রায়না, 4 ফেব্রুয়ারি: মন্ত্রী এসেছেন মাসির বাড়ি ! গ্রামের রাস্তা দিয়ে মন্ত্রীর গাড়ি কিছুটা যাওয়ার পরেই থেমে যায় ৷ রাস্তায় কাদা থাকায় গাড়ি ঢুকবে না ৷ অগত্যা কাদার মধ্যে দিয়ে একটু পায়ে হেঁটে মন্ত্রী চাপলেন টোটোতে ৷ এরপর পৌঁছলেন মাসির বাড়ি ৷ পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের পলাশন গ্রামের রাস্তার এই হাল কেন ? খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷
পলাশন গ্রামের প্রধান অবশ্য ঘটনার জন্য লজ্জা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে ৷ রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির মাসির বাড়ি রায়না 1 ব্লকের পলাশন গ্রামে ৷ আগে সেখানে তৃণমূলের পঞ্চায়েত থাকলেও এখন তা সিপিএমের দখলে ৷ পঞ্চায়েতে ক্ষমতা বদল হলেও রাস্তার উন্নয়ন হয়নি ৷ ফলে বৃষ্টি হলেই রাস্তার হাল খারাপ হয়ে যায় ৷ পরিস্থিতি এমন হয় যে, আগে গ্রামে কেউ অসুস্থ হলে গাড়ি যেতে চাইত না ৷ এই অবস্থায় একটু বৃষ্টি হলেই রাস্তা আরও বেহাল হয়ে পড়ে ৷ এই অবস্থায় গ্রামে এসে সমস্যায় পড়লেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি ৷
মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, "দশ বছর পরে আমার মাসির বাড়ি এলাম ৷ একটা পুজো উপলক্ষ্যে এসেছি ৷ কিছুটা দূর আসার পরে বোঝা যাচ্ছিল না কাদা না ঢালাই রাস্তা ৷ কী অবস্থায় আছে, সেটা তো জানি না ৷ পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখতে হবে ৷ মাঝেমধ্যে তো মনে হয় হেঁটে কিংবা টোটো করে ঘুরতে ৷ এটা আমার কাছে নতুন নয় ৷" পলাশন গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকা কোনার বলেন, "ছ-মাস দায়িত্ব নিয়েছি ৷ ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ৷ কিন্তু বৃষ্টির কারণে কাজ হয়নি ৷ মন্ত্রীকে এইভাবে আসতে হয়েছে শুনে আমরা লজ্জিত ৷ আগে তৃণমূল ক্ষমতায় ছিল ৷ যে কোনও কারণেই হোক কাজ হয়নি ৷ দ্রুত কাজ হয়ে যাবে ৷"
গ্রামবাসী শেখ সাকির হোসেন বলেন, "রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ মন্ত্রী এলেও তাঁকে হেঁটে আসতে হবে ৷ শুধু মন্ত্রী কেন, যেই আসুক তাঁকে একটা জায়গার পরে নামতে হবে ৷ তারপর হেঁটে কিংবা টোটো করে আসতে হবে ৷ তৃণমূল ক্ষমতায় আসার পরে রাস্তা মেরামত হয়নি ৷ রাস্তায় মাটি ফেলেছে ৷ তার উপরে বৃষ্টি হয়েছে ৷ ফলে রাস্তায় কাদা ৷"
গ্রামবাসী পূর্ণিমা টুডু বলেন, "আমাদের রাস্তার খুব সমস্যা ৷ অসুস্থ মানুষের বেশি অসুবিধা ৷ সরকার বদলে গেলেও রাস্তার উন্নয়ন হয় না ৷ আমাদের গ্রামের রাস্তা নিয়ে কোনও দলেরই কোনও মাথাব্যথা নেই ৷ আগে তো খেটে চাপিয়ে রোগীকে নিয়ে যাওয়া হত ৷ মন্ত্রীও বাধ্য হয়ে টোটো করে এসেছেন ৷"
আরও পড়ুন: