ETV Bharat / state

'বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে', জলপাইগুড়ির সভায় আহ্বান মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PM Modi Slams TMC: ভোটের মুখে বেশ কয়েকদিন উত্তরবঙ্গে থেকে নিজের নির্বাচনী প্রচারও সেরেছেন তৃণমূল সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রথম দফার প্রচার সেরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও। এর মধ্যেই রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে সভায় হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

NARENDRA MODI
রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 4:08 PM IST

Updated : Apr 7, 2024, 5:16 PM IST

জলপাইগুড়ি, 7 এপ্রিল: জলপাইগুড়িতে রবিবার নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঞ্চে উঠেই বাংলায় কথা শুরু করেন মোদি ৷ তিনি সভাস্থলে উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, "বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালবাসা ৷ কিছুদিন আগেই জলপাইগুড়িতে ঝড়ে অনেকে তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন৷ তাদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷" সূত্রের খবর, সভাস্থলের পিছনেই একটি তাঁবুতে ধূপগুড়িতে ঝড়ে বিপর্যস্ত দশটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী ৷

তিনি বলেন, "গোটা বাংলা বলছে, ফের মোদি সরকার ৷ এই ভোট শুধুমাত্র একজন সাংসদ বেছে নেওয়ার ভোট নয় ৷ কেন্দ্রে যত মজবুত সরকার, বিশ্বেও তত দৃঢ় হবে ভারত ৷ 10 বছরে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন ৷ এটাই তো বিকশিত ভারতের সংকল্প ৷ 10 বছরে যা উন্নয়ন করেছি, সেটা শুধু ট্রেলার ৷"

রাজ্যের শাসক তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদি বলেন, "তৃণমূল সরকার গরীব বিরোধী ৷ কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে তাই বঞ্চিত রাজ্যবাসী৷ গরীবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, সেই টাকা লুঠ করছে তৃণমূল৷ গরীব কল্যাণই মোদি সরকারের মূল লক্ষ্য৷"

আক্রমণের মাত্রা বাড়িয়ে মোদি বলেন, "পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে৷ তোলাবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিচ্ছে তৃণমূল৷ বাংলায় সবক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে৷ সন্দেশখালির অপরাধিদের কড়া শাস্তি হওয়া উচিত কিনা বলুন ?" সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী ৷ এর পরই মানুষের কাছে আহ্বান জানান, "এই ভোটেই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে৷ বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে৷"

রাজ্যে শাসক-প্রধান বিরোধী দলের লড়াইয়ের ময়দান এখন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। ইতিমধ্যেই ইতিমধ্যেই এই লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে ভোট-যুদ্ধে নেমেছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ছিলেন তৃণমূল সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে জলপাইগুড়িতে নিজের নির্বাচনী প্রচারও সেরেছেন তিনি। পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রথম দফার প্রচার সেরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী দিনেও এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে। এর মধ্যেই রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

মোদির জনসভার জন্য ধুপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লালস্কুল এলাকায় সভামঞ্চ তৈরি করা হয়েছে। আজ মোদি এই এলাকাতেই সভা করবেন। সভামঞ্চের অদূরেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আঁটোসাঁটো করতে আধা সামরিক বাহিনী, ডগ স্কোয়াড আর বম্ব স্কোয়াড মোতায়ন করা হয়েছে সভাস্থলে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বাংলায় এসে উত্তরবঙ্গে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোচবিহারের লোকসভা আসনের গেরুয়া প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করেন মোদি৷ তবে ওই সভায় ধূপগুড়ির ঝড়ে বিপর্যস্তদের সম্পর্কে কোনও কথা বলেননি মোদি, এমন অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই আজকের সভায় ঝড়ে বিধ্বস্ত ধূপগুড়ির মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার সম্ভাবনা অনেকটাই বলে আশাবাদী বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন:

  1. ‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা মোদির
  2. রবিতে বাংলায় মোদি, কথা বলবেন ঝড়বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে
  3. মমতার গ্যারান্টি মোদির মতো মিথ্যাচার নয়, তৃণমূল নেত্রীর নিশানায় প্রধানমন্ত্রী

জলপাইগুড়ি, 7 এপ্রিল: জলপাইগুড়িতে রবিবার নির্বাচনী প্রচারের সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঞ্চে উঠেই বাংলায় কথা শুরু করেন মোদি ৷ তিনি সভাস্থলে উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, "বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালবাসা ৷ কিছুদিন আগেই জলপাইগুড়িতে ঝড়ে অনেকে তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন৷ তাদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷" সূত্রের খবর, সভাস্থলের পিছনেই একটি তাঁবুতে ধূপগুড়িতে ঝড়ে বিপর্যস্ত দশটি পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী ৷

তিনি বলেন, "গোটা বাংলা বলছে, ফের মোদি সরকার ৷ এই ভোট শুধুমাত্র একজন সাংসদ বেছে নেওয়ার ভোট নয় ৷ কেন্দ্রে যত মজবুত সরকার, বিশ্বেও তত দৃঢ় হবে ভারত ৷ 10 বছরে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন ৷ এটাই তো বিকশিত ভারতের সংকল্প ৷ 10 বছরে যা উন্নয়ন করেছি, সেটা শুধু ট্রেলার ৷"

রাজ্যের শাসক তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদি বলেন, "তৃণমূল সরকার গরীব বিরোধী ৷ কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে তাই বঞ্চিত রাজ্যবাসী৷ গরীবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, সেই টাকা লুঠ করছে তৃণমূল৷ গরীব কল্যাণই মোদি সরকারের মূল লক্ষ্য৷"

আক্রমণের মাত্রা বাড়িয়ে মোদি বলেন, "পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে৷ তোলাবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিচ্ছে তৃণমূল৷ বাংলায় সবক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে৷ সন্দেশখালির অপরাধিদের কড়া শাস্তি হওয়া উচিত কিনা বলুন ?" সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী ৷ এর পরই মানুষের কাছে আহ্বান জানান, "এই ভোটেই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে৷ বুথে বুথে তৃণমূলের জামানত জব্দ করতে হবে৷"

রাজ্যে শাসক-প্রধান বিরোধী দলের লড়াইয়ের ময়দান এখন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। ইতিমধ্যেই ইতিমধ্যেই এই লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে ভোট-যুদ্ধে নেমেছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ছিলেন তৃণমূল সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে জলপাইগুড়িতে নিজের নির্বাচনী প্রচারও সেরেছেন তিনি। পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রথম দফার প্রচার সেরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আগামী দিনেও এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি রয়েছে। এর মধ্যেই রবিবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

মোদির জনসভার জন্য ধুপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লালস্কুল এলাকায় সভামঞ্চ তৈরি করা হয়েছে। আজ মোদি এই এলাকাতেই সভা করবেন। সভামঞ্চের অদূরেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আঁটোসাঁটো করতে আধা সামরিক বাহিনী, ডগ স্কোয়াড আর বম্ব স্কোয়াড মোতায়ন করা হয়েছে সভাস্থলে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বাংলায় এসে উত্তরবঙ্গে সভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোচবিহারের লোকসভা আসনের গেরুয়া প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করেন মোদি৷ তবে ওই সভায় ধূপগুড়ির ঝড়ে বিপর্যস্তদের সম্পর্কে কোনও কথা বলেননি মোদি, এমন অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই আজকের সভায় ঝড়ে বিধ্বস্ত ধূপগুড়ির মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার সম্ভাবনা অনেকটাই বলে আশাবাদী বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন:

  1. ‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা মোদির
  2. রবিতে বাংলায় মোদি, কথা বলবেন ঝড়বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে
  3. মমতার গ্যারান্টি মোদির মতো মিথ্যাচার নয়, তৃণমূল নেত্রীর নিশানায় প্রধানমন্ত্রী
Last Updated : Apr 7, 2024, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.