ETV Bharat / state

রেশন দুর্নীতি-কাণ্ডে ইডির নজরে আটটি মোবাইল ফোন, সেগুলি কাদের - RATION CORRUPTION SCAM

মোট 31টি জায়গায় বিশেষ তল্লাশি অভিযান চালায় ইডি । বিভিন্ন অফিস এবং সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে মোট আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।

Enforcement Directorate
মোবাইল ফোনগুলি পরীক্ষা-নিরীক্ষা চলছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 3:17 PM IST

কলকাতা, 29 অক্টোবর: রাজ্যে রেশন দুর্নীতি-কাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন । ইতিমধ্যেই মোবাইল ফোনগুলি খোলার কাজ শুরু করেছে ইডি । ওই আটটি মোবাইল ফোন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে ইডির টেকনিক্যাল টিম ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, রাজ্যের রেশন দুর্নীতি-কাণ্ডের তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা । জানা গিয়েছে, মোট 31টি জায়গায় এই বিশেষ তল্লাশি অভিযান চলেছে । এর মধ্যে কলকাতাও রয়েছে । সেখানে বিভিন্ন অফিস এবং বিভিন্ন সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে মোট আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।

Enforcement Directorate
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (নিজস্ব ছবি)

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন, উদ্ধার হওয়া এই আটটি মোবাইল ফোন ঘেঁটে একাধিক তথ্য পাওয়া যাবে ৷ সেই তথ্য রেশন দুর্নীতি-কাণ্ডে ইডি আধিকারিকদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । এছাড়াও একাধিক সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের বিভিন্ন নথিপত্র এবং ইলেকট্রনিক্স ডিভাইস সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেগুলি ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষার কাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আদালতের নির্দেশে রেশন দুর্নীতির মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । এই ঘটনায় কয়েক বছর আগে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় । তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পারেন । এরপরে সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তারপর ইডি দাবি করেছিল, খাদ্য ভবনের একাধিক সরকারি আধিকারিকও রেশন দুর্নীতি-কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন । রেশন দুর্নীতির তদন্তে নেমে পরে একাধিক প্রভাবশালী ব্যক্তিকেও গ্রেফতার করেন ইডির গোয়েন্দারা ।

কলকাতা, 29 অক্টোবর: রাজ্যে রেশন দুর্নীতি-কাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে উদ্ধার হওয়া আটটি মোবাইল ফোন । ইতিমধ্যেই মোবাইল ফোনগুলি খোলার কাজ শুরু করেছে ইডি । ওই আটটি মোবাইল ফোন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করছে ইডির টেকনিক্যাল টিম ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, রাজ্যের রেশন দুর্নীতি-কাণ্ডের তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা । জানা গিয়েছে, মোট 31টি জায়গায় এই বিশেষ তল্লাশি অভিযান চলেছে । এর মধ্যে কলকাতাও রয়েছে । সেখানে বিভিন্ন অফিস এবং বিভিন্ন সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে মোট আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।

Enforcement Directorate
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (নিজস্ব ছবি)

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন, উদ্ধার হওয়া এই আটটি মোবাইল ফোন ঘেঁটে একাধিক তথ্য পাওয়া যাবে ৷ সেই তথ্য রেশন দুর্নীতি-কাণ্ডে ইডি আধিকারিকদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে । এছাড়াও একাধিক সংস্থায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের বিভিন্ন নথিপত্র এবং ইলেকট্রনিক্স ডিভাইস সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সেগুলি ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষার কাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আদালতের নির্দেশে রেশন দুর্নীতির মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । এই ঘটনায় কয়েক বছর আগে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় । তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পারেন । এরপরে সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তারপর ইডি দাবি করেছিল, খাদ্য ভবনের একাধিক সরকারি আধিকারিকও রেশন দুর্নীতি-কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন । রেশন দুর্নীতির তদন্তে নেমে পরে একাধিক প্রভাবশালী ব্যক্তিকেও গ্রেফতার করেন ইডির গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.