ETV Bharat / state

আরজি করের মতো আপনার যদি হয়! নার্সকে হুমকি দিয়ে গ্রেফতার যুবক - Purulia Medical College - PURULIA MEDICAL COLLEGE

আরজি করের ঘটনার মতো আপনার যদি হয় ৷ এমনটাই মন্তব্য করে পুরুলিয়া মেডিক্যাল কলেজের কর্তব্যরত নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ গ্রেফতার এক ব্যক্তি ৷

Purulia Medical College
পুরুলিয়া মেডিক্যাল কলেজ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 2:08 PM IST

পুরুলিয়া, 5 অক্টোবর: আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার উদাহরণ টেনে নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ গ্রেফতার রোগীর পরিবারের এক সদস্য ৷ ধৃতের নাম সঞ্জয় দাসন্ডি । তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ঘাগরজুড়ি গ্রামে । ধৃতের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরুলিয়া মেডিক্যাল কলেজের কর্তব্যরত নার্সকে হুমকি দিয়ে বলেন, "আরজি করের ঘটনার মতো আপনার যদি হয় ৷"

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জ্বর হওয়ায় 14 বছরের কিশোরকে ভর্তি করতে হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুষদের ওয়ার্ডে ৷ ওই ওয়ার্ডে রোগীর সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও । সেই সময় ভর্তি সংক্রান্ত বিষয়ে দেরি হওয়ায় রোগীর পরিবারের সঙ্গে থাকা ওই ব্যক্তি সঞ্জয় দাসন্ডি কর্তব্যরত নার্সকে হুমকি দেন বলে অভিযোগ ৷ তিনি কর্তব্যরত নার্সের উদ্দেশ্যে মন্তব্য করেন, "আরজি করের ঘটনার মতো আপনার যদি হয় ৷"

এই ঘটনার পরেই ওই ওয়ার্ডে থাকা চারজন নার্স-সহ এক কর্মী এ বিষয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকমল বিষইয়ের কাছে লিখিত অভিযোগ করেন । তার প্রেক্ষিতে সুপার পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ জানান । সুকমল বিষইয়ের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হয় ৷ বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুরুলিয়া মেডিক্যাল কলেজের সুপার সুকমল বিষই বলেন, "নার্সরা আমার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন এক ব্যক্তি । তার ভিত্তিতেই আমি থানায় বিষয়টি জানিয়েছি ।"

উল্লেখ্য, এর আগে এরকমই ঘটনা ঘটেছিল মালদায় ৷ চেয়ার নিয়ে বিবাদের জেরে নার্সকে হুমকি দিয়ে আরজি করের ঘটনা মনে করানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ ঘটনাটি ঘটেছিল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে । শুধু হুমকিই নয়, নার্সকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করারও অভিযোগও উঠেছে ওই হাসপাতালে । অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছিল চাঁচল থানার পুলিশ ।

পুরুলিয়া, 5 অক্টোবর: আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার উদাহরণ টেনে নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ গ্রেফতার রোগীর পরিবারের এক সদস্য ৷ ধৃতের নাম সঞ্জয় দাসন্ডি । তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ঘাগরজুড়ি গ্রামে । ধৃতের বিরুদ্ধে অভিযোগ, তিনি পুরুলিয়া মেডিক্যাল কলেজের কর্তব্যরত নার্সকে হুমকি দিয়ে বলেন, "আরজি করের ঘটনার মতো আপনার যদি হয় ৷"

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জ্বর হওয়ায় 14 বছরের কিশোরকে ভর্তি করতে হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুষদের ওয়ার্ডে ৷ ওই ওয়ার্ডে রোগীর সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরাও । সেই সময় ভর্তি সংক্রান্ত বিষয়ে দেরি হওয়ায় রোগীর পরিবারের সঙ্গে থাকা ওই ব্যক্তি সঞ্জয় দাসন্ডি কর্তব্যরত নার্সকে হুমকি দেন বলে অভিযোগ ৷ তিনি কর্তব্যরত নার্সের উদ্দেশ্যে মন্তব্য করেন, "আরজি করের ঘটনার মতো আপনার যদি হয় ৷"

এই ঘটনার পরেই ওই ওয়ার্ডে থাকা চারজন নার্স-সহ এক কর্মী এ বিষয়ে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকমল বিষইয়ের কাছে লিখিত অভিযোগ করেন । তার প্রেক্ষিতে সুপার পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ জানান । সুকমল বিষইয়ের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হয় ৷ বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুরুলিয়া মেডিক্যাল কলেজের সুপার সুকমল বিষই বলেন, "নার্সরা আমার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন এক ব্যক্তি । তার ভিত্তিতেই আমি থানায় বিষয়টি জানিয়েছি ।"

উল্লেখ্য, এর আগে এরকমই ঘটনা ঘটেছিল মালদায় ৷ চেয়ার নিয়ে বিবাদের জেরে নার্সকে হুমকি দিয়ে আরজি করের ঘটনা মনে করানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল ৷ ঘটনাটি ঘটেছিল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে । শুধু হুমকিই নয়, নার্সকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করারও অভিযোগও উঠেছে ওই হাসপাতালে । অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছিল চাঁচল থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.