লাভপুর, 30 অক্টোবর: বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটির বৈঠক ডাকার প্রস্তাব দিলেন তৃণমূল বিধায়ক ৷ বুধবার অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বক্তব্য পেশ করতে গিয়ে এই প্রস্তাব দেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। তবে 17 অক্টোবর থেকে 30 অক্টোবর বীরভূমের প্রতি ব্লকেই হল বিজয়া সম্মিলনী ৷ একটি মঞ্চেও কাজল-কেষ্টকে এক সঙ্গে দেখা গেল না ৷ 2 বছর পর অনুব্রত জেলায় ফিরতেই রাজনৈতিক সমীকরণ যে বদলে গিয়েছে তা বলাই বাহুল্য ৷
অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দলের বীরভূম জেলার সাংগঠনিক রাশ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটির হাতে ৷ গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর অনুব্রত জেলায় ফেরেন ৷ অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো কোর কমিটি ভেঙে দেওয়া হবে ৷ কিন্তু, দেখা গেল 6 সদস্যের কোর কমিটি রয়েছে।
কোর কমিটিতে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য নন ৷ যদিও, তিনি আগেই ঘোষণা করেছেন কালীপুজোর পর কোর কমিটির বৈঠক ডাকবেন।
এদিন শেষ বিজয়া সম্মিলনী ছিল বীরভূমের লাভপুরে। সেখানে দেখা গেল কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছাড়া অনুব্রতর সঙ্গে কোর কমিটির বাকি 5 জনই উপস্থিত ছিলেন ৷ যদিও, বিজয়া সম্মিলনীর মঞ্চের সামনে অনুব্রত-সহ কোর কমিটির 6 সদস্যের ছবি দেওয়া ব্যানার লাগানো ছিল ৷ তবে কোন মঞ্চেই কাজল-কেষ্টকে এক সঙ্গে দেখা গেল না ৷
এদিন, অনুব্রতর নেতৃত্বেই কোর কমিটি পরিচালনা প্রস্তাব দেন লাভপুরের বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ। বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, "জেলা সভাপতি ও কোর কমিটি এক সঙ্গে দল পরিচালনা করুন ৷ যেখানে যা বিভ্রান্তি এখানে শেষ হোক ৷ কোর কমিটির আহ্বায়ক বিকাশ'দাকে অনুরোধ করব কেষ্ট'দার নেতৃত্বে কোর কমিটি একসঙ্গে বসে আগামিদিনে বীরভূম কীভাবে পরিচালনা করা হবে সেটা স্থির হোক ৷ আলোচনা হোক ৷"
পরে অনুব্রত মণ্ডল বলেন, "রাণা (অভিজিৎ সিংহ) যেটা বলল, ভালো লাগল ৷ বিকাশ'দাকে বলব জেলা মিটিং ডাকার আগে কোর কমিটির মিটিং ডাকতে ৷ সেই মিটিংয়ে থেকে যা কর্মসূচি নেব তা শীর্ষ নেতাদের জানিয়ে দেব ৷ তারপর সিদ্ধান্ত নেব ৷ আমরা সবাইকে নিয়ে চলতে চাই। মানুষের জন্য কাজ করতে চাই।"