ETV Bharat / state

পোলট্রিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা-ছেলের, গুরুতর আহত 1 - Death By Electrocution

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 7:55 AM IST

Mother and Son Electrocuted: মুরগির পোলট্রিতে খাবার দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ময়নাগুড়িতে ৷ মা ও ছেলে দু'জনেই বিদ্যুৎস্পষ্ট হয়ে প্রাণ হারালেন ৷ তাঁদের বাঁচাতে গিয়ে আহত হলেন পরিবারের আরেক সদস্য ৷

Mother and Son Died
বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত মা ও ছেলে (প্রতীকী ছবি)

জলপাইগুড়ি, 24 অগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের ৷ বৌদিকে ও ভাইপোকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হলেন দেওর ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারোঘড়িয়া খদ্দির মাঠ এলাকায় ৷ মৃতরা অনিতা কবিরাজ (35) ও সুব্রত কবিরাজ (15) ৷ আহত হয়েছেন রামচরণ কবিরাজ ৷ বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

তাঁর বাড়িতে পলট্রি ফার্ম রয়েছে ৷ সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কীভাবে মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে, জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের খদ্দিরমাঠ এলাকার বাসিন্দা উত্তম কবিরাজ ৷ তাঁর বাড়ির মধ্যে পোল্ট্রি ফার্ম রয়েছে । প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় উত্তম কবিরাজের স্ত্রী অনিতা কবিরাজ ও ছেলে সুব্রত কবিরাজ মুরগীর ফার্মে ঢুকে খাবার দিতে যান ৷ ফার্মের ভিতর তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

এই ঘটনায় দু'জনেই গুরুতর আহত হন ৷ পরিবারের আরেক সদস্য রামচরণ কবিরাজ তখন তাঁদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন ৷ স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন ৷ জানা গিয়েছে, মৃত সুব্রত বার্নিশ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৷ শনিবার মৃতদেহ দু'টির ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

জলপাইগুড়ি, 24 অগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের ৷ বৌদিকে ও ভাইপোকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হলেন দেওর ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারোঘড়িয়া খদ্দির মাঠ এলাকায় ৷ মৃতরা অনিতা কবিরাজ (35) ও সুব্রত কবিরাজ (15) ৷ আহত হয়েছেন রামচরণ কবিরাজ ৷ বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

তাঁর বাড়িতে পলট্রি ফার্ম রয়েছে ৷ সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কীভাবে মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে, জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের খদ্দিরমাঠ এলাকার বাসিন্দা উত্তম কবিরাজ ৷ তাঁর বাড়ির মধ্যে পোল্ট্রি ফার্ম রয়েছে । প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় উত্তম কবিরাজের স্ত্রী অনিতা কবিরাজ ও ছেলে সুব্রত কবিরাজ মুরগীর ফার্মে ঢুকে খাবার দিতে যান ৷ ফার্মের ভিতর তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

এই ঘটনায় দু'জনেই গুরুতর আহত হন ৷ পরিবারের আরেক সদস্য রামচরণ কবিরাজ তখন তাঁদের উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন ৷ স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন ৷ জানা গিয়েছে, মৃত সুব্রত বার্নিশ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৷ শনিবার মৃতদেহ দু'টির ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.