ETV Bharat / state

সেলিম ফ্যাক্টরে কি নবাবের শহরে কুর্সি টলমল শাসকের? নাকি ফুটবে পদ্ম ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Murshidabad constituency West Bengal Lok Sabha election 2024 party wise candidates: নবাবের শহর মুর্শিদাবাদের কুর্সি কি ধরে রাখতে পারবেন তৃণমূলের আবু তাহের খান ? নাকি তাঁর জয়ে কাঁটা হবে সেলিম ফ্যাক্টর ৷ সুলুকসন্ধান ইটিভি ভারতের ৷

Murshidabad constituency
মুর্শিদাবাদের কুর্সি কি ধরে রাখতে পারবে তৃণমূল? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 11:41 AM IST

Updated : May 6, 2024, 3:52 PM IST

মুর্শিদাবাদের কুর্সি কি ধরে রাখতে পারবে তৃণমূল ? (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ, 3 মে: নবাবের দরবার থেকে কে সংসদের চৌকাঠ ডিঙোবে, এ বার মুর্শিদাবাদ লোকসভা আসনে সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে ৷ তৃণমূল কি নিজের দখলে থাকা আসন ধরে রাখতে পারবে ? নাকি এ বার বিজেপি বা কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী বাজিমাৎ করবেন ? এই নিয়েই চর্চা চলছে হাজারদুয়ারির আনাচেকানাচে ।

এ বার মুর্শিদাবাদ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ আবু তাহের খান ৷ তবে তাঁকে জোর টক্কর দিতে তৈরি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । অপরদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের প্রচারে ব্যাপক সাড়া মেলায়, জয়ের লক্ষ্যে তাল ঠুকছেন বিজেপি প্রার্থী তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও । এই কেন্দ্রে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফ ।

Murshidabad constituency
মুর্শিদাবাদ লোকসভায় প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এ বার 22 জন প্রতিদ্বন্দ্বীর ভাগ্য নির্ধারণ করবেন 18 লক্ষ 86 হাজার 906 জন । এরমধ্যে পুরুষ ভোটারের সংখা 9 লক্ষ 61 হাজার 556 জন । মহিলা ভোটারের সংখ্যা 9 লক্ষ 25 হাজার 322 জন । এছাড়াও 28 জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ।

2019 সালে এই কেন্দ্র থেকে 2 লক্ষ 36 হাজার 417 ভোটের ব্যবধানে জিতেছিলেন আবু তাহের খান । দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী আবু হেনা । তিনি ভোট পেয়েছিলেন 3 লক্ষ 77 হাজার 929 টি । 2019 সালে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান । তিনি ভোট পেয়েছিলেন 1 লক্ষ 80 হাজার 793 । বিজেপির প্রতীকে হুমায়ুন কবীর 2 লক্ষ 47 হাজার 809টি ভোট পেয়েছিলেন । বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র ছাড়া সবক'টি আসনেই জিতেছিল তৃণমূল । নদিয়া জেলার করিমপুর বিধানসভার দুটি ব্লক মুর্শিদাবাদ লোকসভার মধ্যে রয়েছে । সেটিও তৃণমূলের দখলে রয়েছে ।

Murshidabad constituency
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

তবে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেসের জোটের কারণে রাজ্যের শাসক দল কিছুটা হলেও জমি হারিয়েছে । রানিনগর, ডোমকল, জলঙ্গি, ইসলামপুরে বাম-কংগ্রেস জোটের শক্তি তৃণমূলকে ভাবাচ্ছে । পাশাপাশি জলঙ্গিতে তৃণমূল বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব তৃণমূলকে আরও বিপাকে ফেলেছে । হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও প্রথম দিকে আবু তাহেরের সমর্থনে প্রচারে নামেননি । মহম্মদ সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী হওয়ায় বাড়তি অক্সিজেন পেয়েছে বাম-কংগ্রেস জোট । প্রায় 68 শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তাও ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে । ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে রাজনৈতিক মহল মনে করছে। তৃতীয় দফায় 7 মে এই কেন্দ্রে নির্বাচন । মানুষ কার পক্ষে রায় দিল, তার জন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. রায়গঞ্জ কেন্দ্রের কুর্সি কার, কোন দলবদলু করবেন বাজিমাত ?
  2. উত্তর মালদার কুর্সি কি ফের পদ্মের, নাকি জমি এবার অন্যের
  3. মালদা দক্ষিণের কুর্সিতে কি ফের 'খান চৌধুরী', নাকি মানুষের ...

মুর্শিদাবাদের কুর্সি কি ধরে রাখতে পারবে তৃণমূল ? (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ, 3 মে: নবাবের দরবার থেকে কে সংসদের চৌকাঠ ডিঙোবে, এ বার মুর্শিদাবাদ লোকসভা আসনে সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে ৷ তৃণমূল কি নিজের দখলে থাকা আসন ধরে রাখতে পারবে ? নাকি এ বার বিজেপি বা কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী বাজিমাৎ করবেন ? এই নিয়েই চর্চা চলছে হাজারদুয়ারির আনাচেকানাচে ।

এ বার মুর্শিদাবাদ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সাংসদ আবু তাহের খান ৷ তবে তাঁকে জোর টক্কর দিতে তৈরি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । অপরদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের প্রচারে ব্যাপক সাড়া মেলায়, জয়ের লক্ষ্যে তাল ঠুকছেন বিজেপি প্রার্থী তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও । এই কেন্দ্রে আলাদা করে প্রার্থী দিয়েছে আইএসএফ ।

Murshidabad constituency
মুর্শিদাবাদ লোকসভায় প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এ বার 22 জন প্রতিদ্বন্দ্বীর ভাগ্য নির্ধারণ করবেন 18 লক্ষ 86 হাজার 906 জন । এরমধ্যে পুরুষ ভোটারের সংখা 9 লক্ষ 61 হাজার 556 জন । মহিলা ভোটারের সংখ্যা 9 লক্ষ 25 হাজার 322 জন । এছাড়াও 28 জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ।

2019 সালে এই কেন্দ্র থেকে 2 লক্ষ 36 হাজার 417 ভোটের ব্যবধানে জিতেছিলেন আবু তাহের খান । দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী আবু হেনা । তিনি ভোট পেয়েছিলেন 3 লক্ষ 77 হাজার 929 টি । 2019 সালে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে সিপিএমের প্রতীকে লড়েছিলেন প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান । তিনি ভোট পেয়েছিলেন 1 লক্ষ 80 হাজার 793 । বিজেপির প্রতীকে হুমায়ুন কবীর 2 লক্ষ 47 হাজার 809টি ভোট পেয়েছিলেন । বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র ছাড়া সবক'টি আসনেই জিতেছিল তৃণমূল । নদিয়া জেলার করিমপুর বিধানসভার দুটি ব্লক মুর্শিদাবাদ লোকসভার মধ্যে রয়েছে । সেটিও তৃণমূলের দখলে রয়েছে ।

Murshidabad constituency
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

তবে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেসের জোটের কারণে রাজ্যের শাসক দল কিছুটা হলেও জমি হারিয়েছে । রানিনগর, ডোমকল, জলঙ্গি, ইসলামপুরে বাম-কংগ্রেস জোটের শক্তি তৃণমূলকে ভাবাচ্ছে । পাশাপাশি জলঙ্গিতে তৃণমূল বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব তৃণমূলকে আরও বিপাকে ফেলেছে । হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখও প্রথম দিকে আবু তাহেরের সমর্থনে প্রচারে নামেননি । মহম্মদ সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী হওয়ায় বাড়তি অক্সিজেন পেয়েছে বাম-কংগ্রেস জোট । প্রায় 68 শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তাও ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে । ফলে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে রাজনৈতিক মহল মনে করছে। তৃতীয় দফায় 7 মে এই কেন্দ্রে নির্বাচন । মানুষ কার পক্ষে রায় দিল, তার জন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. রায়গঞ্জ কেন্দ্রের কুর্সি কার, কোন দলবদলু করবেন বাজিমাত ?
  2. উত্তর মালদার কুর্সি কি ফের পদ্মের, নাকি জমি এবার অন্যের
  3. মালদা দক্ষিণের কুর্সিতে কি ফের 'খান চৌধুরী', নাকি মানুষের ...
Last Updated : May 6, 2024, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.