ETV Bharat / state

আজ মিঠুন হাসপাতালেই! 'মহাগুরু'কে দেখতে গেলেন সুভাষ-জায়া রমলা - ব্রেনস্ট্রোক

Mithun Chakraborty Health Update: রবিবার মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে দেখতে এলেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী ৷ এর আগে প্রযোজক অতনু রায় চৌধুরী হাসপাতালে এই অভিনেতাকে দেখতে আসেন ৷ বেরিয়ে তিনি দাবি করেন, বর্ষীয়ান অভিনেতা এখন ভালো রয়েছেন ৷ আজই হাসপাতাল থেকে মিঠুনকে ছেড়ে দেওয়া হবে ৷

Mithun Chakraborty
মিঠুন চক্রবর্তী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 12:27 PM IST

Updated : Feb 11, 2024, 5:11 PM IST

মিঠুনকে হাসপাতালে দেখতে এলেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে । একটা সময় মনে হয়েছিল রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে মহাগুরুকে ৷ পরবর্তী সময় জানা যায় এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেতা। এদিন সকালে হাসপাতাল থেকে বেরিয়ে এসে প্রযোজক অতনু রায় চৌধুরী দাবি করেন মিঠুনকে ছেড়ে দেওয়া হবে। তবে এরপরই হাসপাতাল সূত্রে জানা এদিন অভিনেতাকে ছাড়া হচ্ছে না। তাঁকে হাসপাতালেই থাকতে হচ্ছে।

প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী । তাই বেসরকারি হাসপাতালে এ দিন অভিনেতাকে দেখতে এলেন সিপিএম নেতার স্ত্রী রমলা চক্রবর্তীও । তাঁকে দেখে বেরিয়ে তিনি বলেন, "শুটিংয়ের চাপে ওঁ ক্লান্ত থাকে ৷ কিন্তু আজ ওঁকে ফুরফুরে মেজাজে দেখলাম । সাধারণ মানুষ হয়েও ওঁর মধ্যে একটা অসাধারণ ক্ষমতা রয়েছে । ওঁ মানুষকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে । ওঁর আজকে ছুটি হয়ে গিয়েছে ৷ তবে আমরা বকাবকি করেছি । তাই আজকের দিনটা ওঁকে হাসপাতালে রেখে দেওয়া হবে ।"

কলকাতায় ছবির শুটিং করছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । শুটিংয়ের মাঝে শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় মহাগুরুকে ৷ তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করে জানা যায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন । শনিবার সন্ধ্যায় বেসরকারি হাসতাপালের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনে ব্রেনস্ট্রোকেই মান্যতা দেওয়া হয় ৷ সেখানে জানানো হয়, মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কে 'ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট' (স্ট্রোক) হয়েছে ৷ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিউরোফিজিসিয়ান, গ্যাস্ট্রোএন্ট্রোলজি এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা । কিন্তু এই মুহূর্তে তিনি ভালো আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর ।

জানা গিয়েছিল, শুক্রবার রাত থেকেই শারীরিক সমস্যা দেখা দেয় জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতার । এরপর শনিবার সকালে বাড়াবাড়ি হলে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসেন 'শাস্ত্রী' ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী । নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে তিনি ভরতি হন বলে জানা গিয়েছিল । পরে ইমার্জেন্সি বিভাগ থেকে অভিনেতাকে স্থানান্তর করা হয় আইসিইউ'র 108 নম্বর বেডে ৷ এমআরআই রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট স্ট্রোকে আক্রান্ত 'মহাগুরু' ৷

'শাস্ত্রী' ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় । ছবিটির প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের । বিজ্ঞান-অপবিজ্ঞানের দ্বন্দ্বই উঠে আসছে এই সিনেমার মূল গল্পে । তারই জোরদার শুটিং চলছিল কলকাতায় ৷ সেই শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা । সম্প্রতি দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মভূষণ'-এ সম্মানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী ৷

আরও পড়ুন:

  1. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে
  2. অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ, কেমন আছেন মহাগুরু?
  3. রুপোলি পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, শ্যামবাজারে শুরু 'শাস্ত্রী'র শুটিং

মিঠুনকে হাসপাতালে দেখতে এলেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে । একটা সময় মনে হয়েছিল রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে মহাগুরুকে ৷ পরবর্তী সময় জানা যায় এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেতা। এদিন সকালে হাসপাতাল থেকে বেরিয়ে এসে প্রযোজক অতনু রায় চৌধুরী দাবি করেন মিঠুনকে ছেড়ে দেওয়া হবে। তবে এরপরই হাসপাতাল সূত্রে জানা এদিন অভিনেতাকে ছাড়া হচ্ছে না। তাঁকে হাসপাতালেই থাকতে হচ্ছে।

প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী । তাই বেসরকারি হাসপাতালে এ দিন অভিনেতাকে দেখতে এলেন সিপিএম নেতার স্ত্রী রমলা চক্রবর্তীও । তাঁকে দেখে বেরিয়ে তিনি বলেন, "শুটিংয়ের চাপে ওঁ ক্লান্ত থাকে ৷ কিন্তু আজ ওঁকে ফুরফুরে মেজাজে দেখলাম । সাধারণ মানুষ হয়েও ওঁর মধ্যে একটা অসাধারণ ক্ষমতা রয়েছে । ওঁ মানুষকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে । ওঁর আজকে ছুটি হয়ে গিয়েছে ৷ তবে আমরা বকাবকি করেছি । তাই আজকের দিনটা ওঁকে হাসপাতালে রেখে দেওয়া হবে ।"

কলকাতায় ছবির শুটিং করছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । শুটিংয়ের মাঝে শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় মহাগুরুকে ৷ তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করে জানা যায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন । শনিবার সন্ধ্যায় বেসরকারি হাসতাপালের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনে ব্রেনস্ট্রোকেই মান্যতা দেওয়া হয় ৷ সেখানে জানানো হয়, মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কে 'ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট' (স্ট্রোক) হয়েছে ৷ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিউরোফিজিসিয়ান, গ্যাস্ট্রোএন্ট্রোলজি এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা । কিন্তু এই মুহূর্তে তিনি ভালো আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর ।

জানা গিয়েছিল, শুক্রবার রাত থেকেই শারীরিক সমস্যা দেখা দেয় জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতার । এরপর শনিবার সকালে বাড়াবাড়ি হলে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসেন 'শাস্ত্রী' ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী । নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে তিনি ভরতি হন বলে জানা গিয়েছিল । পরে ইমার্জেন্সি বিভাগ থেকে অভিনেতাকে স্থানান্তর করা হয় আইসিইউ'র 108 নম্বর বেডে ৷ এমআরআই রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট স্ট্রোকে আক্রান্ত 'মহাগুরু' ৷

'শাস্ত্রী' ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় । ছবিটির প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের । বিজ্ঞান-অপবিজ্ঞানের দ্বন্দ্বই উঠে আসছে এই সিনেমার মূল গল্পে । তারই জোরদার শুটিং চলছিল কলকাতায় ৷ সেই শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা । সম্প্রতি দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মভূষণ'-এ সম্মানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী ৷

আরও পড়ুন:

  1. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে
  2. অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ, কেমন আছেন মহাগুরু?
  3. রুপোলি পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, শ্যামবাজারে শুরু 'শাস্ত্রী'র শুটিং
Last Updated : Feb 11, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.