ETV Bharat / state

প্রতিবেশী 4 যুবকের যৌন লালসার শিকার তৃতীয় শ্রেণির ছাত্র, অপরাধের ভিডিয়ো ভাইরাল - Minor Boy Sexually Abused - MINOR BOY SEXUALLY ABUSED

Minor Boy Sexually Abused: নাবালককে যৌন নির্যাতন ! তারপর তা সোশাল মিডিয়ায় আপলোড স্থানীয় চার যুবকের ! নির্যাতিত ছাত্রের মায়ে অভিযোগে গ্রেফতার করা হল ঘটনার মূল অভিযুক্ত এক ফুচকাওয়ালাকে ৷ ঠিক কী হয়েছিল সেদিন ?

Sexual Abuse of Minor Boy , নাবালককে যৌন নির্যাতন
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 12:41 PM IST

মালদা, 2 জুন: এলাকার চার যুবকের যৌন নির্যাতনের শিকার হল তৃতীয় শ্রেণির ছাত্র ৷ সেই দৃশ্য আবার ভিডিয়ো রেকর্ডিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ বিষয়টি জানাজানি হতেই নির্যাতিত ছাত্রের মা থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার মূল অভিযুক্ত তথা স্থানীয় এক ফুচকাওয়ালাকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শহর সংলগ্ন একটি গ্রামে ৷

ঘটনাটি কয়েকদিন আগের ৷ অভিযোগ, গত 22 মে বিকেলে বছর নয়ের ওই নাবালককে ভালো খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি আমবাগানে নিয়ে যায় চার যুবক ৷ সেই বাগানে থাকা পরিত্যক্ত একটি ঘরে চারজন ওই নাবালকের উপর যৌন নির্যাতন চালায় ৷ সেই নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ দৃশ্য তারা পালা করে ভিডিয়ো রেকর্ডিং করে ৷ কয়েকদিন পর সেই ভিডিয়ো ক্লিপ তাঁরা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ক্লিপ ৷

22 মে রাতেই গোটা ঘটনা বাবা-মাকে খুলে বলেছিল নির্যাতিত নাবালক ৷ কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান বাবা-মা ৷ তবে সোশাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতেই তাঁরা গ্রামের মাতব্বরদের কাছে সব কথা খুলে বলেন ৷ বিষয়টির নিষ্পত্তি করতে এলাকায় সালিশি সভাও ডাকা হয় ৷ কিন্তু সেই সভার রায় মানতে চায়নি অভিযুক্তরা ৷ তারপরেই মালদা থানার দ্বারস্থ হন নির্যাতিতের অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে 1 জুন শনিবার গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ফুচকাওয়ালাকে ৷ তবে তার সঙ্গীরা এখনও পলাতক ৷

দুই নাবালিকাকে যৌন নির্যাতন ! মালদায় গ্রেফতার 3 যুবক

নাবালকের মায়ের কথায়, "আমার দুই ছেলে ৷ বড় ছেলের সঙ্গে এই নির্যাতন চালানো হয়েছে ৷ ওরা চারজন এই কাজ করেছে ৷ এলাকার একটি পেট্রল পাম্পের পিছনের আমবাগানে ওরা এই কাজ করেছে ৷ সেখানে একটি টিনের ঘর আছে ৷ ওই ঘরেই তারা আমার ছেলেকে নিয়ে যায় ৷ পরদিন গোটা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে ৷ অভিযুক্তরা প্রত্যেকেই আমাদের এলাকার ৷ আমি চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি ৷ একজন ধরা পড়েছে ৷ বাকি তিনজন কোথায় পালিয়েছে জানি না ৷"

মালদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ ধৃতকে শনিবারই জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ বর্তমানে সে জেল হেফাজতে ৷ বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

স্কুল চলাকালীন নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতন, অভিযুক্ত গ্রুপ-ডি'র কর্মী

মালদা, 2 জুন: এলাকার চার যুবকের যৌন নির্যাতনের শিকার হল তৃতীয় শ্রেণির ছাত্র ৷ সেই দৃশ্য আবার ভিডিয়ো রেকর্ডিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷ বিষয়টি জানাজানি হতেই নির্যাতিত ছাত্রের মা থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার মূল অভিযুক্ত তথা স্থানীয় এক ফুচকাওয়ালাকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা শহর সংলগ্ন একটি গ্রামে ৷

ঘটনাটি কয়েকদিন আগের ৷ অভিযোগ, গত 22 মে বিকেলে বছর নয়ের ওই নাবালককে ভালো খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি আমবাগানে নিয়ে যায় চার যুবক ৷ সেই বাগানে থাকা পরিত্যক্ত একটি ঘরে চারজন ওই নাবালকের উপর যৌন নির্যাতন চালায় ৷ সেই নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ দৃশ্য তারা পালা করে ভিডিয়ো রেকর্ডিং করে ৷ কয়েকদিন পর সেই ভিডিয়ো ক্লিপ তাঁরা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ক্লিপ ৷

22 মে রাতেই গোটা ঘটনা বাবা-মাকে খুলে বলেছিল নির্যাতিত নাবালক ৷ কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান বাবা-মা ৷ তবে সোশাল মিডিয়ায় ঘটনার ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতেই তাঁরা গ্রামের মাতব্বরদের কাছে সব কথা খুলে বলেন ৷ বিষয়টির নিষ্পত্তি করতে এলাকায় সালিশি সভাও ডাকা হয় ৷ কিন্তু সেই সভার রায় মানতে চায়নি অভিযুক্তরা ৷ তারপরেই মালদা থানার দ্বারস্থ হন নির্যাতিতের অভিভাবকরা ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে 1 জুন শনিবার গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত ফুচকাওয়ালাকে ৷ তবে তার সঙ্গীরা এখনও পলাতক ৷

দুই নাবালিকাকে যৌন নির্যাতন ! মালদায় গ্রেফতার 3 যুবক

নাবালকের মায়ের কথায়, "আমার দুই ছেলে ৷ বড় ছেলের সঙ্গে এই নির্যাতন চালানো হয়েছে ৷ ওরা চারজন এই কাজ করেছে ৷ এলাকার একটি পেট্রল পাম্পের পিছনের আমবাগানে ওরা এই কাজ করেছে ৷ সেখানে একটি টিনের ঘর আছে ৷ ওই ঘরেই তারা আমার ছেলেকে নিয়ে যায় ৷ পরদিন গোটা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে ৷ অভিযুক্তরা প্রত্যেকেই আমাদের এলাকার ৷ আমি চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি ৷ একজন ধরা পড়েছে ৷ বাকি তিনজন কোথায় পালিয়েছে জানি না ৷"

মালদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ ধৃতকে শনিবারই জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ বর্তমানে সে জেল হেফাজতে ৷ বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে ৷

স্কুল চলাকালীন নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতন, অভিযুক্ত গ্রুপ-ডি'র কর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.