ETV Bharat / state

নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই প্রধান প্রশাসনিক ভবনে মুখ্যমন্ত্রী - Nabanna Security

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 2:07 PM IST

Updated : Aug 27, 2024, 2:52 PM IST

Nabanna Security Tightened amid Student Movement: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযান হয় ৷ সেই অভিযানের জন্য সকাল থেকে নবান্নের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয় ৷ তার মধ্যেও নবান্নে গিয়ে স্বাভাবিক নিয়মে প্রশাসনিক কাজ সেরেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Nabanna Security Tightened amid Student Movement
নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেই প্রধান প্রশাসনিক ভবনে মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

কলকাতা, 27 অগস্ট: নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ । মঙ্গলবার সকাল 8টা থেকেই নবান্ন ও তার সংযোগকারী সমস্ত রাস্তা ছিল পুলিশের দখলে । এর মধ্যেই এ দিন পৌনে 11টা নাগাদ নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর অন্যান্যদিনের মতো স্বাভাবিক নিয়মেই প্রশাসনিক কাজ সেরেছেন তিনি ৷

উল্লেখ্য, এ দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় । আর সেই নবান্ন অভিযানকে ব্যর্থ করতে তৎপর ছিল পুলিশ । তাই স্বয়ং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নেতৃত্বে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করা হয় রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসনিক ভবনের ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

ছাত্র সমাজের মূল কর্মসূচি শুরু হয় দুপুর 1টা নাগাদ ৷ তবে নবান্নকে সুরক্ষিত করার প্রয়াস দেখা গিয়েছে সকাল থেকেই । ইতিমধ্যেই রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই নবান্ন অভিযান বেআইনি । কিন্তু তার পরও নবান্নতে সুরক্ষিত রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন করা হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স । প্রস্তুত রাখা হয় কাঁদানে গ্যাসের শেল । দুর্গের মতো ঘিরে ফেলা হয় নবান্নের চারপাশ ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)
Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

নবান্ন এলাকায় পাঁচশোরও বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে । ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি, যাতে অযাচিত কোনও ব্যক্তি কোনোভাবেই প্রবেশ করতে না পারে । এ দিন নবান্নের দিকে আসার চেষ্টা হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বৈধ আই কার্ড ছাড়া নবান্ন অভিমুখে কাউকেই ছাড়া হচ্ছে না । নবান্ন ও আশেপাশে 163 ধারা জারি রয়েছে ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । বৈধ কারণ দেখাতে পারলে তবেই মিলছে প্রবেশের অনুমতি । এমনকি নবান্নে আসে কর্মীদের তিন দফায় পরিচয়পত্র দেখে, ব্যাগ পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হয় ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 অগস্ট: নবান্ন যেন দুর্ভেদ্য দুর্গ । মঙ্গলবার সকাল 8টা থেকেই নবান্ন ও তার সংযোগকারী সমস্ত রাস্তা ছিল পুলিশের দখলে । এর মধ্যেই এ দিন পৌনে 11টা নাগাদ নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর অন্যান্যদিনের মতো স্বাভাবিক নিয়মেই প্রশাসনিক কাজ সেরেছেন তিনি ৷

উল্লেখ্য, এ দিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় । আর সেই নবান্ন অভিযানকে ব্যর্থ করতে তৎপর ছিল পুলিশ । তাই স্বয়ং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের নেতৃত্বে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করা হয় রাজ্য প্রশাসনের প্রধান প্রশাসনিক ভবনের ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

ছাত্র সমাজের মূল কর্মসূচি শুরু হয় দুপুর 1টা নাগাদ ৷ তবে নবান্নকে সুরক্ষিত করার প্রয়াস দেখা গিয়েছে সকাল থেকেই । ইতিমধ্যেই রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই নবান্ন অভিযান বেআইনি । কিন্তু তার পরও নবান্নতে সুরক্ষিত রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন করা হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স । প্রস্তুত রাখা হয় কাঁদানে গ্যাসের শেল । দুর্গের মতো ঘিরে ফেলা হয় নবান্নের চারপাশ ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)
Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

নবান্ন এলাকায় পাঁচশোরও বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে । ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি, যাতে অযাচিত কোনও ব্যক্তি কোনোভাবেই প্রবেশ করতে না পারে । এ দিন নবান্নের দিকে আসার চেষ্টা হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বৈধ আই কার্ড ছাড়া নবান্ন অভিমুখে কাউকেই ছাড়া হচ্ছে না । নবান্ন ও আশেপাশে 163 ধারা জারি রয়েছে ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)

নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না । বৈধ কারণ দেখাতে পারলে তবেই মিলছে প্রবেশের অনুমতি । এমনকি নবান্নে আসে কর্মীদের তিন দফায় পরিচয়পত্র দেখে, ব্যাগ পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হয় ।

Nabanna Security
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযান ঘিরে নবান্নে কড়া নিরাপত্তা (নিজস্ব চিত্র)
Last Updated : Aug 27, 2024, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.