নরেন্দ্রপুর, 10 এপ্রিল: নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী দম্পতি ৷ বুধবার নরেন্দ্রপুর থানার পুলিশ টাওয়ার লোকেশন দেখে গ্রেফতার করেছে অভিযুক্তদের ৷ ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
দীর্ঘদিন ধরেই বছর এগারোর ওই নাবালিকা নরেন্দ্রপুর থানা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন ৷ ওই এলাকারই একটি বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত দম্পতি ৷ ঘটনার দিন অর্থাৎ 6 এপ্রিল সন্ধ্যেবেলা ওই প্রতিবেশী মহিলার সঙ্গে বাজারে বেরিয়ে ছিল ওই নাবালিকা ৷ বেশ কিছুক্ষণ পর ওই মহিলা ফিরে এলেও নাবালিকা ফিরে আসেনি ৷ তারপর নাবালিকার মা ওই মহিলাকে জিজ্ঞাসা করেন তাঁর মেয়ে কোথায় ৷ প্রতিবেশী মহিলা কোনও উত্তর দিতে না-পারায় ওই দম্পতি নরেন্দ্রপুর থানায় তাঁদের নাবালিকা মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে ৷ ওই দম্পতি তাঁর মেয়েকে পাচার করে দিতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তাঁরা ৷
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে আজ মোবাইল টাওয়ারে লোকেশন দেখে সোনারপুরের খেয়াদহ এলাকা থেকে অভিষুক্ত দম্পতি গ্রেফতার করেছে ৷ অভিযুক্ত মহিলার স্বামী জানান, ওই নাবালিকা নিজের ইচ্ছেয় তাদের কাছে এসেছিল ৷ অভিযুক্তরা কোনও পাচার চক্রের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ ৷
নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে ৷ পাশাপাশি বারুইপুর আদালতে ওই নাবালিকার পেশ করা হবে গোপন জবানবন্দির জন্য ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে ৷ তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ ৷
আরও পড়ুন: