ETV Bharat / state

উপাচার্য অফিসে ঢুকলেও কর্মীদের বিক্ষোভ অব্যাহত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে - Panchanan Barma University - PANCHANAN BARMA UNIVERSITY

Panchanan Barma University: তালা দেওয়া থাকায় গতকাল অফিসে ঢুকতে না-পারলেও আজ দরজা খোলা ছিল ৷ ঘরে ঢুকলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ তবে কর্মীদের বিক্ষোভ এখনও চলছে ৷ ফলে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কাজকর্ম ৷

ETV BHARAT
বিক্ষোভ অব্যাহত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 8:02 PM IST

কোচবিহার, 3 জুলাই: মঙ্গলবারের পর বুধবারও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে জটিলতা অব্যাহত । গতকাল অন্য একটি তালা ঝোলানো দেখে অফিসে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলচন্দ্র রায় ৷ তবে বুধবার তিনি এসে দেখেন অফিসের তালা খোলা । কারা খুলল, তিনি কিছুই জানেন না । বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি ৷ এদিকে, এখনও অশিক্ষক কর্মীদের বিক্ষোভ অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে কাজকর্ম ৷

বিক্ষোভ অব্যাহত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে (নিজস্ব ভিডিয়ো)

উপচার্য নিখিলচন্দ্র রায় বুধবার বলেন, "জানি না কে বা কারা তালা খুলেছে । খোঁজ নিয়ে দেখব অফিসে নথিপত্র সব ঠিক আছে, নাকি কিছু হারিয়েছে । যদি কিছু মিসিং থাকে তাহলে অবশ্যই পুলিশে অভিযোগ জানাব ।" এদিকে গতকালের মতো বুধবারও সাসপেন্ডেড রেজিস্ট্রার অফিসে ঢোকেন ।

এদিকে, উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে আজও ধরনায় বসেন অশিক্ষক কর্মীরা । বিভিন্ন দাবিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কর্মবিরতি চলছে দু'দিন ধরে । ফলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম ব্যাহত হচ্ছে । কেউ টাকা জমা দিতে পারছেন না, আবার কেউ থিসিস পেপার জমা দিতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন । কেউ এসেছেন মাইগ্রেশন সার্টিফিকেট নিতে । আবার কেউ স্নাতকোত্তর পাশের সার্টিফিকেট নিতে এসেছেন । কিন্তু যাঁরা এইসব কাজ করবেন, সেই কর্মীরাই কর্মবিরতিতে । ফলে হয়রানি বাড়ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজে আসা ছাত্রছাত্রী থেকে প্রাক্তনীদের ।

ফালাকাটা থেকে থিসিস পেপার জমা দিতে এসেছেন সোমা বারুই । এদিন তিনি বলেন, "থিসিস পেপার জমা নেওয়ার কেউ নেই । বসে আছি ।" সেলিমা পারভিন নামে এক প্রাক্তনী জানান, তিনি স্নাতকোত্তরের সার্টিফিকেট নিতে এসেছিলেন । কিন্তু কর্মীরা কর্মবিরতিতে । তাই নিতে পারছেন না । তাঁকে জানানো হয়েছে যে, আপাতত বিশ্ববিদ্যালয়ের অফিসে কোনও কাজ হবে না ৷

এদিকে, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কোচবিহার জেলা সভাপতি জ্যোতির্ময় ভৌমিক বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি মানছে না । তাই এই কর্মবিরতি ।" তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে যে, পঠনপাঠন স্বাভাবিক চলছে ।

কোচবিহার, 3 জুলাই: মঙ্গলবারের পর বুধবারও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে জটিলতা অব্যাহত । গতকাল অন্য একটি তালা ঝোলানো দেখে অফিসে ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিখিলচন্দ্র রায় ৷ তবে বুধবার তিনি এসে দেখেন অফিসের তালা খোলা । কারা খুলল, তিনি কিছুই জানেন না । বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি ৷ এদিকে, এখনও অশিক্ষক কর্মীদের বিক্ষোভ অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে কাজকর্ম ৷

বিক্ষোভ অব্যাহত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে (নিজস্ব ভিডিয়ো)

উপচার্য নিখিলচন্দ্র রায় বুধবার বলেন, "জানি না কে বা কারা তালা খুলেছে । খোঁজ নিয়ে দেখব অফিসে নথিপত্র সব ঠিক আছে, নাকি কিছু হারিয়েছে । যদি কিছু মিসিং থাকে তাহলে অবশ্যই পুলিশে অভিযোগ জানাব ।" এদিকে গতকালের মতো বুধবারও সাসপেন্ডেড রেজিস্ট্রার অফিসে ঢোকেন ।

এদিকে, উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে আজও ধরনায় বসেন অশিক্ষক কর্মীরা । বিভিন্ন দাবিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কর্মবিরতি চলছে দু'দিন ধরে । ফলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম ব্যাহত হচ্ছে । কেউ টাকা জমা দিতে পারছেন না, আবার কেউ থিসিস পেপার জমা দিতে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন । কেউ এসেছেন মাইগ্রেশন সার্টিফিকেট নিতে । আবার কেউ স্নাতকোত্তর পাশের সার্টিফিকেট নিতে এসেছেন । কিন্তু যাঁরা এইসব কাজ করবেন, সেই কর্মীরাই কর্মবিরতিতে । ফলে হয়রানি বাড়ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজে আসা ছাত্রছাত্রী থেকে প্রাক্তনীদের ।

ফালাকাটা থেকে থিসিস পেপার জমা দিতে এসেছেন সোমা বারুই । এদিন তিনি বলেন, "থিসিস পেপার জমা নেওয়ার কেউ নেই । বসে আছি ।" সেলিমা পারভিন নামে এক প্রাক্তনী জানান, তিনি স্নাতকোত্তরের সার্টিফিকেট নিতে এসেছিলেন । কিন্তু কর্মীরা কর্মবিরতিতে । তাই নিতে পারছেন না । তাঁকে জানানো হয়েছে যে, আপাতত বিশ্ববিদ্যালয়ের অফিসে কোনও কাজ হবে না ৷

এদিকে, তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কোচবিহার জেলা সভাপতি জ্যোতির্ময় ভৌমিক বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবি মানছে না । তাই এই কর্মবিরতি ।" তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে যে, পঠনপাঠন স্বাভাবিক চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.