কলকাতা, 10 জুন: আশঙ্কাই সত্যি হল! এপ্রিল মাসের তাপপ্রবাহের পরিস্থিতি ফিরল জুন মাসেও। চৈত্র-বৈশাখের অস্বস্তিকর দহনজ্বালা এখন জ্যৈষ্ঠ মাসের শেষভাগেও। আলিপুর আবহাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 13 জুনের আগে বর্ষা পরিস্থিতির কোনও সম্ভাবনা এখন নেই। তারপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। তার আগে মাঝের সময়ে অস্বস্তিকর গরমে নাজেহাল হতে হবে।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি কোথাও যদি হয় তা সংশ্লিষ্ট জায়গার তাৎক্ষণিক উত্তপ্ত পরিস্থিতির কারণে হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস ছিলই। সেই মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ৷ দক্ষিণ-পশ্চিমের জেলাগুলিতে রবিবারের তাপমাত্রা কত ছিল, তা একনজরে দেখে নেওয়া যাক...
- পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 44.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 8.4 ডিগ্রি বেশি।
- কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 7.9 ডিগ্রি বেশি।
- পুরুলিয়া- 42.7 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷
- আসানসোল- 42.6 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 5.1 ডিগ্রি বেশি ৷
- বাঁকুড়া- 42.3 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি বেশি ৷
- মগরায় 40.2 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 5.8 ডিগ্রি বেশি, তাপপ্রবাহের পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে।
- তাপপ্রবাহের লক্ষণরেখায় দাঁড়িয়ে রয়েছে শ্রীনিকেতন, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া, আলিপুর।
আপাতত 13 জুন পর্যন্ত এই পরিস্থিতি চলবে। এর থেকেও প্রাণান্তকর হওয়ার শঙ্কাও রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 14 এবং 15 জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই প্রাণান্তকর দহনজ্বালার উলটো ছবি উত্তরবঙ্গে। বর্ষা প্রবেশের ফলস্বরূপ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হয়ে চলেছে। ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচদিনে রয়েছে। বাকি তিন জেলা দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টি পরিস্থিতি রয়েছে। ফলে দহনজ্বালা নেই, বদলে বৃষ্টিস্নাত মনোরম গ্রীষ্ম হিমালয় এবং পাদদেশে।
রবিবার, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 29.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 83 শতাংশ, সর্বনিম্ন 58 শতাংশ। আজ, সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 39 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে।