ETV Bharat / state

পঞ্চায়েত আসে-যায়, মাসির বাড়ি যেতে গাড়ি ছেড়ে টোটো চাপলেন মন্ত্রী ! বেহাল রাস্তা - বেহাল রাস্তা

Poor Road Condition: পূর্ব বর্ধমানের রায়নায় মাসির বাড়ি যাচ্ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷ এদিকে কিছু দূর পৌঁছে নিজের গাড়ি থেকে নেমে পড়তে হল তাঁকে ৷ এরপর কর্দমাক্ত রাস্তা দিয়ে কিছুটা হেঁটে টোটোয় চেপে পৌঁছলেন মাসির বাড়ি ৷ রাস্তার এমন হাল কেন ?

ETV BHarat
বেহাল রাস্তায় টোটোয় সওয়ার মন্ত্রী জ্যোৎস্না মান্ডি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 7:07 AM IST

রায়না, 4 ফেব্রুয়ারি: মন্ত্রী এসেছেন মাসির বাড়ি ! গ্রামের রাস্তা দিয়ে মন্ত্রীর গাড়ি কিছুটা যাওয়ার পরেই থেমে যায় ৷ রাস্তায় কাদা থাকায় গাড়ি ঢুকবে না ৷ অগত্যা কাদার মধ্যে দিয়ে একটু পায়ে হেঁটে মন্ত্রী চাপলেন টোটোতে ৷ এরপর পৌঁছলেন মাসির বাড়ি ৷ পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের পলাশন গ্রামের রাস্তার এই হাল কেন ? খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷

পলাশন গ্রামের প্রধান অবশ্য ঘটনার জন্য লজ্জা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে ৷ রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির মাসির বাড়ি রায়না 1 ব্লকের পলাশন গ্রামে ৷ আগে সেখানে তৃণমূলের পঞ্চায়েত থাকলেও এখন তা সিপিএমের দখলে ৷ পঞ্চায়েতে ক্ষমতা বদল হলেও রাস্তার উন্নয়ন হয়নি ৷ ফলে বৃষ্টি হলেই রাস্তার হাল খারাপ হয়ে যায় ৷ পরিস্থিতি এমন হয় যে, আগে গ্রামে কেউ অসুস্থ হলে গাড়ি যেতে চাইত না ৷ এই অবস্থায় একটু বৃষ্টি হলেই রাস্তা আরও বেহাল হয়ে পড়ে ৷ এই অবস্থায় গ্রামে এসে সমস্যায় পড়লেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷

মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, "দশ বছর পরে আমার মাসির বাড়ি এলাম ৷ একটা পুজো উপলক্ষ্যে এসেছি ৷ কিছুটা দূর আসার পরে বোঝা যাচ্ছিল না কাদা না ঢালাই রাস্তা ৷ কী অবস্থায় আছে, সেটা তো জানি না ৷ পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখতে হবে ৷ মাঝেমধ্যে তো মনে হয় হেঁটে কিংবা টোটো করে ঘুরতে ৷ এটা আমার কাছে নতুন নয় ৷" পলাশন গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকা কোনার বলেন, "ছ-মাস দায়িত্ব নিয়েছি ৷ ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টির কারণে কাজ হয়নি ৷ মন্ত্রীকে এইভাবে আসতে হয়েছে শুনে আমরা লজ্জিত ৷ আগে তৃণমূল ক্ষমতায় ছিল ৷ যে কোনও কারণেই হোক কাজ হয়নি ৷ দ্রুত কাজ হয়ে যাবে ৷"

গ্রামবাসী শেখ সাকির হোসেন বলেন, "রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ মন্ত্রী এলেও তাঁকে হেঁটে আসতে হবে ৷ শুধু মন্ত্রী কেন, যেই আসুক তাঁকে একটা জায়গার পরে নামতে হবে ৷ তারপর হেঁটে কিংবা টোটো করে আসতে হবে ৷ তৃণমূল ক্ষমতায় আসার পরে রাস্তা মেরামত হয়নি ৷ রাস্তায় মাটি ফেলেছে ৷ তার উপরে বৃষ্টি হয়েছে ৷ ফলে রাস্তায় কাদা ৷"

গ্রামবাসী পূর্ণিমা টুডু বলেন, "আমাদের রাস্তার খুব সমস্যা ৷ অসুস্থ মানুষের বেশি অসুবিধা ৷ সরকার বদলে গেলেও রাস্তার উন্নয়ন হয় না ৷ আমাদের গ্রামের রাস্তা নিয়ে কোনও দলেরই কোনও মাথাব্যথা নেই ৷ আগে তো খেটে চাপিয়ে রোগীকে নিয়ে যাওয়া হত ৷ মন্ত্রীও বাধ্য হয়ে টোটো করে এসেছেন ৷"

আরও পড়ুন:

  1. জানুয়ারিতেই পথ দুর্ঘটনায় 46 জনের মৃত্যু, 10টি দুর্ঘটনা প্রবণ রাস্তা চিহ্নিত করল লালবাজার
  2. গ্রামে নেই রাস্তা, পরবে গিয়ে হতবাক বিধায়ক অগ্নিমিত্রা
  3. কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে দু’কিমি রাস্তা, একদিন যেতে না-যেতেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ

রায়না, 4 ফেব্রুয়ারি: মন্ত্রী এসেছেন মাসির বাড়ি ! গ্রামের রাস্তা দিয়ে মন্ত্রীর গাড়ি কিছুটা যাওয়ার পরেই থেমে যায় ৷ রাস্তায় কাদা থাকায় গাড়ি ঢুকবে না ৷ অগত্যা কাদার মধ্যে দিয়ে একটু পায়ে হেঁটে মন্ত্রী চাপলেন টোটোতে ৷ এরপর পৌঁছলেন মাসির বাড়ি ৷ পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের পলাশন গ্রামের রাস্তার এই হাল কেন ? খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷

পলাশন গ্রামের প্রধান অবশ্য ঘটনার জন্য লজ্জা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে ৷ রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির মাসির বাড়ি রায়না 1 ব্লকের পলাশন গ্রামে ৷ আগে সেখানে তৃণমূলের পঞ্চায়েত থাকলেও এখন তা সিপিএমের দখলে ৷ পঞ্চায়েতে ক্ষমতা বদল হলেও রাস্তার উন্নয়ন হয়নি ৷ ফলে বৃষ্টি হলেই রাস্তার হাল খারাপ হয়ে যায় ৷ পরিস্থিতি এমন হয় যে, আগে গ্রামে কেউ অসুস্থ হলে গাড়ি যেতে চাইত না ৷ এই অবস্থায় একটু বৃষ্টি হলেই রাস্তা আরও বেহাল হয়ে পড়ে ৷ এই অবস্থায় গ্রামে এসে সমস্যায় পড়লেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷

মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, "দশ বছর পরে আমার মাসির বাড়ি এলাম ৷ একটা পুজো উপলক্ষ্যে এসেছি ৷ কিছুটা দূর আসার পরে বোঝা যাচ্ছিল না কাদা না ঢালাই রাস্তা ৷ কী অবস্থায় আছে, সেটা তো জানি না ৷ পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখতে হবে ৷ মাঝেমধ্যে তো মনে হয় হেঁটে কিংবা টোটো করে ঘুরতে ৷ এটা আমার কাছে নতুন নয় ৷" পলাশন গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকা কোনার বলেন, "ছ-মাস দায়িত্ব নিয়েছি ৷ ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টির কারণে কাজ হয়নি ৷ মন্ত্রীকে এইভাবে আসতে হয়েছে শুনে আমরা লজ্জিত ৷ আগে তৃণমূল ক্ষমতায় ছিল ৷ যে কোনও কারণেই হোক কাজ হয়নি ৷ দ্রুত কাজ হয়ে যাবে ৷"

গ্রামবাসী শেখ সাকির হোসেন বলেন, "রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ মন্ত্রী এলেও তাঁকে হেঁটে আসতে হবে ৷ শুধু মন্ত্রী কেন, যেই আসুক তাঁকে একটা জায়গার পরে নামতে হবে ৷ তারপর হেঁটে কিংবা টোটো করে আসতে হবে ৷ তৃণমূল ক্ষমতায় আসার পরে রাস্তা মেরামত হয়নি ৷ রাস্তায় মাটি ফেলেছে ৷ তার উপরে বৃষ্টি হয়েছে ৷ ফলে রাস্তায় কাদা ৷"

গ্রামবাসী পূর্ণিমা টুডু বলেন, "আমাদের রাস্তার খুব সমস্যা ৷ অসুস্থ মানুষের বেশি অসুবিধা ৷ সরকার বদলে গেলেও রাস্তার উন্নয়ন হয় না ৷ আমাদের গ্রামের রাস্তা নিয়ে কোনও দলেরই কোনও মাথাব্যথা নেই ৷ আগে তো খেটে চাপিয়ে রোগীকে নিয়ে যাওয়া হত ৷ মন্ত্রীও বাধ্য হয়ে টোটো করে এসেছেন ৷"

আরও পড়ুন:

  1. জানুয়ারিতেই পথ দুর্ঘটনায় 46 জনের মৃত্যু, 10টি দুর্ঘটনা প্রবণ রাস্তা চিহ্নিত করল লালবাজার
  2. গ্রামে নেই রাস্তা, পরবে গিয়ে হতবাক বিধায়ক অগ্নিমিত্রা
  3. কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে দু’কিমি রাস্তা, একদিন যেতে না-যেতেই উঠে যাচ্ছে পিচের আস্তরণ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.