ETV Bharat / state

বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবসে অবহেলার অভিযোগ রাজ্যের বনকর্মীদের - World Forest Ranger Day

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 9:11 PM IST

World Forest Ranger Day: বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবসে নিজেদের অবস্থার কথা তুলে ধরলেন রাজ্যের রেঞ্জার্সরা ৷ অভিযোগ করলেন, তাঁদের অবদানের সঠিক স্বীকৃতি পান না তাঁরা ৷ এমনকি প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয় না বলে অভিযোগ করেছেন বনকর্মীরা ৷ রাজ্য বনদফতরে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করার অভিযোগ ফরেস্ট রেঞ্জারদের

World Forest Ranger Day
বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবসে অবহেলার অভিযোগ রাজ্যের বনকর্মীদের ৷ (নিজস্ব চিত্র)

দার্জিলিং, 31 জুলাই: আজ বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবস ৷ 1992 সাল থেকে বিশ্বের সর্বত্র এই দিনটিতে ফরেস্ট রেঞ্জার দিবস হিসেবে পালন হয়ে আসছে ৷ 2007 সাল থেকে ভারতে এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে ৷ তবে, বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবস পালিত হলেও, বাস্তবে ফরেস্ট রেঞ্জারদের অবস্থা কেমন ? নিজেদের করুণ অবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা গেল রেঞ্জারদের ৷

বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবসে অবহেলার অভিযোগ রাজ্যের বনকর্মীদের ৷ (ইটিভি ভারত)

তাঁরা জানাচ্ছেন, বিদেশে ফরেস্ট রেঞ্জারদের উন্নত প্রশিক্ষণ ও উন্নত আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামগ্রী দিয়ে আরও দক্ষ করে তোলা হচ্ছে ৷ সেখানে রাজ্যের ফরেস্ট রেঞ্জারদের পরিস্থিতি ততটাই দুর্বিসহ ৷ অত্যাধুনিক সামগ্রী তো নেই, উলটে চোরাশিকার কিংবা পাচারকারীদের রুখতে অস্ত্র কিংবা পর্যাপ্ত গাড়ি পর্যন্ত নেই বলে অভিযোগ ৷ পাশাপাশি বন, বন্যপ্রাণী পাচার ও চোরাশিকার রুখতে ফরেস্ট রেঞ্জারদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় ৷ অনেক সময় বন্যপ্রাণী কিংবা পাচারকারী ও চোরাশিকারিদের আক্রমণে ফরেস্ট রেঞ্জাররা আহত হন ৷ কিছু ক্ষেত্রে প্রাণও হারাতে হয় তাঁদের ৷

এরাজ্যেই গত এক বছরে বন্যপ্রাণীর হামলায় গ্রামবাসীদের বাঁচাতে দু’জন বনকর্মীর মৃত্যু হয়েছে ৷ ন'জন আহত হয়েছেন ৷ কিন্তু, ওইসব ঘটনার পরে রেঞ্জারদের বীরত্বের জন্য কেন্দ্র বা রাজ্যের তরফে আলাদা কোনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ আর ফরেস্ট রেঞ্জার দিবসে সেই দাবিই তুললেন রাজ্যের ফরেস্ট রেঞ্জাররা ৷

এই বিষয়ে ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ কুমার মিশ্র বলেন, "সত্যি বলতে আমরা ভগবানের ভরসায় কাজ করি ৷ বিদেশে যেভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে ৷ সেখানে আমাদের রাজ্যে সেরকম কোনও ব্যবস্থাই নেই ৷ পাশাপাশি বীরত্বের জন্য আজ পর্যন্ত ফরেস্ট রেঞ্জার বা অন্য কোনও বন কর্মীদের পদক নেই ৷ আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই দুই বিষয়েই দাবি রেখেছি ৷"

রেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার ছেত্রী বলেন, "আমাদের রেঞ্জারদের উপযুক্ত সামগ্রী দেওয়া হয় না ৷ অনেক রেঞ্জার ও বন কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন ৷ যে কারণে আমরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে বা প্রাণ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা বন কর্মীদের জন্য, আলাদা পদক ও স্বীকৃতির দাবি রেখেছি ৷"

রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "সংগঠনের তরফে আমাদেরকেও আলাদা স্বীকৃতি ও পদকের দাবি জানানো হয়েছে ৷ এখন আলাদা কোনও পদক নেই ৷ বীরত্বের জন্য যে অন্যান্য পদক থাকে সেগুলিই দেওয়া হয় ৷ তবে, আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি তুলে ধরব ৷"

দার্জিলিং, 31 জুলাই: আজ বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবস ৷ 1992 সাল থেকে বিশ্বের সর্বত্র এই দিনটিতে ফরেস্ট রেঞ্জার দিবস হিসেবে পালন হয়ে আসছে ৷ 2007 সাল থেকে ভারতে এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে ৷ তবে, বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবস পালিত হলেও, বাস্তবে ফরেস্ট রেঞ্জারদের অবস্থা কেমন ? নিজেদের করুণ অবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা গেল রেঞ্জারদের ৷

বিশ্ব ফরেস্ট রেঞ্জার দিবসে অবহেলার অভিযোগ রাজ্যের বনকর্মীদের ৷ (ইটিভি ভারত)

তাঁরা জানাচ্ছেন, বিদেশে ফরেস্ট রেঞ্জারদের উন্নত প্রশিক্ষণ ও উন্নত আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামগ্রী দিয়ে আরও দক্ষ করে তোলা হচ্ছে ৷ সেখানে রাজ্যের ফরেস্ট রেঞ্জারদের পরিস্থিতি ততটাই দুর্বিসহ ৷ অত্যাধুনিক সামগ্রী তো নেই, উলটে চোরাশিকার কিংবা পাচারকারীদের রুখতে অস্ত্র কিংবা পর্যাপ্ত গাড়ি পর্যন্ত নেই বলে অভিযোগ ৷ পাশাপাশি বন, বন্যপ্রাণী পাচার ও চোরাশিকার রুখতে ফরেস্ট রেঞ্জারদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় ৷ অনেক সময় বন্যপ্রাণী কিংবা পাচারকারী ও চোরাশিকারিদের আক্রমণে ফরেস্ট রেঞ্জাররা আহত হন ৷ কিছু ক্ষেত্রে প্রাণও হারাতে হয় তাঁদের ৷

এরাজ্যেই গত এক বছরে বন্যপ্রাণীর হামলায় গ্রামবাসীদের বাঁচাতে দু’জন বনকর্মীর মৃত্যু হয়েছে ৷ ন'জন আহত হয়েছেন ৷ কিন্তু, ওইসব ঘটনার পরে রেঞ্জারদের বীরত্বের জন্য কেন্দ্র বা রাজ্যের তরফে আলাদা কোনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ আর ফরেস্ট রেঞ্জার দিবসে সেই দাবিই তুললেন রাজ্যের ফরেস্ট রেঞ্জাররা ৷

এই বিষয়ে ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ কুমার মিশ্র বলেন, "সত্যি বলতে আমরা ভগবানের ভরসায় কাজ করি ৷ বিদেশে যেভাবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে ৷ সেখানে আমাদের রাজ্যে সেরকম কোনও ব্যবস্থাই নেই ৷ পাশাপাশি বীরত্বের জন্য আজ পর্যন্ত ফরেস্ট রেঞ্জার বা অন্য কোনও বন কর্মীদের পদক নেই ৷ আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই দুই বিষয়েই দাবি রেখেছি ৷"

রেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার ছেত্রী বলেন, "আমাদের রেঞ্জারদের উপযুক্ত সামগ্রী দেওয়া হয় না ৷ অনেক রেঞ্জার ও বন কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন ৷ যে কারণে আমরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে বা প্রাণ দিয়ে নিজেদের দায়িত্ব পালন করা বন কর্মীদের জন্য, আলাদা পদক ও স্বীকৃতির দাবি রেখেছি ৷"

রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, "সংগঠনের তরফে আমাদেরকেও আলাদা স্বীকৃতি ও পদকের দাবি জানানো হয়েছে ৷ এখন আলাদা কোনও পদক নেই ৷ বীরত্বের জন্য যে অন্যান্য পদক থাকে সেগুলিই দেওয়া হয় ৷ তবে, আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি তুলে ধরব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.