ETV Bharat / state

কমিশনের ভয়! জাতগোখরো এখন অতীত, নয়া সংলাপ মহাগুরুর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mithun Chakraborty: আসানসোলে নির্বাচনী প্রচারে এসে ডায়লগ বদল মিঠুন চক্রবর্তীর ৷ নিজের ডায়লগের কিছু শব্দ বদলে ফেলার নেপথ্যে কী কারণ তাও জানালেন মহাগুরু ৷

Mithun Chakraborty , মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 4:04 PM IST

Updated : Apr 29, 2024, 4:17 PM IST

জনসভায় মিঠুনের বক্তব্য

আসানসোল, 29 এপ্রিল: মিঠুনের সেই মাঠ কাঁপানো ডায়ালগে বদল এল! "আমি জলঢোড়া নই, বেলেবোড়াও নই, জাত গোখরো"; কিংবা "মারব এখানে লাশ পড়বে শ্মশানে" ৷ মিঠুন মানেই এই চির পরিচিত এই ফিল্মি ডায়ালগ । যা নির্বাচনী প্রচারেও বিরাট হিট হয়েছিল । কিন্তু এবার নির্বাচনী জনসভায় নিজের সেই বিখ্যাত ডায়লগ বদলালেন মিঠুন চক্রবর্তী । জামুড়িয়ায় রবিবার বিকেলে মিঠুনকেই বলতে শোনা গেল, "তৃণমূল আমার বলা ডায়লগ নিয়ে কেস করেছে । তাই ওগুলোকে একটু পালটে বলি ।" প্রশ্ন উঠছে তবে কি চাপে বাংলার মহাগুরু ?

রবিবার বিকালে জামুড়িয়াতে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং, আলুওয়ালিয়ার সমর্থনে একটি জনসভা ছিল । সেই জনসভায় বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী । তাঁকে দেখার জন্য এদিন মানুষের ঢল নেমেছিল জামুড়িয়াতে । মিঠুন চক্রবর্তী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও করেন । কিন্তু মিঠুন মানেই বাঙালিদের কাছে অন্য আবেগ । যতই নির্বাচনী জনসভা হোক, মিঠুন চক্রবর্তীর কাছে সবাই ফিল্মি ডায়ালগ শুনতে চান । আর চির পরিচিত মিঠুনের সেই 'জাত গোখরো' কিংবা 'মারব এখানে' বাঙালিদের ঠোঁটস্থ ।

কিন্তু এবারের জনসভায় মিঠুন যেন খানিকটা হতাশ করলেন দর্শকদের । তাঁর কাছে ডায়লগ শুনতে চাইলে তিনি নিজেই স্বীকার করেন যে তৃণমূল মামলা করেছিল তাই তিনি তার নিজের ডায়ালগগুলোকে ঈষৎ পালটে দিচ্ছেন । এরপর মিঠুন বলেন, "আমার সিনেমার ডায়ালগগুলি নাকি অশান্তি ছড়াচ্ছে । ভাবুন, যারা সব সময় নিজেরাই অশান্তি ছড়ায়, তারা আমার সিনেমার ডায়লগ নিয়ে বলছে ।" এরপর চির পরিচিত ডায়লগগুলি মিঠুন শব্দ পালটে বলেন ৷ কিন্তু তাতে দর্শককূলের বক্তব্য, ঠিক জমল না ।

আরও পড়ুন :

  1. কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা
  2. চাঁচলে মিঠুনের রোড শো-তে 'গো ব্যাক' স্লোগান! খগেনকে নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

জনসভায় মিঠুনের বক্তব্য

আসানসোল, 29 এপ্রিল: মিঠুনের সেই মাঠ কাঁপানো ডায়ালগে বদল এল! "আমি জলঢোড়া নই, বেলেবোড়াও নই, জাত গোখরো"; কিংবা "মারব এখানে লাশ পড়বে শ্মশানে" ৷ মিঠুন মানেই এই চির পরিচিত এই ফিল্মি ডায়ালগ । যা নির্বাচনী প্রচারেও বিরাট হিট হয়েছিল । কিন্তু এবার নির্বাচনী জনসভায় নিজের সেই বিখ্যাত ডায়লগ বদলালেন মিঠুন চক্রবর্তী । জামুড়িয়ায় রবিবার বিকেলে মিঠুনকেই বলতে শোনা গেল, "তৃণমূল আমার বলা ডায়লগ নিয়ে কেস করেছে । তাই ওগুলোকে একটু পালটে বলি ।" প্রশ্ন উঠছে তবে কি চাপে বাংলার মহাগুরু ?

রবিবার বিকালে জামুড়িয়াতে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং, আলুওয়ালিয়ার সমর্থনে একটি জনসভা ছিল । সেই জনসভায় বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী । তাঁকে দেখার জন্য এদিন মানুষের ঢল নেমেছিল জামুড়িয়াতে । মিঠুন চক্রবর্তী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদনও করেন । কিন্তু মিঠুন মানেই বাঙালিদের কাছে অন্য আবেগ । যতই নির্বাচনী জনসভা হোক, মিঠুন চক্রবর্তীর কাছে সবাই ফিল্মি ডায়ালগ শুনতে চান । আর চির পরিচিত মিঠুনের সেই 'জাত গোখরো' কিংবা 'মারব এখানে' বাঙালিদের ঠোঁটস্থ ।

কিন্তু এবারের জনসভায় মিঠুন যেন খানিকটা হতাশ করলেন দর্শকদের । তাঁর কাছে ডায়লগ শুনতে চাইলে তিনি নিজেই স্বীকার করেন যে তৃণমূল মামলা করেছিল তাই তিনি তার নিজের ডায়ালগগুলোকে ঈষৎ পালটে দিচ্ছেন । এরপর মিঠুন বলেন, "আমার সিনেমার ডায়ালগগুলি নাকি অশান্তি ছড়াচ্ছে । ভাবুন, যারা সব সময় নিজেরাই অশান্তি ছড়ায়, তারা আমার সিনেমার ডায়লগ নিয়ে বলছে ।" এরপর চির পরিচিত ডায়লগগুলি মিঠুন শব্দ পালটে বলেন ৷ কিন্তু তাতে দর্শককূলের বক্তব্য, ঠিক জমল না ।

আরও পড়ুন :

  1. কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা
  2. চাঁচলে মিঠুনের রোড শো-তে 'গো ব্যাক' স্লোগান! খগেনকে নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী
Last Updated : Apr 29, 2024, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.