ETV Bharat / state

পাটুলিতে মহিলাকে ধর্ষণের অভিযোগে আটক নাবালক - Patuli Rape Case - PATULI RAPE CASE

Patuli Rape Case: পাটুলিতে মহিলাকে ধর্ষণের অভিযোগে আটক করা হল এক নাবালককে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ বয়ান রেকর্ড করা হচ্ছে নিগৃহীতার ৷

ETV BHARAT
পাটুলিতে ধর্ষণের অভিযোগে আটক নাবালক (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 1:28 PM IST

Updated : Jul 24, 2024, 2:33 PM IST

কলকাতা, 24 জুলাই: শহরের বুকে ধর্ষণের ঘটনা । কাঠগড়ায় এক নাবালক । নিগৃহীতা মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকায়।

ওই নাবালককে আটক করে পাটুলি মহিলা থানায় নিয়ে আসা হয়েছে । পাশাপাশি পাটুলি মহিলা থানার পুলিশ 32 বছরের নির্যাতিতার সঙ্গেও কথা বলছে । তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক বলেন, যেহেতু অভিযুক্ত নাবালক, ফলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আগে সবদিক খতিয়ে দেখা হচ্ছে । তাকে পরবর্তী সময় জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করবে পুলিশ ।

তদন্তে নেমে ওই মহিলার সঙ্গে কথা বলেছেন পাটুলি থানার মহিলা পুলিশ কর্মীরা । পাটুলি থানার মহিলা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালক ওই নির্যাতিতার প্রতিবেশী । নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন যে, মাঝেমধ্যেই তাঁর মা বাড়িতে থাকেন না । কর্মসূত্রে তাঁকে বাইরে যেতে হয় । সেই সময় একাই থাকেন ওই মহিলা । জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করেছে ওই নাবালক । অভিযোগ, নির্যাতিতাকে ভয় দেখিয়ে ওই নাবালক বলত যে, এই ঘটনা প্রকাশ্যে আনা হলে বা পুলিশকে জানানো হলে সেক্ষেত্রে ফল ভালো হবে না ।

ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, অভিযুক্ত নাবালক তাঁকে হত্যারও হুমকি দিত । পাশাপাশি ওই মহিলার একাধিক গোপন ভিডিয়ো সে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দিত । তবে তিনি আর চাপ সহ্য করতে না-পারে অবশেষে বাড়িতে গোটা ঘটনাটি জানান । এরপরেই ওই নির্যাতিতার পরিবারের সদস্যরা তাঁকে সঙ্গে করে মহিলা পাটুলি মহিলা থানায় নিয়ে যান । সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি মহিলা থানার পুলিশ । তদন্ত নেমে এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

কলকাতা, 24 জুলাই: শহরের বুকে ধর্ষণের ঘটনা । কাঠগড়ায় এক নাবালক । নিগৃহীতা মহিলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকায়।

ওই নাবালককে আটক করে পাটুলি মহিলা থানায় নিয়ে আসা হয়েছে । পাশাপাশি পাটুলি মহিলা থানার পুলিশ 32 বছরের নির্যাতিতার সঙ্গেও কথা বলছে । তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিক বলেন, যেহেতু অভিযুক্ত নাবালক, ফলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আগে সবদিক খতিয়ে দেখা হচ্ছে । তাকে পরবর্তী সময় জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করবে পুলিশ ।

তদন্তে নেমে ওই মহিলার সঙ্গে কথা বলেছেন পাটুলি থানার মহিলা পুলিশ কর্মীরা । পাটুলি থানার মহিলা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নাবালক ওই নির্যাতিতার প্রতিবেশী । নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন যে, মাঝেমধ্যেই তাঁর মা বাড়িতে থাকেন না । কর্মসূত্রে তাঁকে বাইরে যেতে হয় । সেই সময় একাই থাকেন ওই মহিলা । জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করেছে ওই নাবালক । অভিযোগ, নির্যাতিতাকে ভয় দেখিয়ে ওই নাবালক বলত যে, এই ঘটনা প্রকাশ্যে আনা হলে বা পুলিশকে জানানো হলে সেক্ষেত্রে ফল ভালো হবে না ।

ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, অভিযুক্ত নাবালক তাঁকে হত্যারও হুমকি দিত । পাশাপাশি ওই মহিলার একাধিক গোপন ভিডিয়ো সে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকিও দিত । তবে তিনি আর চাপ সহ্য করতে না-পারে অবশেষে বাড়িতে গোটা ঘটনাটি জানান । এরপরেই ওই নির্যাতিতার পরিবারের সদস্যরা তাঁকে সঙ্গে করে মহিলা পাটুলি মহিলা থানায় নিয়ে যান । সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি মহিলা থানার পুলিশ । তদন্ত নেমে এই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

Last Updated : Jul 24, 2024, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.