আসানসোল, 3 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । কোনও দল তাদের প্রার্থীর নামও ঘোষণা করেনি ৷ কিন্তু আসানসোলের লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই যে তৃণমূল প্রার্থী করতে চলেছে, তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর খুশির হাওয়া আসানসোলের তৃণমূল শিবিরে । খুশি রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক 'ম্যাজিক ম্যান' মলয় ঘটকও ৷ তিনি বলেন, "আমরা খুশি। আমরা আনন্দিত । শত্রুঘ্ন সিনহাকে পুনরায় প্রার্থী করা হচ্ছে । গতবার তিনি তিন লক্ষ ভোটে জিতেছিলেন । এবার আরও বেশী ভোটে জয়ী হবেন ৷"
শুক্রবার জেলা নিয়ে বৈঠকে হয় ৷ সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আসানসোল থেকে পুনরায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা । আসানসোলের প্রাক্তন সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয় ৷ তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন। সাংসদ পদ থেকে পদত্যাগও করেন। এরপর আসানসোল লোকসভা কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহা ।
প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করে তিন লক্ষের কাছাকাছি ভোটে শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছিলেন । আর এই বিপুল অংকের ভোটে জয়ী হওয়ার পরেই শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে 'ম্যাজিক ম্যান' উপাধি দিয়েছিলেন। মলয় ঘটকের ম্যাজিকেই নাকি তিনি এত ভোটে জয়ী হয়েছেন বলে মনে করতেন বলিউডের বিশ্বনাথ। তারপর থেকে প্রতিটি সভাতেই শত্রুঘ্ন সিনহা মলয় ঘটককে 'ম্যাজিক ম্যান' বলেই সম্বোধন করে থাকেন ।
যদিও বিষয়টিকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় বিজেপি। গত উপ-নির্বাচনে শত্রুঘ্ন সিনহার প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "কীভাবে ভোট হয়েছিল আমরা সবাই জানি । কিন্তু সাংসদ হওয়ার পর কোনও কাজেই আসানসোলের মানুষ আর ওঁকে পায়নি । এতদিন পর্যন্ত সাংসদ হয়ে উনি কোনও কাজই করেননি । যতই খামোশ বলুন না কেন, এবার তাঁর পরাজয় নিশ্চিত ।"
আরও পড়ুন: