ETV Bharat / state

তান্ত্রিক সন্দেহে বৃদ্ধকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ, মালদায় উদ্ধার ঝুলন্ত দেহ - Hanging Body Recovered at Malda - HANGING BODY RECOVERED AT MALDA

Hanging Body Recovered at Malda: মধ্যযুগীয় বর্বরতার ছবি মালদায় ৷ তান্ত্রিক সন্দেহে বৃদ্ধকে মানুষের মলমূত্র খাওয়ানোর অভিযোগ উঠল ৷ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 8:10 PM IST

তান্ত্রিক সন্দেহে বৃদ্ধকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ

মালদা, 5 এপ্রিল: মধ্যযুগীয় বর্বরতা ! তন্ত্রসাধনা করেন, এই সন্দেহে এক বৃদ্ধকে মলমূত্র খাইয়েছিলেন গ্রামবাসীদের একাংশ ৷ তাতেও ক্ষান্ত হননি তাঁরা ৷ তারপরেও চলত হুমকি ৷ গতকাল বাড়ির পাশে একটি ছোট গাছে ওই বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা ৷ 10 জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী ৷ যদিও পুলিশ এখনও পর্যন্ত কারওকে গ্রেফতার করেনি ৷ এখনও পর্যন্ত ঘটনার তদন্তে গ্রামেও যায়নি ৷ পুলিশের এই ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন ৷

ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ায় ৷ মৃত বৃদ্ধের নাম জয়দেব বর্মন ৷ বয়স 60 বছর ৷ পেশায় কৃষক ৷ বাড়িতে স্ত্রী ছবিরানি বর্মন ছাড়াও রয়েছেন তিন মেয়ে ৷ বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ আগামী 18 এপ্রিল মেজো মেয়ের বিয়ের দিন ঠিক ছিল ৷ কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন ৷

বর্মন পরিবারের অভিযোগ, বছর দুয়েক ধরেই জয়দেবকে তান্ত্রিক বলে সন্দেহ করতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ ৷ 2022 সালেও এ নিয়ে গ্রামে ঝামেলা বাঁধে ৷ জয়দেবকে মারধরও করা হয়েছিল ৷ সেই সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ কিন্তু গ্রামের একটি মেয়ের অসুস্থতায় সম্প্রতি ফের মাথাচাড়া দেয় স্থানীয়দের কুসংস্কার ৷ কৌশলে চাউর করে দেওয়া হয়, জয়দেব তান্ত্রিক ৷ যে কারও ভালো কিংবা খারাপ করতে পারেন তিনি ৷

জয়দেবের ছোট মেয়ে পুরবী বর্মন বলেন, “26 মার্চ, মঙ্গলবার গ্রামের একটি মেয়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায় ৷ সে বলেছিল, তার অসুস্থতার জন্য নাকি আমার বাবা আর দিদি দায়ী ৷ আমার বাবা আর দিদি নাকি তন্ত্রবিদ্যা করে মেয়েগুলোকে অসুস্থ করে দিচ্ছে ৷ 2022 সালেও এমন ঘটনা ঘটেছিল ৷ সে বার আমরা গোটা ঘটনাটি চাঁচল থানায় জানিয়েছিলাম ৷ পুলিশ মীমাংসাও করে দেয় ৷ বলেছিল, আর কিছু হবে না ৷ কিন্তু গত 26 মার্চ ফের একই ঘটনা ঘটে ৷ সে দিন বাবাকে গ্রামের মানুষজন বাড়ি থেকে বের করে নিয়ে যায় ৷ ওরা বাবাকে মল-মূত্র খাওয়ায় ৷ এতে বাবা ভেঙে পড়েন ৷ সেখান থেকে বাড়ি চলে আসে ৷ ওরা ফের বাবাকে নিয়ে যায় ৷ ওরা বাবার সঙ্গে কী করেছে আমরা জানি না ৷ গতকাল বাড়ির পাশের গাছে বাবার ঝুলন্ত দেহ দেখি ৷ বাবা কখনও আত্মহত্যা করতে পারে না ৷ উলটে বাবাই আমাদের সবসময় পজিটিভ থাকতে বলত ৷ আর যে গাছে দেহ ঝুলছিল, তাতে কখনও আত্মহত্যা করা যেত না ৷ বাবা তো চলে গেল ৷ আমাদের এ বার কে খাওয়াবে ? প্রধান বা পঞ্চায়েত সদস্য আমাদের পাশে থাকেনি ৷ সামনে আমার দিদির বিয়ে ৷ কিন্তু এখন বিয়ে কে দেবে ? বাবাকে ওরা তো নিয়েই নিল ৷ এখন ভয় হচ্ছে, মা, কাকা, আমাদের কী হবে ? ওরা আমাদের হুমকি দিচ্ছে ৷ বাড়িঘর জ্বালিয়ে দেবে বলছে ৷ গতকাল রাতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

জয়দেবের মুখাগ্নি করেছেন ভাইপো বিশ্বজিৎ বর্মন ৷ তিনি বলেন, “গতকাল ভোর পাঁচটায় কাকিমার কান্না শুনতে পাই ৷ দৌড়ে এসে দেখি, বাড়ির পাশের একটা ছোট গাছে কাকু ঝুলছে ৷ যা মেনে নেওয়া যায় না ৷ অতটুকু গাছে কেউ আত্মহত্যা করতে পারে না ৷ গ্রামবাসীরা এখন আমাদেরও হুমকি দিচ্ছে ৷ কাকু নাকি তন্ত্রবিদ্যা জানত ৷ এ সব সম্পূর্ণ ভুল ৷ সম্প্রতি গ্রামের একটি মেয়ের জ্বর হয়েছিল ৷ গ্রামবাসীরা কাকুকে নিয়ে ওর কাছে গেলে সে আর কথা বলেনি ৷ সে নাকি বোবা হয়ে যায় ৷ কাকু নাকি তন্ত্রবিদ্যা দিয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছে ৷ মেয়েটি লিখে জানায়, কাকুকে মানুষের মলমূত্র খাওয়ানো হলে ও নাকি ঠিক হয়ে যাবে ৷ মারের ভয়ে কাকু বাধ্য হয়ে সে সব খায় ৷ কাকুর এক শ্যালক কীর্তন শুনতে এসেছিল ৷ তাকেও গ্রামবাসীরা তান্ত্রিক সন্দেহ করে বেধড়ক মারে ৷ শেষ পর্যন্ত গ্রামের সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় পুলিশ তাকে উদ্ধার করে ৷ নইলে ওকে মেরেই ফেলত ৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে ৷ তবে অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক ৷ তাদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷ আজই পুলিশ ওই গ্রামে তদন্তে যাবে ৷

আরও পড়ুন:

  1. হাতের শিরা কাটা অবস্থায় মা ও 2 শিশুর দেহ উদ্ধার, পণের দাবিতে ব্ল্যাক ম্যাজিক স্বামীর ?
  2. বউদির দেহ খণ্ড করে বস্তায় ভরে নীলাঞ্জন, তা সাইকেলে চাপিয়ে আনে ওয়াটগঞ্জ
  3. দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টায় চলল গুলি, গড়িয়ায় গ্রেফতার 1

তান্ত্রিক সন্দেহে বৃদ্ধকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ

মালদা, 5 এপ্রিল: মধ্যযুগীয় বর্বরতা ! তন্ত্রসাধনা করেন, এই সন্দেহে এক বৃদ্ধকে মলমূত্র খাইয়েছিলেন গ্রামবাসীদের একাংশ ৷ তাতেও ক্ষান্ত হননি তাঁরা ৷ তারপরেও চলত হুমকি ৷ গতকাল বাড়ির পাশে একটি ছোট গাছে ওই বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা ৷ 10 জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী ৷ যদিও পুলিশ এখনও পর্যন্ত কারওকে গ্রেফতার করেনি ৷ এখনও পর্যন্ত ঘটনার তদন্তে গ্রামেও যায়নি ৷ পুলিশের এই ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন ৷

ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ায় ৷ মৃত বৃদ্ধের নাম জয়দেব বর্মন ৷ বয়স 60 বছর ৷ পেশায় কৃষক ৷ বাড়িতে স্ত্রী ছবিরানি বর্মন ছাড়াও রয়েছেন তিন মেয়ে ৷ বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ আগামী 18 এপ্রিল মেজো মেয়ের বিয়ের দিন ঠিক ছিল ৷ কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন ৷

বর্মন পরিবারের অভিযোগ, বছর দুয়েক ধরেই জয়দেবকে তান্ত্রিক বলে সন্দেহ করতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ ৷ 2022 সালেও এ নিয়ে গ্রামে ঝামেলা বাঁধে ৷ জয়দেবকে মারধরও করা হয়েছিল ৷ সেই সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ কিন্তু গ্রামের একটি মেয়ের অসুস্থতায় সম্প্রতি ফের মাথাচাড়া দেয় স্থানীয়দের কুসংস্কার ৷ কৌশলে চাউর করে দেওয়া হয়, জয়দেব তান্ত্রিক ৷ যে কারও ভালো কিংবা খারাপ করতে পারেন তিনি ৷

জয়দেবের ছোট মেয়ে পুরবী বর্মন বলেন, “26 মার্চ, মঙ্গলবার গ্রামের একটি মেয়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যায় ৷ সে বলেছিল, তার অসুস্থতার জন্য নাকি আমার বাবা আর দিদি দায়ী ৷ আমার বাবা আর দিদি নাকি তন্ত্রবিদ্যা করে মেয়েগুলোকে অসুস্থ করে দিচ্ছে ৷ 2022 সালেও এমন ঘটনা ঘটেছিল ৷ সে বার আমরা গোটা ঘটনাটি চাঁচল থানায় জানিয়েছিলাম ৷ পুলিশ মীমাংসাও করে দেয় ৷ বলেছিল, আর কিছু হবে না ৷ কিন্তু গত 26 মার্চ ফের একই ঘটনা ঘটে ৷ সে দিন বাবাকে গ্রামের মানুষজন বাড়ি থেকে বের করে নিয়ে যায় ৷ ওরা বাবাকে মল-মূত্র খাওয়ায় ৷ এতে বাবা ভেঙে পড়েন ৷ সেখান থেকে বাড়ি চলে আসে ৷ ওরা ফের বাবাকে নিয়ে যায় ৷ ওরা বাবার সঙ্গে কী করেছে আমরা জানি না ৷ গতকাল বাড়ির পাশের গাছে বাবার ঝুলন্ত দেহ দেখি ৷ বাবা কখনও আত্মহত্যা করতে পারে না ৷ উলটে বাবাই আমাদের সবসময় পজিটিভ থাকতে বলত ৷ আর যে গাছে দেহ ঝুলছিল, তাতে কখনও আত্মহত্যা করা যেত না ৷ বাবা তো চলে গেল ৷ আমাদের এ বার কে খাওয়াবে ? প্রধান বা পঞ্চায়েত সদস্য আমাদের পাশে থাকেনি ৷ সামনে আমার দিদির বিয়ে ৷ কিন্তু এখন বিয়ে কে দেবে ? বাবাকে ওরা তো নিয়েই নিল ৷ এখন ভয় হচ্ছে, মা, কাকা, আমাদের কী হবে ? ওরা আমাদের হুমকি দিচ্ছে ৷ বাড়িঘর জ্বালিয়ে দেবে বলছে ৷ গতকাল রাতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

জয়দেবের মুখাগ্নি করেছেন ভাইপো বিশ্বজিৎ বর্মন ৷ তিনি বলেন, “গতকাল ভোর পাঁচটায় কাকিমার কান্না শুনতে পাই ৷ দৌড়ে এসে দেখি, বাড়ির পাশের একটা ছোট গাছে কাকু ঝুলছে ৷ যা মেনে নেওয়া যায় না ৷ অতটুকু গাছে কেউ আত্মহত্যা করতে পারে না ৷ গ্রামবাসীরা এখন আমাদেরও হুমকি দিচ্ছে ৷ কাকু নাকি তন্ত্রবিদ্যা জানত ৷ এ সব সম্পূর্ণ ভুল ৷ সম্প্রতি গ্রামের একটি মেয়ের জ্বর হয়েছিল ৷ গ্রামবাসীরা কাকুকে নিয়ে ওর কাছে গেলে সে আর কথা বলেনি ৷ সে নাকি বোবা হয়ে যায় ৷ কাকু নাকি তন্ত্রবিদ্যা দিয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছে ৷ মেয়েটি লিখে জানায়, কাকুকে মানুষের মলমূত্র খাওয়ানো হলে ও নাকি ঠিক হয়ে যাবে ৷ মারের ভয়ে কাকু বাধ্য হয়ে সে সব খায় ৷ কাকুর এক শ্যালক কীর্তন শুনতে এসেছিল ৷ তাকেও গ্রামবাসীরা তান্ত্রিক সন্দেহ করে বেধড়ক মারে ৷ শেষ পর্যন্ত গ্রামের সিভিক ভলান্টিয়ারদের তৎপরতায় পুলিশ তাকে উদ্ধার করে ৷ নইলে ওকে মেরেই ফেলত ৷”

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু হয়েছে ৷ তবে অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক ৷ তাদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে ৷ আজই পুলিশ ওই গ্রামে তদন্তে যাবে ৷

আরও পড়ুন:

  1. হাতের শিরা কাটা অবস্থায় মা ও 2 শিশুর দেহ উদ্ধার, পণের দাবিতে ব্ল্যাক ম্যাজিক স্বামীর ?
  2. বউদির দেহ খণ্ড করে বস্তায় ভরে নীলাঞ্জন, তা সাইকেলে চাপিয়ে আনে ওয়াটগঞ্জ
  3. দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টায় চলল গুলি, গড়িয়ায় গ্রেফতার 1
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.