কলকাতা, 1 মে: রাজ্যে চলছে লোকসভা নির্বাচন ৷ সেই কারণে লাগু রয়েছে নির্বাচনী আচরণ বিধি । আর সেই বিধির গেরোয় কপালে হাত কলকাতার সম্পত্তি করদাতাদের । সম্পত্তির কর দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা বাড়তি ছাড় পেতেন । অন্যদিকে, মূল বকেয়া করের উপর জরিমানা ও পেনাল্টি যে ছাড় মিলত করদাতাদের, সেটাও আপাতত ভোট চলাকালীন বন্ধ থাকছে বলেই খবর কলকাতা কর্পোরেশন সূত্রে ।
ফলে এই আর্থিক বছরে যারা এই বাড়তি সুযোগ পেতে কর জমা করেন তাদের মাথায় হাত । আইন থাকলেও এমন সুযোগ এই ভোট পর্বে দিতে পারছে না বলেই জানাচ্ছে পৌরনিগম কর্তৃপক্ষ । কলকাতা কর্পোরেশন সম্পত্তি কর মূল্যায়ন দফতরের নিয়ম আছে ৷ মেয়রের কাছে আবেদন করলে বকেয়া করের উপর যে সুদ নেওয়া হয় তার 50 শতাংশ ও পেনাল্টির 99 শতাংশ ছাড় দেওয়া হয় করদাতাদের ।
আর গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রবীণ নাগরিক ও সেনাকর্মীদের ক্ষেত্রে মূল করের উপর 10 শতাংশ ছাড় মিলত । এই ছাড় পরিবার অনুমোদনের ভিত্তিতে টানা তিন বছর করে পাওয়া যাবে । যদিও চলতি মাস থেকে বকেয়া কর মেটানোর ক্ষেত্রে নয়া নিয়ম চালু করার কথা থাকলেও সেটা হয়নি । যার মূল বিষয় হল যত বেশি সময় কর বকেয়া থাকবে, সুদ ও পেনাল্টির উপর ছাড় তত কম হবে ।
এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের এক কর্তা জানান, যে প্রকল্প চালু আছে সেটা চালু থাকবে । কিন্তু ভোট চলাকালীন নতুন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা যাবে না । তেমন ঘটলে সেটা নির্বাচনী বিধি লঙ্ঘনের সমান । ফলে বিরাট পরিমাণ বকেয়া করদাতাদের আবেদন টেবিলে পরে থাকলেও আপাতত কিছু করতে পারছে না কর্তৃপক্ষ ।
আরও পড়ুন :