রানিগঞ্জ, 19 জুলাই: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ ৷ বুধবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে মহম্মদ খালেদ হোসেনকে ৷ ইতিমধ্যে তাকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসা হয়েছে ৷
গত 9 জুন আসানসোলের রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতি হয় ৷ ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোনু ও তার সঙ্গীরা ছাড়াও আরও এক দুষ্কৃতি খালেদের সন্ধান শুরু করে পুলিশ ৷ কিন্তু ঘটনার একমাস পেরিয়ে গেলেও অধরা ছিল খালেদ ৷ যদিও তার গতিবিধির উপর লক্ষ্য রাখছিল পুলিশ ৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে ৷ গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ 57 হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক জেরায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সে স্বীকার করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, "ধৃত খালেদকে 11 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হবে ।"
সেদিনের ঘটনায় জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মন্ডলের ছোড়া গুলিতে আহত হয় কুখ্যাত দুষ্কৃতি সোনু সিং ৷ আহত সোনুকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে বাইকে পালিয়ে যায় বাকিরা ৷ এরপর আসানসোলের মহিশীলায় এক গাড়ি চালককে গুলি মেরে তার গাড়ি নিয়ে আহত সোনু সিংকে চাপিয়ে ঝাড়খন্ডে পালায় দুস্কৃতিরা । গাড়ির জিপিএস ট্র্যাক করে গিরিডির জঙ্গল থেকে গ্রেফতার হয় এক দুস্কৃতি । এরপর ধানবাদের হাসপাতাল থেকে ধরা পড়ে ঘটনার মূল চক্রী সোনুকে । তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় বিহারের কুখ্যাত গ্যাংয়ের যোগ উঠে আসে । উঠে আসে মহম্মদ খালেদের নাম । পুলিশ সূত্রে খবর, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা কুখ্যাত এই ডাকাতকে উত্তরপ্রদেশের নয়ডার কাছে গৌতম বুদ্ধ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার তাকে সিরাজপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ড নিয়ে বৃহস্পতিবার আসানসোলে আনা হয় । এদিন তাকে আসানসোল আদালতে পেশ করা হলে 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক । এখনও পর্যন্ত এই ডাকাতির ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ । মোট 1 কোটি 83 লক্ষ টাকার সোনা নিয়ে পালিয়েছিল ডাকাত দলটি, যার মধ্যে অনেকটাই পুলিশ উদ্ধার করতে পেরেছে । রানিগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, এর আগে খালেদের বিরুদ্ধে এই রাজ্যে ও ভিন রাজ্যে ডাকাতির বেশ কয়েকটি অভিযোগ রয়েছে । শার্প শুটার এই খালেদ বন্দুক হাতে সেদিন রানিগঞ্জে সোনার দোকানে ঢুকেছিল ৷ পুলিশ গুলি ছুড়ছে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।