ETV Bharat / state

9 লক্ষ 46 হাজার আসনের কেন্দ্রীয় পোর্টাল, কলেজে ভর্তি কীভাবে ? - College Admission Portal in Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 4:42 PM IST

Updated : Jun 19, 2024, 6:33 PM IST

Centralised Admission Portal: সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ কবে থেকে পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে ভরতির প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে ? কারা পোর্টালে আবেদন করতে পারবেন ? রইল সমস্ত বিস্তারিত তথ্য ৷

Centralised Admission Portal
উদ্বোধন হল কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল (নিজস্ব ছবি)

কলকাতা, 19 জুন: রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়াটি এবার পুরোপুরি অনলাইন হল ৷ বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু উদ্বোধন করলেন কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের । দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে সিবিএসই, আইসিএসই পরীক্ষায় উত্তীর্ণরা এই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন ৷ তার জন্য কোনও অর্থ লাগবে না ৷

  • কীভাবে এই আবেদন করা যাবে ?

যে কোনও স্বীকৃত বোর্ড বা কাউন্সিল বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে 10+2 বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যে কোনও ভারতীয় শিক্ষার্থী এর জন্য আবেদন করতে পারবে ৷ banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wbgov.in ওয়েবসাইটে গিয়ে Centralised Admission Portal-এ ক্লিক করলেই ওয়েবসাইটিটি পাওয়া যাবে ৷ এছাড়া সরাসরি https://wbcap.in ওয়েবসাইটে গিয়েও কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা ৷ দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই ধরনের পোর্টাল চালু হল ।

দেশের যে কোনও প্রান্ত থেকে এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 461টি কলেজে আবেদন করা যাবে ৷ স্নাতকস্তরের 7 হাজার 217টি কোর্সের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পড়ুয়ারা ৷

  • পোর্টালের সুযোগ-সুবিধা

এই পোর্টালে 9 লক্ষ 46 হাজার 921টি মোট আসন সংখ্যা রয়েছে ৷ নতুন শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তির জন্য শুধুমাত্র এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই আবেদন করা যাবে ৷ বিভিন্ন কলেজে গিয়ে ফর্ম তোলার দিন শেষ ৷ একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি কোর্সে ভর্তির জন্য় আবেদন জমা দিতে পারবেন । একাধিক কলেজে আবেদন জানাতে পারবেন ৷ কিন্তু ভর্তির ফি দেওয়া যাবে কেবলমাত্র একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়েই ৷ তবে এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনও মূল্য দিতে হবে না ।

  • পোর্টালে আবেদনের সময়সীমা

এই পোর্টালের আবেদন করার সময়সীমা দু'টি ধাপে বিভক্ত ৷ প্রথম ধাপে শুরু হচ্ছে 24 জুন থেকে এবং শেষ হচ্ছে 7 জুলাই । দ্বিতীয় ধাপে 27 অগস্ট থেকে 30 অগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পড়ুয়ারা ৷

  • বিদেশি পড়ুয়াদের জন্য নিয়ম

বিদেশি কোনও পড়ুয়া বা ব্যক্তি এই পোর্টালের মাধ্যমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারবেন না ৷ তাঁদের Study in India (SII) পোর্টালের তালিকাভুক্ত হতে হবে ৷ সেখান থেকেই তাঁরা পড়ার সুবিধা পাবেন ৷

এবার বিভিন্ন কলেজে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম কিনে আবেদন করার পরিশ্রম থেকে রেহাই পেলেন পড়ুয়ারা এবং তাঁদের অভিভাবকরাও । এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ভর্তির সময় অস্বচ্ছতার অভিযোগ ওঠে ৷ এই পোর্টালের মাধ্যমে তা নির্মূল করা যাবে ৷ এছাড়া একজন ছাত্র বা ছাত্রী দেশের যেখানে ইচ্ছে বসে তাঁর পছন্দমতো কলেজের ভর্তির আবেদন করতে পারবে । এছাড়াও এখানে একজন পড়ুয়া অন্য কোথাও সিট দখল করে রাখতে পারবে না ৷"

  • কোথায় আবেদন করা যাবে না

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই পোর্টালের আওতাধীন নয় ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলিতে আবেদন করতে হবে তাদের নিজস্ব পোর্টাল থেকে । এর সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য ও সঙ্গীত কলেজ কোর্সের প্রোগ্রামগুলির জন্য এই পোর্টাল থেকে আবেদন করা যাবে না ৷

এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেওয়া হয় ৷ তাই তারা এই পোর্টালের বাইরে ৷ স্বশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তি ও নিয়ম আলাদা এবং তারা নিয়ন্ত্রণাধীন ৷ বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা আলাদা ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য এবং সঙ্গীত কলেজ বা কোর্সগুলিতে শুধুমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না ৷ সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয় তাই এইগুলি বাদে আর সমস্ত কলেজ ৷" এছাড়া বাকি সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে ৷

পোর্টালে ভর্তি সংক্রান্ত কোনও সমস্যা হলে পড়ুয়ারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারে ৷ হেল্পলাইন নম্বর হল: 1800-102-8014 ৷ তবে এক্ষেত্রে আলাদা করে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আর কোনও হেল্প ডেস্ক থাকছে না ৷ ভর্তি সংক্রান্ত কোনও সমস্যা হলে পোর্টালে দেওয়া হেল্পলাইন নম্বরেই যোগাযোগ করতে হবে ছাত্র-ছাত্রীদের ৷

কলকাতা, 19 জুন: রাজ্যে কলেজে ভর্তির প্রক্রিয়াটি এবার পুরোপুরি অনলাইন হল ৷ বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু উদ্বোধন করলেন কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের । দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে সিবিএসই, আইসিএসই পরীক্ষায় উত্তীর্ণরা এই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন জানাতে পারবেন ৷ তার জন্য কোনও অর্থ লাগবে না ৷

  • কীভাবে এই আবেদন করা যাবে ?

যে কোনও স্বীকৃত বোর্ড বা কাউন্সিল বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে 10+2 বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যে কোনও ভারতীয় শিক্ষার্থী এর জন্য আবেদন করতে পারবে ৷ banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wbgov.in ওয়েবসাইটে গিয়ে Centralised Admission Portal-এ ক্লিক করলেই ওয়েবসাইটিটি পাওয়া যাবে ৷ এছাড়া সরাসরি https://wbcap.in ওয়েবসাইটে গিয়েও কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা ৷ দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই ধরনের পোর্টাল চালু হল ।

দেশের যে কোনও প্রান্ত থেকে এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 461টি কলেজে আবেদন করা যাবে ৷ স্নাতকস্তরের 7 হাজার 217টি কোর্সের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পড়ুয়ারা ৷

  • পোর্টালের সুযোগ-সুবিধা

এই পোর্টালে 9 লক্ষ 46 হাজার 921টি মোট আসন সংখ্যা রয়েছে ৷ নতুন শিক্ষাবর্ষ থেকে কলেজে ভর্তির জন্য শুধুমাত্র এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই আবেদন করা যাবে ৷ বিভিন্ন কলেজে গিয়ে ফর্ম তোলার দিন শেষ ৷ একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি কোর্সে ভর্তির জন্য় আবেদন জমা দিতে পারবেন । একাধিক কলেজে আবেদন জানাতে পারবেন ৷ কিন্তু ভর্তির ফি দেওয়া যাবে কেবলমাত্র একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়েই ৷ তবে এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনও মূল্য দিতে হবে না ।

  • পোর্টালে আবেদনের সময়সীমা

এই পোর্টালের আবেদন করার সময়সীমা দু'টি ধাপে বিভক্ত ৷ প্রথম ধাপে শুরু হচ্ছে 24 জুন থেকে এবং শেষ হচ্ছে 7 জুলাই । দ্বিতীয় ধাপে 27 অগস্ট থেকে 30 অগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পড়ুয়ারা ৷

  • বিদেশি পড়ুয়াদের জন্য নিয়ম

বিদেশি কোনও পড়ুয়া বা ব্যক্তি এই পোর্টালের মাধ্যমে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারবেন না ৷ তাঁদের Study in India (SII) পোর্টালের তালিকাভুক্ত হতে হবে ৷ সেখান থেকেই তাঁরা পড়ার সুবিধা পাবেন ৷

এবার বিভিন্ন কলেজে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম কিনে আবেদন করার পরিশ্রম থেকে রেহাই পেলেন পড়ুয়ারা এবং তাঁদের অভিভাবকরাও । এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ভর্তির সময় অস্বচ্ছতার অভিযোগ ওঠে ৷ এই পোর্টালের মাধ্যমে তা নির্মূল করা যাবে ৷ এছাড়া একজন ছাত্র বা ছাত্রী দেশের যেখানে ইচ্ছে বসে তাঁর পছন্দমতো কলেজের ভর্তির আবেদন করতে পারবে । এছাড়াও এখানে একজন পড়ুয়া অন্য কোথাও সিট দখল করে রাখতে পারবে না ৷"

  • কোথায় আবেদন করা যাবে না

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই পোর্টালের আওতাধীন নয় ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলিতে আবেদন করতে হবে তাদের নিজস্ব পোর্টাল থেকে । এর সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য ও সঙ্গীত কলেজ কোর্সের প্রোগ্রামগুলির জন্য এই পোর্টাল থেকে আবেদন করা যাবে না ৷

এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেওয়া হয় ৷ তাই তারা এই পোর্টালের বাইরে ৷ স্বশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তি ও নিয়ম আলাদা এবং তারা নিয়ন্ত্রণাধীন ৷ বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা আলাদা ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য এবং সঙ্গীত কলেজ বা কোর্সগুলিতে শুধুমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না ৷ সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয় তাই এইগুলি বাদে আর সমস্ত কলেজ ৷" এছাড়া বাকি সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে ৷

পোর্টালে ভর্তি সংক্রান্ত কোনও সমস্যা হলে পড়ুয়ারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারে ৷ হেল্পলাইন নম্বর হল: 1800-102-8014 ৷ তবে এক্ষেত্রে আলাদা করে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আর কোনও হেল্প ডেস্ক থাকছে না ৷ ভর্তি সংক্রান্ত কোনও সমস্যা হলে পোর্টালে দেওয়া হেল্পলাইন নম্বরেই যোগাযোগ করতে হবে ছাত্র-ছাত্রীদের ৷

Last Updated : Jun 19, 2024, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.