কোচবিহার, 2 জুলাই: কোচবিহারের বেসরকারি বাসে ডাকাতির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুণ্ডিবাড়ি থানার পুলিশ । ধৃতের নাম সুখদেব রায় । তাঁর বাড়ি কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার টাকাগাছ কারিশাল গ্রামে । পাশাপাশি ঘটনায় ব্যবহৃত বোলেরো গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেসরকারি বাসের চালকের কেবিনে ব্যাগের মধ্যে রুপোর বিস্কুট রাখা হয়েছিল । সম্ভবত সেগুলি নিতেই সোমবার সকালে কোচবিহারের ঘোকসাডাঙায় বেসরকারি বাসে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল । তবে শুধুমাত্র রুপোর বিস্কুট নয়, ব্যাগে আরও অন্যকিছু ছিল ৷ সেকারণেই দুষ্কৃতীরা এ ধরনের হামলা চালায় বলে অনুমান পুলিশের ।
কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, "ঘোকসাডাঙার ঘটনায় সুখদেব রায় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত সুখদেব রায়কে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে । এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সবটা পরিষ্কার হবে ।"
সোমবার সকালে কোচবিহারের ঘোকসাডাঙা এলাকায় নদিয়ার রানাঘাট থেকে আসা বেসরকারি বাসে উঠে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী । বাসে উঠে চালায় গুলিও । সেই গুলিতে কেউ আহত না হলেও দুষ্কৃতীদের কুড়ুলের আঘাতে বাসচালক জখম হন । এরপর চালকের কেবিনে থাকা একাধিক ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা ।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ফালাকাটা থেকে কয়েকজন যুবক মুখে মাস্ক পরা অবস্থায় বাসে ওঠে । এরপরই ঘোকসাডাঙ্গা এলাকা এলে তারা যাত্রীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং গুলি করতে শুরু করে ৷ এরপর চালকের কেবিনে থাকা একাধিক ব্যাগ নিয়ে দুষ্কৃতীরা বাস থেকে নেমে যায় । ঘটনা জানাজানি হতেই সেখানে আসেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ জেলার পুলিশ আধিকারিকরা । বিভিন্ন এলাকায় নাকা চেকিং করা হয় । এরপর টাকাগাছের গ্যারেজ থেকে ঘটনায় ব্যবহৃত গাড়ি এবং টাকাগাছ কারিশাল থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ।