জামুড়িয়া, 20 মে: গ্রামের কুয়োর পানীয় জল, পুকুরের দৈনন্দিন ব্যবহৃত জল পোড়া মোবিল ঢেলে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । আসানসোল লোকসভার সিপিআইএম প্রার্থী তথা জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খানের দাবি, গ্রামের মানুষজন সিপিআইএমকে ভোট দিয়েছেন । আর সেই কারণেই প্রতিহিংসা থেকে এমন বর্বোরোচিত কাজ করা হয়েছে । নাম না করলেও তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন জাহানারা ।
জামুড়িয়া থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরনো জামশোল গ্রামের ঘটনা ৷ সোমবার সকাল থেকেই দেখা যাচ্ছে জামুড়িয়ার জামশোল এলাকায় প্রাচীন একটি কুয়ো থেকে শুরু করে পুকুরঘাট সব জায়গায় পোড়া মোবিল ঢেলে দেওয়া হয়েছে। যেহেতু ওই এলাকায় পানীয় জলের অভাব রয়েছে, তাই কুয়োর জল ছেঁকে পান করে গ্রামবাসীরা । অভিযোগ, যাতে গ্রামবাসীরা ওই জল ব্যবহার করতে না পারেন, সেই কারণে পুকুর, কুয়োয় পোড়া মোবিল ঢেলে দেওয়া হয়েছে । এমনকি গ্রামের টাইম কলের লাইনও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ । যার ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা ।
আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তথা জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খানের দাবি, জামশোল গ্রামের ওই গরিব মানুষরা বামপন্থী আদর্শে বিশ্বাসী এবং তাঁরা অন্য কোথাও ভোট দেননি । এই প্রতিহিংসা থেকেই এই ঘটনা ঘটিয়েছে দুস্কৃতীরা । নাম না করেই তিনি শাসক দল তৃণমূলের দিকে আঙুল তুলেছেন । অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ।
জামুড়িয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । কীভাবে এই ঘটনা ঘটল, কারাই বা পানীয় জল নষ্ট করার এই ঘৃণ্য চক্রান্ত করেছে, তার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ ।
আরও পড়ুন: