আসানসোল, 11 মার্চ: কয়লা তোলার নামে নদীর বালি চুরি করছে বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা। এমনই অভিযোগ তুলে খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল বিজেপি। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জামুড়িয়ার চুরুলিয়া অঞ্চলের বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। বন্ধ করে দেওয়া হয় চুরুলিয়া কোল ব্লকের কাজ।
বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "বেসরকারি এই খনি কর্তৃপক্ষ স্থানীয় জমি অবৈধভাবে দখল করেছে ৷ এছাড়াও অজয় নদী থেকে বালি অবৈধভাবে তোলা হচ্ছে ৷ শুধু তাই নয়, স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হয়নি। বহিরাগতদের নিয়ে এসে এখানে চাকরি দেওয়া হচ্ছে ৷ স্থানীয় মানুষজনের কোনও চাহিদা খনি কর্তৃপক্ষ পূরণ করেনি । এলাকার রাস্তা খারাপ, দূষণ ছড়াচ্ছে, একাধিক বাড়িতে ফাটল দেখা দিচ্ছে ৷"
তিনি আরও বলেন, "বারবার অভিযোগ জানালেও খনি কর্তৃপক্ষ কোনও নজর দেয়নি।" বিজেপি সম্পাদক জানান, অভিযোগ তোলার পরেও বেসরকারি খনি সংস্থার কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে দাবি পত্র তুলে দিতে পারেননি তাঁরা। তাঁর হুঁশিয়ারি, "এই জিনিস চলতে পারে না। সমস্যার সমাধান না হলে আগামী দিনে আমরা এই খনির পরিবহণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব।" যদিও খনি কর্তৃপক্ষের কেউই খনিতে না থাকায় কোনও উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলা যায়নি।
প্রসঙ্গত, জামুড়িয়া চুরুলিয়াতে খোলা মুখ খনিতে একটি বেসরকারি কয়লা সংস্থার দ্বারা কয়লা উত্তোলিত হয়। ওই কয়লা উৎপাদনের ফলে এলাকায় দূষণ ছড়াচ্ছে এমন অভিযোগ বারবার উঠেছে। এছাড়াও ওই খনিতে ব্লাস্টিংয়ের ফলে এলাকাবাসীদের ঘরে ফাটল ধরেছে বলে অভিযোগ। আরও বেশ কয়েক দফা দাবি নিয়ে বিজেপির আসানসোলের সাংগঠনিক জেলার সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। ওই খনিতে বিক্ষোভ দেখানোর সময় খনির কাজ বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন
1. নদী ভাঙন ও শিল্প নিয়ে ক্ষুব্ধ ভোটাররা, খগেন মুর্মুর 5 বছরের খতিয়ান
2. ভোটের মুখে নিয়োগ, বিজ্ঞপ্তি জারির দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের
3. তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, টিকিট না-পেয়েই সিদ্ধান্ত নায়িকার?