কলকাতা, 24 জুলাই: বাংলায় অবস্থান মৌসুমি অক্ষরেখার। তার জেরেই সক্রিয় বর্ষা। আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টি চলবে ৷ দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস ৷ জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে ৷ এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
এই মুহূর্তে দীঘার উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলছে বৃষ্টি পরিস্থিতি । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।
শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দুই 24 পরগনা, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। 27 জুলাই শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছে, বর্ষা সক্রিয় হলেও রাজ্যে ঘাটতি থাকছে বর্ষার। জুলাই মাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টি ঘাটতি থাকবে ৷ বিশেষত গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির ঘাটতি পূরণের এখনই সম্ভাবনা নেই । গড়ে প্রায় 50 শতাংশ ঘাটতি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব থেকে বেশি ঘাটতি হবে নদীয়াতে। 60 শতাংশ বৃষ্টি ঘাটতি থাকতে পারে । ঘাটতির তালিকায় দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ। সেখানে 56 শতাংশ ঘাটতি রয়েছে । উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি ভালো হলেও, উত্তর দিনাজপুর জেলাতেই 47 শতাংশ ঘাটতি রয়েছে। বাকি সব জেলাতেই অতিরিক্ত বৃষ্টি হয়েছে।
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97 শতাংশ, সর্বনিম্ন 76 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 7.4 মিলিমিটার। আজ বুধবার দিনের আকাশ সম্ভবত মেঘলা । বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।