জলপাইগুড়ি, 4 জুলাই: ভারত-ভূটান সীমান্তে মোবাইল নেটওয়ার্কের সমস্যা । সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সীমা বলের (SSB) নিরাপত্তার কথা মাথায় রেখে মোবাইল নেটওয়ার্ক সমস্যা মেটাতে উদ্যোগী হল ভারত সরকার । সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনীর কাজের সুবিধার্থে বিএসএনএলের 4 জি নেটওয়ার্ক লাগানো হচ্ছে । বিশেষ করে জলপাইগুড়ি সেক্টরের অধীন পাহাড় জঙ্গল পরিবেষ্টিত এই এলাকা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অংশে নিরাপত্তা দিয়ে থাকে এসএসবি ।
নেটওয়ার্ক ঠিক হলে স্থানীয় মানুষদের থেকে খবরাখবর পাবে এসএসবি । পাশাপাশি বর্ডার এলাকা থেকে তা হেডকোয়ার্টারেও পাঠানো সহজ হবে । ফলে নেটওয়ার্ক হলে সাধারণ মানুষ থেকে শুরু করে এসএসবি সকলেরই সুবিধা হবে ৷
ভারত-ভূটান সীমান্তে এসএসবির বর্ডার আউট পোস্ট ও বর্ডার পিলার এলাকায় কোনও নেটওয়ার্ক নেই । ভূটানের ওপাশের সীমান্ত এলাকায় রয়েছে চিনের হাতছানি । নেটওয়ার্কের সমস্যার জন্য খবরখবর পাঠানো খুব দুষ্কর হয়ে পড়ে । পুরোপুরি জঙ্গল এলাকা ৷ তার উপর নেটওয়ার্কের সমস্যা ৷ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এসএসবির প্রস্তাবের ভিত্তিতেই সীমান্তে নেটওয়ার্ক সাজাতে 4G স্যাচুরেশন টাওয়ার লাগাতে চলেছে বিএসএনএল ।
ইতিমধ্যে সেনাবাহিনী ও বিএসএনএল সার্ভে শুরু করাচ্ছে ভারত সরকার । প্রথমেই বিএসএনএলের 4G স্যাচুরেশন করতে চায় সরকার । সীমান্ত এলাকায় বর্ডার আউট পোস্ট ও ইন্টারন্যাশনাল পোস্ট এলাকায় 4G স্যাচুরেশন টাওয়ার লাগানোর সার্ভে করেছে বিসএসএনএলের আধিকারিক ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা । ভারত-ভূটান সীমান্তের প্রায় 183 কিলোমিটারের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সীমানা অবস্থিত । বর্ডার আউট পোস্টের 13টি জায়গায় ইতিমধ্যেই সার্ভের কাজ শেষ হয়েছে ৷ সীমান্তের এসএসবির বর্ডার আউট পোস্ট এলাকা যেখানে কোনও মোবাইল সংস্থার নেটওয়ার্ক নেই । যেমন - কালাপানি, বান্দাপানি, ভূটানঘাট, সংকোশ, কালিখোলা, রায়মাটাং, নয়াবস্তি, খোকলা, সান্তলাবাড়ি, বক্সা দুয়ার, লেপচাখা এলাকার ভারত-ভূটান সীমান্তে 4G টাওয়ার লাগানোর প্রস্তাব জমা পড়েছে ।
বিএসএনএলের জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কুর্তি, পানঝোরা, বিছাভাঙা, মেচবস্তি, কোদাল বস্তি, শিবচুতে 4 জি স্যাচুরেশন টাওয়ার বসানো হচ্ছে ৷ বিশেষ করে প্রত্যন্ত এলাকা যেমন আলিপুরদুয়ারের ভূতরি, দুমচি, একুশ মাইল, 20 মাইল, আঠাস মাইল, ষোলো ঘড়িয়া এলাকাতেও এই টাওয়ার বসবে ।
এই বিষয়ে বিএসএনএলের জলপাইগুড়ি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় কর্মকার বলেন, "ভারত সরকারের নির্দেশে আমরা ভারত-ভূটান সীমান্তের বর্ডার আউট পোস্টে নেটওয়ার্কহীন জায়গায় আমরা সার্ভে করেছি । বিশেষ করে আলিপুরদুয়ারের কালাপানি,বান্দাপানি, ভুটানঘাট, সংকোশ, কালিখোলা, রায়মাটাং, নয়াবস্তি, খোকলা, সান্তলাবাড়িতে টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । মোট নতুন 26টি টাওয়ার হবে । ভারত সরকারের 4 জি স্যাচুরেশন এখন টপ প্রাইয়োরিটি ।"
জানা গিয়েছে, সার্ভে টিমে ছিলেন বিএসএনএলের জলপাইগুড়ি বিভাগের ডিজিএম বিজয় কর্মকার, স্বরূপ সরকার বীরপাড়া, SDE (মোবাইল) মহম্মদ আখতার আলি, বিতান ঘোষ (ট্রান্সমিশন), মুকেশ কুমার (JE) হাসিমারা । এসএসবির জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে, নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী এলাকায় কাজের খুব সমস্যা হচ্ছিল । সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয় এই সমস্যা সমাধানের জন্য । তাই বিএসএনএল থেকে সার্ভেও হয়ে গিয়েছে । আশা করি নেটওয়ার্ক এলে এলাকার মানুষের যেমন সুবিধা হবে আমাদেরও খবরাখবর পাঠাতে সুবিধা হবে ।