাতে গ্রেফতার হলেন সিজিও কমপ্লেক্সের অডিটর-সহ আরও এক ৷ শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর ৷

PSC Corruption Case
পিএসসি দুর্নীতিকাণ্ডের তদন্তে সিআইডি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 3:37 PM IST

কলকাতা, 14 জুন: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কাণ্ডে দু'জনকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের নাম শংকর বিশ্বাস ও পাপাই দাস। নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে সিআইডি'র গোয়েন্দারা। দু'জনকেই শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের এদিন আলিপুর পুলিশ আদালতে পেশ করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 11টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাসবুক-সহ বেশ কিছু নথিপত্র।

সিআইডি'র এক আধিকারিক জানান, এই ঘটনার তদন্তে নেমে প্রথমে সিআইডির আধিকারিকরা কল্যাণী থেকে শংকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সিজিও কমপ্লেক্সের প্রিন্সিপাল অ্যাকাউনটেন্ট জেনারেলের সিনিয়র অডিটর হিসেবে কাজ করতেন ধৃত শংকর বিশ্বাস। সিআইডি সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে কলকাতা পুলিশের আওতাধীন সার্ভে পার্ক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাকে গ্রেফতার করার পরেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে পাপাই দাস নামে এক ব্যক্তির কথা। পরে এদিন ভোরে পাপাই দাসকেও ধুবুলিয়া থেকে গ্রেফতার করে সিআইডি'র আধিকারিকরা।

সম্প্রতি রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তদন্তে নামে। সম্প্রতি এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন কিংবা এসএসসি নিয়োগ দুর্নীতির মামলাও সামনে এসেছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তদন্তে নেমে এই রাজ্যের একাধিক নেতাকে গ্রেফতার করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। জানা যায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল।

এছাড়াও এই দুর্নীতিতে একাধিক অভিযোগ সামনে এসেছে। কিন্তু গোটা ঘটনায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি'র হাতে ধৃত প্রিন্সিপাল অ্যাকাউনটেন্ট জেনারেলের সিনিয়র অডিটার শংকর বিশ্বাস কীভাবে যুক্ত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ পাশাপাশি তাঁর সঙ্গে আর কাদের যোগ ছিল সেই সকল বিষয়গুলি পরিষ্কার করার জন্য আজ শংকর বিশ্বাস এবং পাপাই দাসকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হবে বলে খবর। জানা গিয়েছে, তাঁদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে সিআইডি।

কলকাতা, 14 জুন: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কাণ্ডে দু'জনকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের নাম শংকর বিশ্বাস ও পাপাই দাস। নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে সিআইডি'র গোয়েন্দারা। দু'জনকেই শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের এদিন আলিপুর পুলিশ আদালতে পেশ করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 11টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাসবুক-সহ বেশ কিছু নথিপত্র।

সিআইডি'র এক আধিকারিক জানান, এই ঘটনার তদন্তে নেমে প্রথমে সিআইডির আধিকারিকরা কল্যাণী থেকে শংকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সিজিও কমপ্লেক্সের প্রিন্সিপাল অ্যাকাউনটেন্ট জেনারেলের সিনিয়র অডিটর হিসেবে কাজ করতেন ধৃত শংকর বিশ্বাস। সিআইডি সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে কলকাতা পুলিশের আওতাধীন সার্ভে পার্ক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাকে গ্রেফতার করার পরেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে পাপাই দাস নামে এক ব্যক্তির কথা। পরে এদিন ভোরে পাপাই দাসকেও ধুবুলিয়া থেকে গ্রেফতার করে সিআইডি'র আধিকারিকরা।

সম্প্রতি রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। এরপরই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তদন্তে নামে। সম্প্রতি এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন কিংবা এসএসসি নিয়োগ দুর্নীতির মামলাও সামনে এসেছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তদন্তে নেমে এই রাজ্যের একাধিক নেতাকে গ্রেফতার করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সামনে আসে। জানা যায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল।

এছাড়াও এই দুর্নীতিতে একাধিক অভিযোগ সামনে এসেছে। কিন্তু গোটা ঘটনায় রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি'র হাতে ধৃত প্রিন্সিপাল অ্যাকাউনটেন্ট জেনারেলের সিনিয়র অডিটার শংকর বিশ্বাস কীভাবে যুক্ত হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ পাশাপাশি তাঁর সঙ্গে আর কাদের যোগ ছিল সেই সকল বিষয়গুলি পরিষ্কার করার জন্য আজ শংকর বিশ্বাস এবং পাপাই দাসকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হবে বলে খবর। জানা গিয়েছে, তাঁদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে সিআইডি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.